ETV Bharat / city

মেয়েটাকে আবার দেখতে পাব তো... - চাঁচলের জগন্নাথপুরে মহানন্দায় নৌকাডুবি

চাঁচলের জগন্নাথপুরে মহানন্দায় নৌকাডুবির ঘটনায় অতিরিক্ত যাত্রী তোলাকেই দায়ী করছেন উদ্ধার হওয়া যাত্রী ও তাঁদের পরিবারের লোকজন ৷

নৌকাডুবি
author img

By

Published : Oct 4, 2019, 4:42 AM IST

Updated : Oct 4, 2019, 6:13 AM IST

মালদা, 4 অক্টোবর : অতিরিক্ত যাত্রী তোলাতেই ঘটেছে বিপর্যয় ৷ দাবি যাত্রীদের ৷

চাঁচলের জগন্নাথপুরে মহানন্দায় নৌকাডুবির ঘটনায় অতিরিক্ত যাত্রী তোলাকেই দায়ী করছেন উদ্ধার হওয়া যাত্রী ও তাঁদের পরিবারের লোকজন ৷

গতকাল মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর ঘাট এলাকায় বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । প্রতিযোগিতা দেখার জন্য মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর, মল্লিকপাড়া এলাকার শতাধিক স্থানীয় বাসিন্দা নৌকা করে মুকুন্দপুর ঘাটের দিকে রওনা দিয়েছিলেন । মহানন্দার মাঝামাঝি নৌকাটি উল্টে যায় । কয়েকজন কোনও রকমে সাঁতরে পাড়ে উঠে আসেন ৷ তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷ এখনও নিখোঁজ বহু ৷ যদিও মৃতদের নাম-পরিচয় জানা যায়নি ৷ দুর্ঘটনার পরই শুরু হয় উদ্ধার কাজ ৷

দুর্ঘটনার বিবরণ দিচ্ছিলেন উদ্ধার হওয়া এক মহিলা যাত্রী বিলকিস বিবি ৷ তাঁর কথায়, "নৌকো করে যাচ্ছিলাম ৷ মেয়ের হাত ধরে ছিলাম ৷ হঠাৎ নৌকা উল্টে যায় ৷ খানিকটা সাঁতরে আসার পর শরীরে আর শক্তি ছিল না ৷ মেয়েটার হাত কখন ছেড়ে গিয়েছে জানি না ৷ পরে একটি ছেলে আমার হাত ধরে টেনে পাড়ে নিয়ে আসে ৷ যখন আমাকে উদ্ধার করা হয় তখন আমার জ্ঞান ছিল না ৷" নিজে প্রাণে বাঁচলেও এখনও মেয়ের দেখা মেলেনি ৷ আদৌ দেখা মিলবে তো, বিড়বিড় করে সে কথাই যেন বলে চলেছেন বিলকিস ৷

আরও পড়ুন : মহানন্দায় নৌকাডুবি ; মৃত 3, নিখোঁজ 80

সাদ্দাম আলি ৷ যাঁর মাসি ছিলেন ওই নৌকায় ৷ নৌকাডুবির খবর পেয়েই ছুটে গেছিলেন ঘাটে ৷ ভাগ্য ভালো মাসি শেফালি বিবিকে উদ্ধার করা গেছে ৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷

খবর পেয়ে ঘটনাস্থানে যান জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর ৷ জানান, উদ্ধারে সরকার সব রকম সাহায্য করছে ৷ ঘটনাস্থানে আসেন জেলা শাসক ও পুলিশ সুপার ৷

মালদা, 4 অক্টোবর : অতিরিক্ত যাত্রী তোলাতেই ঘটেছে বিপর্যয় ৷ দাবি যাত্রীদের ৷

চাঁচলের জগন্নাথপুরে মহানন্দায় নৌকাডুবির ঘটনায় অতিরিক্ত যাত্রী তোলাকেই দায়ী করছেন উদ্ধার হওয়া যাত্রী ও তাঁদের পরিবারের লোকজন ৷

গতকাল মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর ঘাট এলাকায় বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । প্রতিযোগিতা দেখার জন্য মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর, মল্লিকপাড়া এলাকার শতাধিক স্থানীয় বাসিন্দা নৌকা করে মুকুন্দপুর ঘাটের দিকে রওনা দিয়েছিলেন । মহানন্দার মাঝামাঝি নৌকাটি উল্টে যায় । কয়েকজন কোনও রকমে সাঁতরে পাড়ে উঠে আসেন ৷ তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷ এখনও নিখোঁজ বহু ৷ যদিও মৃতদের নাম-পরিচয় জানা যায়নি ৷ দুর্ঘটনার পরই শুরু হয় উদ্ধার কাজ ৷

