মালদা, 14 মে : মেয়ের শ্বশুরবাড়িতে হওয়া বিবাদের জেরে খুন হতে হল বাবাকে ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল 2 নম্বর ব্লকের ধানগাড়া বিষণপুর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে ৷ মৃতের নাম আব্দুল হক (40)। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ (Man Allegedly Murdered by Neighbor in Cahnchal of Malda)। এই ঘটনায় মৃতের পরিবারের তরফে চাঁচল থানায় আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকি অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷
পরিবারের অভিযোগ, আব্দুল হক পেশায় দিনমজুর ছিলেন ৷ পরিবারে রয়েছেন স্ত্রী তারাফুল বিবি সহ চার মেয়ে ৷ বছর তিনেক আগে মেয়ে চুমকির বিয়ে দেন গ্রামেরই বাসিন্দা রুস্তম শেখের সঙ্গে ৷ বিয়ের পর কিছুদিন সব ঠিকঠাক চললেও তারপর থেকে চুমকির পরিবারে বিভিন্ন কারণে বিবাদ শুরু হয় ৷ গতকালও চুমকির বাড়িতে সেই সব নিয়ে ঝগড়া চলছিল ৷ সেই সময় আব্দুল সাহেব মেয়ের বাড়িতে যান ৷ সেখানে তাঁর সঙ্গে রুস্তমের প্রতিবেশী বাবলু শেখের সঙ্গে কথা কাটাকাটি হয় ৷ মেয়ের মধ্যস্থতায় তখনকার মতো বিবাদ মিটেও যায় ৷
অভিযোগ, বিকেলে বাবলু-সহ মোট আটজন আব্দুল হকের উপর হামলা চালায় ৷ আব্দুল সাহেবকে বাঁশের বাড়ি ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ ৷ গ্রামবাসীরা কোনওরকমে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ সেখান থেকে তাঁকে মালদা মেডিক্যালে রেফার করে দেওয়া হয় ৷ সেখানেই আজ ভোরে মারা যান তিনি ৷
আরও পড়ুন : Malda Murder : মালদায় নেশার জন্য চুরি ধরে ফেলায় কাকাকে খুনে অভিযুক্ত ভাইপো
চুমকির বক্তব্য, “গতকাল সকালে শাশুড়ির সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছিল ৷ পারিবারিক বিবাদের জেরেই সেই ঝগড়া ৷ সেই সময় বাইরের একজন এসে আমাকে বকতে শুরু করেন ৷ আমাকে ডাইনি বলছিল ৷ আমাকে গালিগালজ করছিল ৷ সেই সময় আমার বাবা এখানেই বসে ছিল ৷ তিনি ওই লোকটিকে বলেন, সে কেন আমাদের পারিবারিক বিষয়ে মাথা গলাচ্ছে ৷ সে তখন বাবাকে গালাগালি করতে শুরু করে ৷ বাবা তখন বলে, ওকে মারব ৷ এর পর আমি বাবাকে বাড়িতে নিয়ে চলে যাই ৷ তখনও বাইরের ওই লোকটি চিৎকার চেঁচামেচি করে যাচ্ছিল ৷ আমি বাবাকে ঘর থেকে বেরতে দিইনি ৷ বাবা দুপুরের খাবার খেয়ে আমার নানির বাড়িতে যায় ৷ বিকেল চারটের সময় ফিরে আসে ৷ তার মধ্যেই ওই লোকটা লোকজন নিয়ে আমার বাপের বাড়িতে চলে আসে ৷ বাবার ফোন নম্বর চায় ৷ খানিক বাদে বাবা ফিরতেই ওরা বাবাকে বাঁশের বাড়ি আর ব্লেড দিয়ে আঘাত করতে থাকে ৷ আজ সকালে বাবা মারা গিয়েছে ৷’’
আরও পড়ুন : Businessman shot : জুয়ার আসরে বচসার জেরে মালদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী
গ্রামবাসী নওয়াজ শরিফ বলেন, “বাবা আর মেয়ের বাড়ি মাত্র 50 মিটারের দূরত্ব ৷ সকালে মেয়ের বাড়িতে গোলমাল শুনে আবদুল কাকা সেখানে যায় ৷ তখনকার মতো বিবাদ মিটেও যায়। বিকেলে আলাপির ছেলে দলবল নিয়ে এসে আব্দুল কাকার উপর হামলা চালায় ৷ গুরুতর আহত আব্দুল কাকাকে প্রথমে মশালদহ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই ৷ তাঁকে সঙ্গে সঙ্গে মালদা মেডিক্যালে রেফার করে দেওয়া হয় ৷ আজ ভোর ছ’টা নাগাদ আবদুল কাকা মারা গিয়েছে ৷ আমরা দোষীদের কঠোর শাস্তি চাই ৷ আব্দুল কাকার চার মেয়ে ৷ শুধু বাড়িটুকু ছাড়া তাঁদের কিছু নেই ৷ এখন তাঁর পরিবার কীভাবে খাবে ?”
চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মহম্মদ শাহজাহান (45) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকি সাত অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়েছে ৷ তাঁদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