মালদা, ২৭ মার্চ : লকডাউনে বন্ধ সমস্ত দোকানপাট৷ খাবার পাচ্ছে না রাস্তার সারমেয়র দল৷ তাদের খাবার দিতে ইতিমধ্যেই পথে নেমেছে বিভিন্ন সংগঠন৷ এবার পথ কুকুরদের খাবার দিতে পথে নামলেন মালদার সাংবাদিকরাও৷ আজ রাত থেকে জেলার সাংবাদিকদের একাংশ মালদা শহরের রাস্তায় রাস্তায় পথকুকুরদের খাবার খাইয়েছেন৷ প্রথম দিন খাসির মাংস আর ভাত পেয়ে লেজ নাড়িয়ে নিজেদের খুশি ব্যক্ত করেছে সারমেয়রাও ৷ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতি রাতেই পথকুকুরদের খাবার দেওয়া হবে বলে জানিয়েছেন মালদা জার্নালিস্ট ক্লাবের সদস্যরা ৷
মালদা জার্নালিস্ট ক্লাবের সম্পাদক হরেন চৌধুরি বলেন, “দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে ৷ বন্ধ রয়েছে মালদা শহরের সমস্ত দোকানপাট ৷ মানুষ হয়তো কোনও রকমে নিজের খাদ্য সংস্থান করতে পারছে ৷ কিন্তু দোকানপাট বন্ধ থাকায় সবচেয়ে সমস্যায় পড়েছে পথকুকুরের দল ৷ তারা খাবার পাচ্ছে না৷ মানুষ দেখলেই দৌঁড়ে এগিয়ে যাচ্ছে৷" তিনি আরও বলেন," সাংবাদিকতা করতে গিয়ে পথকুকুরদের অসহায় ছবি আমাদের চোখে পড়েছে৷ আমরা শহরের বিভিন্ন রাস্তায় পথকুকুরদের খাবার দিচ্ছি৷ যতদিন লকডাউন চলবে, ততদিনই এই কুকুরদের আহার দেওয়া হবে৷”
হরেনবাবু আরও জানিয়েছেন, প্রতিদিনই তাঁরা পথ কুকুরদের জন্য মাংস-ভাতের আয়োজন করবেন বলে ঠিক করেছেন৷ আজ খাসির মাংস দেওয়া হয়েছে৷ খাসির মাংস পাওয়া না গেলে তাঁরা মুরগির মাংসের ব্যবস্থা করবেন৷
লকডাউনে বিপন্ন পথের সারমেয়দের খাবার দিচ্ছেন সাংবাদিকরা - পথের সারমেয়
দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে ৷ বন্ধ রয়েছে মালদা শহরের সমস্ত দোকানপাট ৷ খাবার পাচ্ছে না রাস্তার সারমেয়র দল ৷ তাদের খাবার দিতে ইতিমধ্যেই পথে নেমেছে বিভিন্ন সংগঠন৷ এবার পথ কুকুরদের খাবার দিতে পথে নামলেন মালদার সাংবাদিকরাও৷
মালদা, ২৭ মার্চ : লকডাউনে বন্ধ সমস্ত দোকানপাট৷ খাবার পাচ্ছে না রাস্তার সারমেয়র দল৷ তাদের খাবার দিতে ইতিমধ্যেই পথে নেমেছে বিভিন্ন সংগঠন৷ এবার পথ কুকুরদের খাবার দিতে পথে নামলেন মালদার সাংবাদিকরাও৷ আজ রাত থেকে জেলার সাংবাদিকদের একাংশ মালদা শহরের রাস্তায় রাস্তায় পথকুকুরদের খাবার খাইয়েছেন৷ প্রথম দিন খাসির মাংস আর ভাত পেয়ে লেজ নাড়িয়ে নিজেদের খুশি ব্যক্ত করেছে সারমেয়রাও ৷ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতি রাতেই পথকুকুরদের খাবার দেওয়া হবে বলে জানিয়েছেন মালদা জার্নালিস্ট ক্লাবের সদস্যরা ৷
মালদা জার্নালিস্ট ক্লাবের সম্পাদক হরেন চৌধুরি বলেন, “দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে ৷ বন্ধ রয়েছে মালদা শহরের সমস্ত দোকানপাট ৷ মানুষ হয়তো কোনও রকমে নিজের খাদ্য সংস্থান করতে পারছে ৷ কিন্তু দোকানপাট বন্ধ থাকায় সবচেয়ে সমস্যায় পড়েছে পথকুকুরের দল ৷ তারা খাবার পাচ্ছে না৷ মানুষ দেখলেই দৌঁড়ে এগিয়ে যাচ্ছে৷" তিনি আরও বলেন," সাংবাদিকতা করতে গিয়ে পথকুকুরদের অসহায় ছবি আমাদের চোখে পড়েছে৷ আমরা শহরের বিভিন্ন রাস্তায় পথকুকুরদের খাবার দিচ্ছি৷ যতদিন লকডাউন চলবে, ততদিনই এই কুকুরদের আহার দেওয়া হবে৷”
হরেনবাবু আরও জানিয়েছেন, প্রতিদিনই তাঁরা পথ কুকুরদের জন্য মাংস-ভাতের আয়োজন করবেন বলে ঠিক করেছেন৷ আজ খাসির মাংস দেওয়া হয়েছে৷ খাসির মাংস পাওয়া না গেলে তাঁরা মুরগির মাংসের ব্যবস্থা করবেন৷