দুর্ঘটনার বিবরণ দিচ্ছিলেন উদ্ধার হওয়া এক মহিলা যাত্রী বিলকিস বিবি ৷ তাঁর কথায়, "নৌকো করে যাচ্ছিলাম ৷ মেয়ের হাত ধরে ছিলাম ৷ হঠাৎ নৌকা উল্টে যায় ৷ খানিকটা সাঁতরে আসার পর শরীরে আর শক্তি ছিল না ৷ মেয়েটার হাত কখন ছেড়ে গিয়েছে জানি না ৷ পরে একটি ছেলে আমার হাত ধরে টেনে পাড়ে নিয়ে আসে ৷ যখন আমাকে উদ্ধার করা হয় তখন আমার জ্ঞান ছিল না ৷" নিজে প্রাণে বাঁচলেও এখনও মেয়ের দেখা মেলেনি ৷ আদৌ দেখা মিলবে তো, বিড়বিড় করে সে কথাই যেন বলে চলেছেন বিলকিস ৷

আরও পড়ুন : মহানন্দায় নৌকাডুবি ; মৃত 3, নিখোঁজ 80

সাদ্দাম আলি ৷ যাঁর মাসি ছিলেন ওই নৌকায় ৷ নৌকাডুবির খবর পেয়েই ছুটে গেছিলেন ঘাটে ৷ ভাগ্য ভালো মাসি শেফালি বিবিকে উদ্ধার করা গেছে ৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷

খবর পেয়ে ঘটনাস্থানে যান জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর ৷ জানান, উদ্ধারে সরকার সব রকম সাহায্য করছে ৷ ঘটনাস্থানে আসেন জেলা শাসক ও পুলিশ সুপার ৷

Intro:মালদা, ৩ অক্টোবরঃ অতিরিক্ত যাত্রী তোলাতেই ঘটে বিপর্যয়৷ চাঁচলের জগন্নাথপুর ঘাটে নৌকাডুবির ঘটনায় তেমনটাই বক্তব্য উদ্ধার হওয়া যাত্রীদের পরিবারের লোকজনের৷ এই মুহূর্তে সেখানে পুরোদমে চলছে উদ্ধারকাজ৷ নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নেমে পড়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা৷ ঘটনাস্থলে রয়েছেন জেলাশাসক, চাঁচলের মহকুমাশাসক, জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর সহ প্রশাসনিক কর্তারা৷Body:আজ মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর ঘাট এলাকায় একটি বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতা দেখার জন্য মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর, মল্লিকপাড়া এলাকার প্রায় ১০০ জন স্থানীয় বাসিন্দা নৌকায় করে মুকুন্দপুর ঘাটের উদ্দেশে রওনা দিয়েছিল। মহানন্দার মাঝামাঝি নৌকাটি জলে তলিয়ে যায়। কয়েকজন কোনও রকমে সাঁতরে পাড়ে উঠে আসেন৷ ঘটনায় মৃত তিনজন৷ এখনও নিখোঁজ বহু৷ তবে এখনও পর্যন্ত মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি৷ তাঁরা চাঁচল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা৷ নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে৷
উদ্ধার হওয়া এক মহিলা বিলকিস বিবি জানান, "নৌকো করে যাচ্ছিলাম৷ আমি মেয়ের হাত ধরে ছিলাম৷ হঠাৎ নৌকা ডুবে যায়৷ খানিকটা সাঁতরে আসার পর শরীরে আর শক্তি ছিল না৷ পরে একটি ছেলে আমার হাত ধরে টেনে নিয়ে আসে৷ যখন আমাকে উদ্ধার করা হয় তখন আমার জ্ঞান ছিল না৷ এখনও মেয়ের দেখা পায়নি৷ মেয়ে কোথায় তা এখনও জানি না৷"
উদ্ধার হওয়া এক মহিলার আত্মীয় সাদ্দাম আলি জানান, "ঘটনাটি জগন্নাথপুর ঘাটে হয়েছে৷ নৌকোয় অতিরিক্ত যাত্রী হওয়ার কারণেই নৌকো ডুবেছে৷ এখনও অনেকেই নিখোঁজ৷ বোঝা যাচ্ছে না কতজন বেঁচে আছেন, কতজন মারা গিয়েছেন৷ আমি মাসি শেফালি বিবি নৌকোয় ছিলেন৷ নৌকায় উপস্থিত এক যুবক মাসিকে উদ্ধার করে নিয়ে আসে৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মাসির চিকিৎসা চলছে৷"
Conclusion:খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর৷ তিনি বলেন, "একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ একটি নৌকা ডুবে গিয়েছে৷ মনে হচ্ছে নৌকায় ৩০-৩৫ জন ছিলেন৷ তাঁদের মধ্যে দুজন মারা গিয়েছেন৷ প্রায় সকলকেই উদ্ধার করা হয়েছে৷ দুজনকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না৷ বিপর্যয় মোকাবিলা টিম এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে৷ সরকারিভাবে সমস্তরকম প্রচেষ্টা করা হচ্ছে৷ জেলাশাসক ও পুলিশসুপার ঘটনাস্থলে এসেছেন৷"
Last Updated : Oct 4, 2019, 6:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.