মালদা, 16 জানুয়ারি : করোনা সংক্রমণের জেরে এবার পিছিয়ে গেল পোলিও ড্রপ দেওয়া অভিযান (Polio Drive Postponed Due to Covid Surge) ৷ 23 জানুয়ারির বদলে আপাতত 27 ফেব্রুয়ারি পরিবর্তীত দিন ধার্য করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ কেন্দ্রীয় সেই নির্দেশিকা অনুযায়ী এমনটাই জানিয়েছেন মালদার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক ৷ ইতিমধ্যে, মালদায় বাড়তে থাকা সংক্রমণের জেরে বেশ কয়েকটি এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন ৷
করোনার তৃতীয় ঢেউয়ে গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 39 জনের ৷ যা তৃতীয় ঢেউ শুরু পর মৃত্যুর পরিসংখ্যানে একদিনে সর্বাধিক ৷ এদিকে দিনের পর দিন মালদায় বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন 611 জন ৷ এনিয়ে নতুন বছরে জেলায় মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল 4 হাজার 488 ৷ আর এই পরিস্থিতিতে আগামী 23 জানুয়ারির পোলিও ড্রপ কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷
আরও পড়ুন : Covid Vaccination for children begins : কলকাতার 16টি স্কুলে শুরু 15-18 বছর বয়সিদের টিকাকরণ
জেলার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক ফোনে ইটিভি ভারতকে বলেন, “আগামী 23 জানুয়ারি দেশজুড়ে পোলিও ড্রপ হওয়ার কথা ছিল (23rd January Polio Drop Campaign Postponed) ৷ কিন্তু, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুরো দেশেই আপাতত পোলিও ড্রপ কর্মসূচি বাতিল করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ আপাতত পোলিও ড্রপের দিন 27 ফেব্রুয়ারি করা হয়েছে ৷ তবে, এই তারিখ এখনই চূড়ান্ত বলা যাবে না ৷ পরবর্তী পরিস্থিতি কী হবে ? তার উপর পুরো বিষয়টা নির্ভর করবে ৷’’
তিনি আরও বলেন, “আগামী 23 জানুয়ারি যে টিকা দেওয়ার কথা ছিল তাতে পোলিও বুথ হচ্ছিল না ৷ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের পোলিও ড্রপ দিতেন ৷ 27 ফেব্রুয়ারি একইভাবে কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে শিশুদের পোলিও ড্রপ দেবেন ৷’’