মালদা, 18 মে : লকডাউনে কর্মহীন হয়ে পড়েছিলেন । আর্থিক অভাবে পরিবারের মুখে খাবার তুলে দিতে পারছিলেন না । সেই অবসাদে আত্মহত্যা করলেন শ্রমিক । মালদার হবিবপুরের ঘটনা ৷ মৃত শ্রমিকের নাম রাজকুমার মণ্ডল (45) ৷ যদিও মৃতের পরিবারের দাবি নাকচ করেছেন স্থানীয় BDO ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজকুমার মণ্ডল রাজমিস্ত্রির কাজ করতেন । হবিবপুরের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে তাঁর বাড়ি । পরিবারের দাবি, লকডাউনে অন্যান্য শ্রমিকদের মতো কর্মহীন হয়ে পড়েছিলেন রাজকুমারও । আর্থিক অভাবে বাড়িতে খাবার জুটছিল না । এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । আজ সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় হবিবপুর থানার পুলিশ । রাজকুমারবাবুর জ্যাঠতুতো ভাই সমীর মণ্ডল বলেন, “দাদা মালদায় রাজমিস্ত্রির কাজ করতেন । লকডাউনে কর্মহীন হয়ে পড়েছিলেন তিনি । আর্থিক অভাবে বাড়িতে খাবারের যোগান দিতে পারছিলেন না । এই নিয়ে প্রায়ই বাড়িতে অশান্তি লেগে থাকত । মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছে দাদা ।”
একই বক্তব্য রাজকুমারের দাদা উত্তম মণ্ডলের । তিনি বলেন, “ভাই রাজমিস্ত্রির কাজ করত । লকডাউনে কাজ ছিল না । বাড়িতে ভাইয়ের স্ত্রী ও দুই মেয়ে আছে । তাদের খেতে দিতে পারছিল না । পরিবারের লোকজন ভাইকে বারবার কাজে যেতে বলত । আমার অনুমান মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছে ভাই ।” যদিও রাজকুমারের পরিবারের দাবি নাকচ করেছে জেলা প্রশাসন । হবিবপুরের BDO শুভজিৎ জানা বলেন, ‘‘পারিবারিক কারণে আত্মঘাতী হয়েছেন ওই শ্রমিক । এই ঘটনার সঙ্গে লকডাউনের কোনও সম্পর্ক নেই ।’’ হবিবপুর থানার IC পূর্ণেন্দু মুখোপাধ্যায় জানান, মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে । এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।