ETV Bharat / city

ছাঁটাই কর্মীদের পুনর্বহালসহ আট দফা দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি সাফাইকর্মীদের - কর্মবিরতির হুমকি সাফাইকর্মীদের

ছাঁটাই হওয়া 50 জন সাফাইকর্মীদেরকে পুনর্নিয়োগ সহ নিজেদের আরও আট দফা দাবি নিয়ে কর্মবিরতি শুরু করার হুমকি দিলেন সাফাইকর্মীরা৷ আগামী সোমবার থেকে মালদা মেডিকেল সহ জেলার প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে । এমনকি শ্মশানেও এই কর্মবিরতি চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়৷

sweepers threatened to go on strike
কর্মবিরতির হুমকি সাফাইকর্মীদের
author img

By

Published : Nov 7, 2020, 7:23 PM IST

মালদা, 7 নভেম্বর : আগামী সোমবার থেকে মালদা মেডিকেলসহ জেলার প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কর্মবিরতি শুরু করার হুমকি দিলেন সাফাইকর্মীরা ৷ ছাঁটাই কর্মীদের পুনর্নিয়োগ সহ নিজেদের আট দফা দাবি পূরণ না হওয়ায় এই কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা । আজ নর্থবেঙ্গল বাঁশফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই আন্দোলনের কথা বলা হয়৷ যদিও এই নিয়ে জেলাশাসক কিংবা মালদা মেডিকেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

মালদা মেডিকেলে 238 জন অস্থায়ী সাফাইকর্মী কাজ করতেন৷ তাঁদের কেউ 12 বছর, কেউ 15 বছর ধরে এখানে কাজ করছেন৷ প্রথম থেকে তাঁরা ঠিকাদার সংস্থার অধীনে কাজ করছিলেন৷ সম্প্রতি ঠিকাদার সংস্থার পরিবর্তন হয়েছে৷ নতুন ঠিকাদার সংস্থা 50 জন সাফাইকর্মীকে ছাঁটাই করে দেয়৷ অবশ্য এর পিছনে রয়েছে অন্য কারণ৷ মেডিকেল সূত্রে জানা গিয়েছে, এখানে অস্থায়ী সাফাইকর্মীদের সংখ্যা 188 জন স্থির করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ সাফাইকর্মীদের প্রত্যেকের জন্য পারিশ্রমিক বরাদ্দ দৈনিক 275 টাকা৷ এখানকার পুরোনো ঠিকাদার সংস্থা 188 জনের বদলে মেডিকেলে 238 জন অস্থায়ী সাফাইকর্মী নিয়োগ করে৷ 188 জনের জন্য স্বাস্থ্য দপ্তর প্রতি মাসে যত টাকা পাঠাত, সেই টাকা সমস্ত সাফাইকর্মীর মধ্যে ভাগ করে দেওয়া হত৷ অবশ্য তার মধ্যেও প্রত্যেক সাফাইকর্মীর কিছু টাকা নিজেদের কাছেও রাখত ওই সংস্থা৷ নতুন সংস্থা দায়িত্ব নেওয়ার পর পুরোনো পথে চলতে রাজি হয়নি৷ তারা সাফ জানিয়ে দেয়, তারা 188 জনকেই এখানে নিয়োগ করবে৷ প্রত্যেক সাফাইকর্মীকে সরকার নির্ধারিত দৈনিক 275 টাকা করে মজুরি দেবে৷ নতুন সংস্থাটি এখানে কর্মরত 238 জন সাফাইকর্মীর মধ্যে 50 জনকে ছাঁটাই করে দেয়৷ এই 50 জনকে নতুন নিয়োগ করা হয়েছিল৷ এরপর থেকেই ওই 50 জনকে পুনর্নিয়োগের দাবিতে মেডিকেল কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছে নর্থবেঙ্গল বাঁশফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন৷ এনিয়ে সম্প্রতি তারা মেডিকেলের সহকারী অধ্যক্ষকে ডেপুটেশন দেয়৷ আবেদন জানানো হয় জেলাশাসকের কাছেও৷ কিন্তু এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি৷

আজ সংগঠনের জেলা সম্পাদক কৃষ্ণ ডোম বলেন, “গত 3 অক্টোবর মালদা মেডিকেলের 50 জন অস্থায়ী সাফাইকর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়৷ ওই কর্মীদের পুনর্নিয়োগের জন্য আমরা মেডিকেলের সহকারী অধ্যক্ষের সঙ্গে আলোচনা করি৷ তাঁকে ডেপুটেশনও দিই৷ তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন৷ 9 অক্টোবর তিনি আমাদের ডেকে ফের একই আশ্বাস দেন৷ সেদিনই আমরা নিজেদের দাবিতে মেডিকেলে কর্মবিরতি চালু করি৷ কিন্তু পুলিশের আবেদনে সাড়া দিয়ে কর্মবিরতি তুলে নিই৷ 10 তারিখ আমরা এনিয়ে ফের জেলাশাসক ও MSVP-কে চিঠি দিই৷ তখনই আমরা জানিয়ে দিয়েছিলাম, এই দাবি পূরণ না হলে 17 অক্টোবর আমরা ধর্মঘটে নামতে বাধ্য হব৷ 14 তারিখ তাঁরা আমাদের চিঠি দিয়ে জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে৷ 3 নভেম্বর আমরা ফের জেলাশাসককে এনিয়ে চিঠি দিই৷ তাঁকে জানিয়ে দিই, সাতদিনের মধ্যে এনিয়ে কোনও ব্যবস্থা না নিলে 9 তারিখ থেকে আমরা কর্মবিরতি শুরু করতে বাধ্য হব৷ শুধু মালদা মেডিকেল নয়, জেলার প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র, পৌর এলাকা, এমনকি শ্মশানেও এই কর্মবিরতি চলবে৷ একই সঙ্গে আমরা পথ অবরোধেও নামব৷”

