ETV Bharat / city

এলাকায় মদ ও গাজার ঠেক, প্রতিবাদ করায় ক্লাবে ভাঙচুর

author img

By

Published : Aug 19, 2020, 6:56 PM IST

রমরমিয়ে চলছিল সাট্টার ঠেক ৷ প্রতিবাদ করেছিলেন স্থানীয় ক্লাবের সদস্যরা ৷ আর তাতেই ক্ষিপ্ত হয়ে ক্লাবে ভাঙচুর করেন সমাজবিরোধীরা ৷ এমনকী ক্লাবের সদস্যদের প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ।

anti-social activities
ক্লাব ভাঙচুর সমাজবিরোধীদের

মালদা, 19 অগাস্ট : রাস্তার ধারে দোকানের মধ্যে রমরমিয়ে চলছিল সাট্টার ঠেক ৷ তার পাশে কয়েকটি বাড়িতে গজিয়ে উঠেছিল মদের ঠেকও ৷ এই সব বেআইনি কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয় ক্লাবের সজস্যরা ৷ এলাকার বাসিন্দারাও ওই ক্লাবের সদস্যদের পাশে দাঁড়িয়েছিলেন ৷ আর গতরাতে ওই ক্লাবে ঢুকে ভাঙচুর চালানো হয় ৷ যাওয়ার সময় হুমকি দিতে থাকে, যে বা যারা তাদের বিরুদ্ধে সামনে আসবে তাদের প্রাণে মেরে ফেলা হবে ৷ এই ঘটনা নিয়ে আজ সকাল থেকেই উত্তপ্ত পুরাতন মালদা পৌরসভার বাচামারি ধানহাটি এলাকা ৷ এই ঘটনায় স্থানীয় চার দুষ্কৃতীর বিরুদ্ধে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্লাবের সম্পাদক ৷ অভিযোগ পেয়ে ওই এলাকায় সাট্টার ঠেকগুলি বন্ধ করেছে পুলিশ ৷ এক মদ বিক্রেতাকেও আটক করা হয়েছে ৷

বাচামারি ধানহাটি এলাকা থেকে মালদা থানার দূরত্ব মাত্র দেড় কিলোমিটার ৷ পৌর এলাকার মূল রাস্তার ধারেই রয়েছে লায়ন্স সোসাইটি ক্লাব ৷ ক্লাবের সদস্য বিশ্বজিৎ দত্ত বলেন, “আমাদের ক্লাবের সামনে কয়েকটি দোকানে দীর্ঘদিন ধরে সাট্টার আসর বসে ৷ সেখানে মদ, গাঁজা, ব্রাউন সুগার, কাফ সিরাপ সহ সমস্ত ধরনের নেশার সামগ্রীও পাওয়া যায় ৷ আমরা এর প্রতিবাদ করি ৷ বাধা পেয়ে সমাজবিরোধীরা গতরাতে আমাদের ক্লাবে ভাঙচুর করে ৷ ক্লাবের সদস্যদের খুন করার হুমকি দেওয়া হয় ৷ তাদের সবার হাতে পিস্তল সহ অন্যান্য অস্ত্রশস্ত্র ছিল ৷ যাওয়ার সময় তারা বলে যায় তাদের কেউ কোনও ক্ষতি করতে পারবে না ৷ তাদের সবাই চেনে ৷ তাদের বাধা দিলে তারা ক্লাবই তুলে দেবে বলেও হুমকি দেয় ৷ আজ এনিয়ে আমরা থানায় অভিযোগ করেছি ৷ পুলিশ যদি এই সমাজবিরোধীদের গ্রেপ্তার না করে তবে আগামী শনিবার সকাল থেকে আমরা রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছি ৷”

ক্লাব ভাঙচুর সমাজবিরোধীদের

এলাকার বাসিন্দা ও ক্লাব সম্পাদক বিকি ওবেরয় বলেন, “এলাকায় মদ, গাঁজা, সাট্টার ঠেক চলতে থাকায় আমরা প্রতিবাদ করেছিলাম ৷ তার জেরে গতকাল রাতে ওই সমস্ত বেআইনি কাজকর্মে জড়িত সমাজবিরোধীরা ক্লাবের দরজা ভেঙে ভাঙচুর করে ৷ ক্লাব সংলগ্ন একটি মন্দির রয়েছে ৷ সেই মন্দিরের দানবাক্সও তারা ভেঙে দেয় ৷ বাক্সে থাকা প্রায় 10 হাজার টাকা লুট করে তারা ৷ আজ সকালেও তারা দেখে নেওয়ার হুমকি দিচ্ছে ৷ তাই আজ সকালে আমরা থানায় অভিযোগ জানিয়েছি ৷ সমাজবিরোধীদের গ্রেপ্তার না করা হলে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব ৷ এর আগেও আমরা এলাকায় বেআইনি কাজকর্মের বিষয়ে পুলিশকে জানিয়েছি ৷ কিন্তু পুলিশ আসার আগেই তারা সেই খবর পেয়ে সেখান থেকে সরে পড়ে ৷”

