ETV Bharat / city

শুধু মালদা শহরেই কোরোনা সংক্রমিতের সংখ্যা ছাড়াল 100 - মালদায় বাড়ছে কোরোনা সংক্রমণ

কোরোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে মালদায় ৷ শুধু মালদা শহরেই কোরোনা আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে ৷ গত 24 ঘণ্টায় মালদা শহরেই সংক্রমিত হয়েছে 16 জন ৷ সমগ্র জেলায় কোরোনা সংক্রমণের সংখ্যা 648 ৷ প্রশাসনের পক্ষ থেকে এই জেলায় লকডাউন কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

corona infection
মালদায় বাড়ছে কোরোনা সংক্রমণ
author img

By

Published : Jul 1, 2020, 4:14 PM IST

মালদা, 1 জুলাই : শুধুমাত্র মালদা শহরেই কোরোনা সংক্রমিতের সংখ্যা 100 ছাড়িয়ে গেল ৷ জেলায় সংক্রামিতের সংখ্যা বেড়ে হল 648 ৷ পরিস্থিতি বুঝে আনলকের মধ্যেও জেলাজুড়ে কড়া লকডাউন শুরু করেছে পুলিশ প্রশাসন ৷ বেলা তিনটের পর কোথাও কোনও দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হচ্ছে না ৷ বিকেল থেকে মালদা শহর কার্যত বনধের চেহারা নিয়েছে ৷ পুলিশের বক্তব্য, এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোরোনা সংক্রমণ ঠেকানোর কোনও উপায় নেই ৷ পুলিশের সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছে অধিকাংশ মানুষই ৷ এদিকে আজ দুপুরে এক কোরোনা সংক্রমিতের বাড়ি ও সংশ্লিষ্ট এলাকা জীবাণুমুক্ত করতে গিয়ে প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন এক দমকলকর্মী ৷ তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে৷

গত 24 ঘণ্টায় মালদা জেলায় নতুন করে কোরোনা সংক্রমিত হয়েছে 27 জন ৷ এদের মধ্যে মালদা শহরেই সংক্রমিত 16 জন ৷ বর্তমানে জেলায় মোট সংক্রমণের সংখ্যা 648 ৷ মালদা শহরে সংক্রমিত 108 জন ৷ ছোট্ট এই শহরে যে গতিতে কোরোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে আতঙ্কে ভুগছে সব মহল ৷ নতুন সংক্রমিতদের মধ্যে রয়েছে মালদা মেডিকেলের সাফাই বিভাগের এক অস্থায়ী কর্মীও ৷ ফলে, আতঙ্ক ছড়িয়েছে সেখানেও ৷ আজ শহরের ঝলঝলিয়া পৌরবাজার এলাকায় এক বাড়িতে সংক্রমণ ধরা পড়ে ৷ ওই বাড়ির সামনেই রয়েছে একটি হোটেল ৷ সেখানে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত ৷ ফলে, আজ তড়িঘড়ি ওই এলাকা জীবাণুমুক্ত করার কাজ শুরু করে দমকল বিভাগ ৷ সেখানে কাজ করতে গিয়ে প্রবল গরমে অসুস্থ বোধ করেন এক দমকলকর্মী ৷ মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ সঙ্গে সঙ্গে তাঁর PPE কিট খুলে ফেলা হয় ৷ সেখানেই থাকা একটি নার্সিংহোমে তাঁকে ভরতি করা হয়েছে ৷ জানা গিয়েছে, বর্তমানে তিনি সুস্থ রয়েছেন ৷

জীবাণুমুক্ত করা হচ্ছে শহরে

এদিকে গোটা দেশে যখন আনলক প্রক্রিয়া চলছে, সেই সময় মালদা জেলায় দ্রুত গতিতে কোরোনা সংক্রমণ শুরু হওয়ায় চিন্তিত জেলা প্রশাসন ৷ ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে এই জেলায় লকডাউন কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বাড়ির বাইরে বেরোলে সবার মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে ৷ সকাল 10টা পর্যন্ত সবজি বাজারগুলি খোলা থাকছে ৷ বিকেল তিনটের পর কোনও দোকান খোলা রাখতে দেওয়া হচ্ছে না ৷ কোথাও কোনও জটলা নিষিদ্ধ করা হয়েছে ৷ যদিও তার মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি চলছে শহরে ৷ এনিয়ে প্রশ্নও তুলেছে অনেকে ৷ অন্যদিকে, গতকাল কোরোনা পজ়িটিভ হয়েছেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, বর্তমান কর্মাধ্যক্ষ সরলা মুর্মু ও তাঁর স্বামী ৷ 27 জুন জেলা পরিষদের অতিথি আবাসে তিনি এক দলীয় সভায় অংশ নেন ৷ ওই সভায় অংশ নেওয়া প্রত্যেক নেতা-নেত্রীকে 14 দিন কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর ৷ তিনি বলেন, “নিজেদের পরিবার ও সমাজের কল্যাণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আমরা রাজনৈতিক কর্মী ৷ প্রতিদিন অসংখ্য লোকজনের সংস্পর্শে যেতে হয় ৷ তাই ওই সভায় অংশগ্রহণকারী প্রত্যেককে 14 দিন কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷”