মালদা, 7 নভেম্বর : আগামী সোমবার থেকে মালদা মেডিকেলসহ জেলার প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কর্মবিরতি শুরু করার হুমকি দিলেন সাফাইকর্মীরা ৷ ছাঁটাই কর্মীদের পুনর্নিয়োগ সহ নিজেদের আট দফা দাবি পূরণ না হওয়ায় এই কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা । আজ নর্থবেঙ্গল বাঁশফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই আন্দোলনের কথা বলা হয়৷ যদিও এই নিয়ে জেলাশাসক কিংবা মালদা মেডিকেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

মালদা মেডিকেলে 238 জন অস্থায়ী সাফাইকর্মী কাজ করতেন৷ তাঁদের কেউ 12 বছর, কেউ 15 বছর ধরে এখানে কাজ করছেন৷ প্রথম থেকে তাঁরা ঠিকাদার সংস্থার অধীনে কাজ করছিলেন৷ সম্প্রতি ঠিকাদার সংস্থার পরিবর্তন হয়েছে৷ নতুন ঠিকাদার সংস্থা 50 জন সাফাইকর্মীকে ছাঁটাই করে দেয়৷ অবশ্য এর পিছনে রয়েছে অন্য কারণ৷ মেডিকেল সূত্রে জানা গিয়েছে, এখানে অস্থায়ী সাফাইকর্মীদের সংখ্যা 188 জন স্থির করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ সাফাইকর্মীদের প্রত্যেকের জন্য পারিশ্রমিক বরাদ্দ দৈনিক 275 টাকা৷ এখানকার পুরোনো ঠিকাদার সংস্থা 188 জনের বদলে মেডিকেলে 238 জন অস্থায়ী সাফাইকর্মী নিয়োগ করে৷ 188 জনের জন্য স্বাস্থ্য দপ্তর প্রতি মাসে যত টাকা পাঠাত, সেই টাকা সমস্ত সাফাইকর্মীর মধ্যে ভাগ করে দেওয়া হত৷ অবশ্য তার মধ্যেও প্রত্যেক সাফাইকর্মীর কিছু টাকা নিজেদের কাছেও রাখত ওই সংস্থা৷ নতুন সংস্থা দায়িত্ব নেওয়ার পর পুরোনো পথে চলতে রাজি হয়নি৷ তারা সাফ জানিয়ে দেয়, তারা 188 জনকেই এখানে নিয়োগ করবে৷ প্রত্যেক সাফাইকর্মীকে সরকার নির্ধারিত দৈনিক 275 টাকা করে মজুরি দেবে৷ নতুন সংস্থাটি এখানে কর্মরত 238 জন সাফাইকর্মীর মধ্যে 50 জনকে ছাঁটাই করে দেয়৷ এই 50 জনকে নতুন নিয়োগ করা হয়েছিল৷ এরপর থেকেই ওই 50 জনকে পুনর্নিয়োগের দাবিতে মেডিকেল কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছে নর্থবেঙ্গল বাঁশফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন৷ এনিয়ে সম্প্রতি তারা মেডিকেলের সহকারী অধ্যক্ষকে ডেপুটেশন দেয়৷ আবেদন জানানো হয় জেলাশাসকের কাছেও৷ কিন্তু এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি৷

আজ সংগঠনের জেলা সম্পাদক কৃষ্ণ ডোম বলেন, “গত 3 অক্টোবর মালদা মেডিকেলের 50 জন অস্থায়ী সাফাইকর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়৷ ওই কর্মীদের পুনর্নিয়োগের জন্য আমরা মেডিকেলের সহকারী অধ্যক্ষের সঙ্গে আলোচনা করি৷ তাঁকে ডেপুটেশনও দিই৷ তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন৷ 9 অক্টোবর তিনি আমাদের ডেকে ফের একই আশ্বাস দেন৷ সেদিনই আমরা নিজেদের দাবিতে মেডিকেলে কর্মবিরতি চালু করি৷ কিন্তু পুলিশের আবেদনে সাড়া দিয়ে কর্মবিরতি তুলে নিই৷ 10 তারিখ আমরা এনিয়ে ফের জেলাশাসক ও MSVP-কে চিঠি দিই৷ তখনই আমরা জানিয়ে দিয়েছিলাম, এই দাবি পূরণ না হলে 17 অক্টোবর আমরা ধর্মঘটে নামতে বাধ্য হব৷ 14 তারিখ তাঁরা আমাদের চিঠি দিয়ে জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে৷ 3 নভেম্বর আমরা ফের জেলাশাসককে এনিয়ে চিঠি দিই৷ তাঁকে জানিয়ে দিই, সাতদিনের মধ্যে এনিয়ে কোনও ব্যবস্থা না নিলে 9 তারিখ থেকে আমরা কর্মবিরতি শুরু করতে বাধ্য হব৷ শুধু মালদা মেডিকেল নয়, জেলার প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র, পৌর এলাকা, এমনকি শ্মশানেও এই কর্মবিরতি চলবে৷ একই সঙ্গে আমরা পথ অবরোধেও নামব৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.