ভিযোগ দায়ের হওয়ার পরই ঘটনাস্থানে যায় মালদা থানার পুলিশ ৷ যে দোকানগুলিতে অসামাজিক কাজকর্ম চলছিল, সেগুলি বন্ধ করে দেওয়া হয় ৷ এলাকার একটি বাড়ি থেকে এক মদ বিক্রেতাকেও পুলিশ আটক করে ৷

মালদা, 19 অগাস্ট : রাস্তার ধারে দোকানের মধ্যে রমরমিয়ে চলছিল সাট্টার ঠেক ৷ তার পাশে কয়েকটি বাড়িতে গজিয়ে উঠেছিল মদের ঠেকও ৷ এই সব বেআইনি কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয় ক্লাবের সজস্যরা ৷ এলাকার বাসিন্দারাও ওই ক্লাবের সদস্যদের পাশে দাঁড়িয়েছিলেন ৷ আর গতরাতে ওই ক্লাবে ঢুকে ভাঙচুর চালানো হয় ৷ যাওয়ার সময় হুমকি দিতে থাকে, যে বা যারা তাদের বিরুদ্ধে সামনে আসবে তাদের প্রাণে মেরে ফেলা হবে ৷ এই ঘটনা নিয়ে আজ সকাল থেকেই উত্তপ্ত পুরাতন মালদা পৌরসভার বাচামারি ধানহাটি এলাকা ৷ এই ঘটনায় স্থানীয় চার দুষ্কৃতীর বিরুদ্ধে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্লাবের সম্পাদক ৷ অভিযোগ পেয়ে ওই এলাকায় সাট্টার ঠেকগুলি বন্ধ করেছে পুলিশ ৷ এক মদ বিক্রেতাকেও আটক করা হয়েছে ৷

বাচামারি ধানহাটি এলাকা থেকে মালদা থানার দূরত্ব মাত্র দেড় কিলোমিটার ৷ পৌর এলাকার মূল রাস্তার ধারেই রয়েছে লায়ন্স সোসাইটি ক্লাব ৷ ক্লাবের সদস্য বিশ্বজিৎ দত্ত বলেন, “আমাদের ক্লাবের সামনে কয়েকটি দোকানে দীর্ঘদিন ধরে সাট্টার আসর বসে ৷ সেখানে মদ, গাঁজা, ব্রাউন সুগার, কাফ সিরাপ সহ সমস্ত ধরনের নেশার সামগ্রীও পাওয়া যায় ৷ আমরা এর প্রতিবাদ করি ৷ বাধা পেয়ে সমাজবিরোধীরা গতরাতে আমাদের ক্লাবে ভাঙচুর করে ৷ ক্লাবের সদস্যদের খুন করার হুমকি দেওয়া হয় ৷ তাদের সবার হাতে পিস্তল সহ অন্যান্য অস্ত্রশস্ত্র ছিল ৷ যাওয়ার সময় তারা বলে যায় তাদের কেউ কোনও ক্ষতি করতে পারবে না ৷ তাদের সবাই চেনে ৷ তাদের বাধা দিলে তারা ক্লাবই তুলে দেবে বলেও হুমকি দেয় ৷ আজ এনিয়ে আমরা থানায় অভিযোগ করেছি ৷ পুলিশ যদি এই সমাজবিরোধীদের গ্রেপ্তার না করে তবে আগামী শনিবার সকাল থেকে আমরা রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছি ৷”

ক্লাব ভাঙচুর সমাজবিরোধীদের

এলাকার বাসিন্দা ও ক্লাব সম্পাদক বিকি ওবেরয় বলেন, “এলাকায় মদ, গাঁজা, সাট্টার ঠেক চলতে থাকায় আমরা প্রতিবাদ করেছিলাম ৷ তার জেরে গতকাল রাতে ওই সমস্ত বেআইনি কাজকর্মে জড়িত সমাজবিরোধীরা ক্লাবের দরজা ভেঙে ভাঙচুর করে ৷ ক্লাব সংলগ্ন একটি মন্দির রয়েছে ৷ সেই মন্দিরের দানবাক্সও তারা ভেঙে দেয় ৷ বাক্সে থাকা প্রায় 10 হাজার টাকা লুট করে তারা ৷ আজ সকালেও তারা দেখে নেওয়ার হুমকি দিচ্ছে ৷ তাই আজ সকালে আমরা থানায় অভিযোগ জানিয়েছি ৷ সমাজবিরোধীদের গ্রেপ্তার না করা হলে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব ৷ এর আগেও আমরা এলাকায় বেআইনি কাজকর্মের বিষয়ে পুলিশকে জানিয়েছি ৷ কিন্তু পুলিশ আসার আগেই তারা সেই খবর পেয়ে সেখান থেকে সরে পড়ে ৷”

ভিযোগ দায়ের হওয়ার পরই ঘটনাস্থানে যায় মালদা থানার পুলিশ ৷ যে দোকানগুলিতে অসামাজিক কাজকর্ম চলছিল, সেগুলি বন্ধ করে দেওয়া হয় ৷ এলাকার একটি বাড়ি থেকে এক মদ বিক্রেতাকেও পুলিশ আটক করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.