ETV Bharat / city

Sex Racket in Malda : মধুচক্র চালানোর অভিযোগে চাঁচলে গ্রেফতার মহিলা সহ 3 - মধুচক্র চালানোর অভিযোগে চাঁচলে গ্রেফতার মহিলা সহ 3

চাঁচলে একটি বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগে এক মহিলা সহ 3 জনকে গ্রেফতার করল পুলিশ (Sex Racket in Malda Police Arrests Three with A Lady) ৷ অভিযোগ এক মহিলা দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে এই মধুচক্র চালাচ্ছিলেন ৷ স্থানীয়রাই পুলিশে খবর দেয় ৷ এর পর পুলিশ অভিযান চালিয়ে 2 যবুক এবং ওই মহিলাকে গ্রেফতার করে ৷

Sex Racket in Malda Police Arrests Three with A Lady
Sex Racket in Malda Police Arrests Three with A Lady
author img

By

Published : Jun 8, 2022, 1:03 PM IST

মালদা, 8 জুন : বাড়িতে চলছিল মধুচক্র। বিষয়টি আঁচ করতে পারলেও হাতেনাতে ধরতে পারছিলেন না স্থানীয় বাসিন্দারা ৷ সন্দেহ হওয়ায় পুলিশকে বিষয়টি জানান তারাই ৷ মালদার চাঁচল সদরে শেষমেশ মধুচক্র চালানোর অভিযোগে পুলিশি হানায় বাড়ির মালিক-সহ গ্রেফতার 3 (Malda police arrests three including a woman in charges of running sex racket) ৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাঁচল সদর এলাকার ওই বাড়িতে মহিলা একাই থাকতেন ৷ প্রতিদিন বাড়িতে নতুন যুবক-যুবতীদের দেখে সন্দেহ হয় এলাকাবাসীর ৷ এ নিয়ে একাধিকবার ওই মহিলাকে জিজ্ঞাসা করেন স্থানীয় বাসিন্দারা ৷ কিন্তু, পুরো বিষয়টি এড়িয়ে যেতেন ওই মহিলা ৷ দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা হাতেনাতে ধরার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল ৷ তাই বাধ্য হয়ে স্থানীয় কয়েকজন বিষয়টি চাঁচল থানায় জানায় ৷ অভিযোগের ভিত্তিতে ওই বাড়িতে হানা দেয় চাঁচল থানার পুলিশের একটি দল ৷ বাড়িতে চার যুবক-যুবতিকে হাতেনাতে ধরেন পুলিশকর্মীরা ৷ গ্রেফতার করা হয় বাড়ির মালিক ওই মহিলা এবং 2 যুবককে ৷

আরও পড়ুন : Wife tries to kill Husband : বিয়ের দু’মাসেই স্বামীকে খুনের চেষ্টা নববধূর, মুখ বেঁধে ভিডিয়ো পাঠাল মা’কে

চাঁচল থানার তরফে জানানো হয়েছে, অভিযোগ ছিল একটি বাড়িতে মধুচক্রের আসর বসছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে হানা দিয়ে বাড়ির মালিক এবং ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ বাড়িটি থেকে দুই যুবতিকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়ির মালিক ওই মহিলা এবং কয়েকজন যুবক এই ঘটনায় জড়িত রয়েছেন ৷ তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ্ করেনি পুলিশ ৷

মালদা, 8 জুন : বাড়িতে চলছিল মধুচক্র। বিষয়টি আঁচ করতে পারলেও হাতেনাতে ধরতে পারছিলেন না স্থানীয় বাসিন্দারা ৷ সন্দেহ হওয়ায় পুলিশকে বিষয়টি জানান তারাই ৷ মালদার চাঁচল সদরে শেষমেশ মধুচক্র চালানোর অভিযোগে পুলিশি হানায় বাড়ির মালিক-সহ গ্রেফতার 3 (Malda police arrests three including a woman in charges of running sex racket) ৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাঁচল সদর এলাকার ওই বাড়িতে মহিলা একাই থাকতেন ৷ প্রতিদিন বাড়িতে নতুন যুবক-যুবতীদের দেখে সন্দেহ হয় এলাকাবাসীর ৷ এ নিয়ে একাধিকবার ওই মহিলাকে জিজ্ঞাসা করেন স্থানীয় বাসিন্দারা ৷ কিন্তু, পুরো বিষয়টি এড়িয়ে যেতেন ওই মহিলা ৷ দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা হাতেনাতে ধরার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল ৷ তাই বাধ্য হয়ে স্থানীয় কয়েকজন বিষয়টি চাঁচল থানায় জানায় ৷ অভিযোগের ভিত্তিতে ওই বাড়িতে হানা দেয় চাঁচল থানার পুলিশের একটি দল ৷ বাড়িতে চার যুবক-যুবতিকে হাতেনাতে ধরেন পুলিশকর্মীরা ৷ গ্রেফতার করা হয় বাড়ির মালিক ওই মহিলা এবং 2 যুবককে ৷

আরও পড়ুন : Wife tries to kill Husband : বিয়ের দু’মাসেই স্বামীকে খুনের চেষ্টা নববধূর, মুখ বেঁধে ভিডিয়ো পাঠাল মা’কে

চাঁচল থানার তরফে জানানো হয়েছে, অভিযোগ ছিল একটি বাড়িতে মধুচক্রের আসর বসছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে হানা দিয়ে বাড়ির মালিক এবং ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ বাড়িটি থেকে দুই যুবতিকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়ির মালিক ওই মহিলা এবং কয়েকজন যুবক এই ঘটনায় জড়িত রয়েছেন ৷ তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ্ করেনি পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.