মালদা, 1 জুলাই : শুধুমাত্র মালদা শহরেই কোরোনা সংক্রমিতের সংখ্যা 100 ছাড়িয়ে গেল ৷ জেলায় সংক্রামিতের সংখ্যা বেড়ে হল 648 ৷ পরিস্থিতি বুঝে আনলকের মধ্যেও জেলাজুড়ে কড়া লকডাউন শুরু করেছে পুলিশ প্রশাসন ৷ বেলা তিনটের পর কোথাও কোনও দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হচ্ছে না ৷ বিকেল থেকে মালদা শহর কার্যত বনধের চেহারা নিয়েছে ৷ পুলিশের বক্তব্য, এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোরোনা সংক্রমণ ঠেকানোর কোনও উপায় নেই ৷ পুলিশের সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছে অধিকাংশ মানুষই ৷ এদিকে আজ দুপুরে এক কোরোনা সংক্রমিতের বাড়ি ও সংশ্লিষ্ট এলাকা জীবাণুমুক্ত করতে গিয়ে প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন এক দমকলকর্মী ৷ তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে৷

গত 24 ঘণ্টায় মালদা জেলায় নতুন করে কোরোনা সংক্রমিত হয়েছে 27 জন ৷ এদের মধ্যে মালদা শহরেই সংক্রমিত 16 জন ৷ বর্তমানে জেলায় মোট সংক্রমণের সংখ্যা 648 ৷ মালদা শহরে সংক্রমিত 108 জন ৷ ছোট্ট এই শহরে যে গতিতে কোরোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে আতঙ্কে ভুগছে সব মহল ৷ নতুন সংক্রমিতদের মধ্যে রয়েছে মালদা মেডিকেলের সাফাই বিভাগের এক অস্থায়ী কর্মীও ৷ ফলে, আতঙ্ক ছড়িয়েছে সেখানেও ৷ আজ শহরের ঝলঝলিয়া পৌরবাজার এলাকায় এক বাড়িতে সংক্রমণ ধরা পড়ে ৷ ওই বাড়ির সামনেই রয়েছে একটি হোটেল ৷ সেখানে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত ৷ ফলে, আজ তড়িঘড়ি ওই এলাকা জীবাণুমুক্ত করার কাজ শুরু করে দমকল বিভাগ ৷ সেখানে কাজ করতে গিয়ে প্রবল গরমে অসুস্থ বোধ করেন এক দমকলকর্মী ৷ মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ সঙ্গে সঙ্গে তাঁর PPE কিট খুলে ফেলা হয় ৷ সেখানেই থাকা একটি নার্সিংহোমে তাঁকে ভরতি করা হয়েছে ৷ জানা গিয়েছে, বর্তমানে তিনি সুস্থ রয়েছেন ৷

জীবাণুমুক্ত করা হচ্ছে শহরে

এদিকে গোটা দেশে যখন আনলক প্রক্রিয়া চলছে, সেই সময় মালদা জেলায় দ্রুত গতিতে কোরোনা সংক্রমণ শুরু হওয়ায় চিন্তিত জেলা প্রশাসন ৷ ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে এই জেলায় লকডাউন কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বাড়ির বাইরে বেরোলে সবার মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে ৷ সকাল 10টা পর্যন্ত সবজি বাজারগুলি খোলা থাকছে ৷ বিকেল তিনটের পর কোনও দোকান খোলা রাখতে দেওয়া হচ্ছে না ৷ কোথাও কোনও জটলা নিষিদ্ধ করা হয়েছে ৷ যদিও তার মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি চলছে শহরে ৷ এনিয়ে প্রশ্নও তুলেছে অনেকে ৷ অন্যদিকে, গতকাল কোরোনা পজ়িটিভ হয়েছেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, বর্তমান কর্মাধ্যক্ষ সরলা মুর্মু ও তাঁর স্বামী ৷ 27 জুন জেলা পরিষদের অতিথি আবাসে তিনি এক দলীয় সভায় অংশ নেন ৷ ওই সভায় অংশ নেওয়া প্রত্যেক নেতা-নেত্রীকে 14 দিন কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর ৷ তিনি বলেন, “নিজেদের পরিবার ও সমাজের কল্যাণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আমরা রাজনৈতিক কর্মী ৷ প্রতিদিন অসংখ্য লোকজনের সংস্পর্শে যেতে হয় ৷ তাই ওই সভায় অংশগ্রহণকারী প্রত্যেককে 14 দিন কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.