ETV Bharat / city

অনির্দিষ্টকাল অপেক্ষা করা যায় না, কংগ্রেসকে বার্তা সূর্যকান্তর - লোকসভা নির্বাচন

আসন সমঝোতা চূড়ান্ত না হলেও এখনও কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নয় CPI(M)। আজ বিকেল পর্যন্ত অপেক্ষা করতে চায়। গতকাল সন্ধ্যায় মালদায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সূর্যকান্ত মিশ্র
author img

By

Published : Mar 20, 2019, 5:12 AM IST

মালদা, ২০ মার্চ : আসন সমঝোতা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। কিন্তু আসন সমঝোতা চূড়ান্ত না হলেও এখনও কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নয় CPI(M)। আজ বিকেল পর্যন্ত অপেক্ষা করতে চায়। গতকাল সন্ধ্যায় মালদায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

গতকাল সন্ধ্যায় CPI(M)-র জেলা সদর দপ্তর মিহির দাস ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, "গত লোকসভা ভোটে কংগ্রেস যে ৪টি আসনে জিতেছিল সেগুলি বাদ রেখে আমরা প্রার্থী ঘোষণা করেছি। প্রথমে ঠিক হয়েছিল, গতবার যে আসনগুলিতে কংগ্রেস জিতেছিল সেখানে বামফ্রন্ট প্রার্থী দেবে না। আবার যে দুটি আসনে বাম প্রার্থীরা জয় পেয়েছিলেন, সেগুলিতে কংগ্রেস প্রার্থী দেবে না। অর্থাৎ ৬টি আসনে কেউ কারোর বিরুদ্ধে প্রার্থী দেবে না। এই ৬টি আসন নিয়ে দু'পক্ষের মধ্যে কোনও আলোচনা হয়নি। আমরা চেয়েছি তৃণমূল ও BJP বিরোধী ভোটকে সর্বোচ্চ সংখ্যায় একত্রিত করতে। এক্ষেত্রে কংগ্রেস কিংবা বামেদের বাইরে যদি কোনও প্রার্থী থাকে, তাঁকেও সমর্থন করা হবে। রায়গঞ্জে দ্বিতীয় দফায় ভোট। আশা করেছিলাম অনেক আগেই তাঁরা ৪টি ও আমরা ২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দেব। কিন্তু সেটা সম্ভব হয়নি। যাই হোক, আজ আমাদের আলোচনায় ঠিক হয়েছে, ৪টি আসনের জন্য আগামীকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আসন সমঝোতার জন্য আমরা নিজেদের দায়িত্ব পালন করতে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি। তবে এটা কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়। জোটের প্রশ্ন আগেও ছিল না। ভবিষ্যতেও কখনও উঠবে না। তবে আসন সমঝোতা না হওয়ার জন্য আমরা কাউকে দোষ দিতে চাই না। যদি শেষ পর্যন্ত এই সমঝোতা না হয়, তবে কার জন্য তা হল না সেটা মানুষ বিচার করবে। তবে এর জন্য আমরা কারোর সঙ্গে বিতর্কে যেতে চাই না। শুধু বলতে চাই, এই লড়াইটা BJP ও তৃণমূলের বিরুদ্ধে। আমরা আমাদের বার্তা দিয়ে দিয়েছি। এবার সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তবে আমরা যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রয়েছি। আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত হয়ে রয়েছে। কারণ, অনির্দিষ্টকাল কারোর জন্য অপেক্ষা করা যায় না।"

BJP ও তৃণমূলকে একে অপরের দোসর বলে কটাক্ষ করেন CPI(M)-র রাজ্য সম্পাদক। তিনি বলেন, "তৃণমূল রাজ্যের ৪২টি আসনেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। ওদের মধ্যে কী বোঝাপড়া হয়েছে জানি না। তবে কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও লড়াই হচ্ছে না। কারণ, কেন্দ্র কিংবা রাজ্য কোথাও ক্ষমতায় নেই কংগ্রেস।"

কেন্দ্রে যদি অ-BJP সরকার গঠিত হয় তবে CPI(M) কাদের সঙ্গে যাবে? এর উত্তরে সূর্যকান্ত মিশ্র বলেন, "সেটা ভোটের পরে ঠিক করা হবে।"

সম্প্রতি হবিবপুরের দলীয় বিধায়ক খগেন মুর্মুর BJP-তে যোগদান করেন। এই প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, "বেরিয়ে গেছে, ভালো হয়েছে। তবে আগে গেলে আরও ভালো হত। তাতে আমাদের কোনও ক্ষতি হয়নি বরং লাভই হয়েছে। পার্টি এতে দুর্বল হয় না। বরং আরও শক্তিশালী হয়।"

