ETV Bharat / city

74 হাজার টাকার জালনোট সহ মালদায় ধৃত 1 - জালনোট উদ্ধার মালদায়

74 হাজার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ৷ ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হবে ৷

ছবি
author img

By

Published : Jun 21, 2020, 1:49 PM IST

মালদা, 21 জুন : 74 হাজার টাকার জাল নোট সহ একজনকে গ্রেপ্তার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ৷ তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

গতরাতে ASI আবদুল খাবিরের নেতৃত্বে কালিয়াচকের বাবুরবোনা এলাকায় হানা দেয় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ৷ সেখান থেকে 74 হাজার টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তারা ৷ ধৃতের নাম মিঠুন মণ্ডল (29) ৷ মিঠুন কালিয়াচকের চরিঅনন্তপুরের বাসিন্দা ৷

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতরাতে হানা দিয়ে 74 হাজার টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতের কাছ থেকে 37টি 2 হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে ৷ তার বিরুদ্ধে ভারতীয় আইনের 489(B)/489(C)/120B IPC ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷

মালদা, 21 জুন : 74 হাজার টাকার জাল নোট সহ একজনকে গ্রেপ্তার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ৷ তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

গতরাতে ASI আবদুল খাবিরের নেতৃত্বে কালিয়াচকের বাবুরবোনা এলাকায় হানা দেয় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ৷ সেখান থেকে 74 হাজার টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তারা ৷ ধৃতের নাম মিঠুন মণ্ডল (29) ৷ মিঠুন কালিয়াচকের চরিঅনন্তপুরের বাসিন্দা ৷

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতরাতে হানা দিয়ে 74 হাজার টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতের কাছ থেকে 37টি 2 হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে ৷ তার বিরুদ্ধে ভারতীয় আইনের 489(B)/489(C)/120B IPC ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.