গতকাল মালদার মঙ্গলবাড়িতে ও সামসির ঘাসিরাম মোড় এলাকার ফুলবাগানে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন সূর্যকান্ত মিশ্র। দুই সভা থেকেই মালদার দুই কেন্দ্রে দলের রণকৌশল নিয়ে বক্তব্য রাখেন তিনি।

মালদা, ২০ মার্চ : আসন সমঝোতা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। কিন্তু আসন সমঝোতা চূড়ান্ত না হলেও এখনও কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নয় CPI(M)। আজ বিকেল পর্যন্ত অপেক্ষা করতে চায়। গতকাল সন্ধ্যায় মালদায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

গতকাল সন্ধ্যায় CPI(M)-র জেলা সদর দপ্তর মিহির দাস ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, "গত লোকসভা ভোটে কংগ্রেস যে ৪টি আসনে জিতেছিল সেগুলি বাদ রেখে আমরা প্রার্থী ঘোষণা করেছি। প্রথমে ঠিক হয়েছিল, গতবার যে আসনগুলিতে কংগ্রেস জিতেছিল সেখানে বামফ্রন্ট প্রার্থী দেবে না। আবার যে দুটি আসনে বাম প্রার্থীরা জয় পেয়েছিলেন, সেগুলিতে কংগ্রেস প্রার্থী দেবে না। অর্থাৎ ৬টি আসনে কেউ কারোর বিরুদ্ধে প্রার্থী দেবে না। এই ৬টি আসন নিয়ে দু'পক্ষের মধ্যে কোনও আলোচনা হয়নি। আমরা চেয়েছি তৃণমূল ও BJP বিরোধী ভোটকে সর্বোচ্চ সংখ্যায় একত্রিত করতে। এক্ষেত্রে কংগ্রেস কিংবা বামেদের বাইরে যদি কোনও প্রার্থী থাকে, তাঁকেও সমর্থন করা হবে। রায়গঞ্জে দ্বিতীয় দফায় ভোট। আশা করেছিলাম অনেক আগেই তাঁরা ৪টি ও আমরা ২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দেব। কিন্তু সেটা সম্ভব হয়নি। যাই হোক, আজ আমাদের আলোচনায় ঠিক হয়েছে, ৪টি আসনের জন্য আগামীকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আসন সমঝোতার জন্য আমরা নিজেদের দায়িত্ব পালন করতে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি। তবে এটা কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়। জোটের প্রশ্ন আগেও ছিল না। ভবিষ্যতেও কখনও উঠবে না। তবে আসন সমঝোতা না হওয়ার জন্য আমরা কাউকে দোষ দিতে চাই না। যদি শেষ পর্যন্ত এই সমঝোতা না হয়, তবে কার জন্য তা হল না সেটা মানুষ বিচার করবে। তবে এর জন্য আমরা কারোর সঙ্গে বিতর্কে যেতে চাই না। শুধু বলতে চাই, এই লড়াইটা BJP ও তৃণমূলের বিরুদ্ধে। আমরা আমাদের বার্তা দিয়ে দিয়েছি। এবার সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তবে আমরা যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রয়েছি। আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত হয়ে রয়েছে। কারণ, অনির্দিষ্টকাল কারোর জন্য অপেক্ষা করা যায় না।"

BJP ও তৃণমূলকে একে অপরের দোসর বলে কটাক্ষ করেন CPI(M)-র রাজ্য সম্পাদক। তিনি বলেন, "তৃণমূল রাজ্যের ৪২টি আসনেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। ওদের মধ্যে কী বোঝাপড়া হয়েছে জানি না। তবে কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও লড়াই হচ্ছে না। কারণ, কেন্দ্র কিংবা রাজ্য কোথাও ক্ষমতায় নেই কংগ্রেস।"

কেন্দ্রে যদি অ-BJP সরকার গঠিত হয় তবে CPI(M) কাদের সঙ্গে যাবে? এর উত্তরে সূর্যকান্ত মিশ্র বলেন, "সেটা ভোটের পরে ঠিক করা হবে।"

সম্প্রতি হবিবপুরের দলীয় বিধায়ক খগেন মুর্মুর BJP-তে যোগদান করেন। এই প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, "বেরিয়ে গেছে, ভালো হয়েছে। তবে আগে গেলে আরও ভালো হত। তাতে আমাদের কোনও ক্ষতি হয়নি বরং লাভই হয়েছে। পার্টি এতে দুর্বল হয় না। বরং আরও শক্তিশালী হয়।"

গতকাল মালদার মঙ্গলবাড়িতে ও সামসির ঘাসিরাম মোড় এলাকার ফুলবাগানে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন সূর্যকান্ত মিশ্র। দুই সভা থেকেই মালদার দুই কেন্দ্রে দলের রণকৌশল নিয়ে বক্তব্য রাখেন তিনি।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.