মালদা, 26 জানুয়ারি : বুধবার সরস্বতী পুজো ৷ আর তার আগে পুজোর বাজার করতে গিয়ে টান পড়ছে মধ্যবিত্তের পকেটে ৷ মালদার বাজারদর তো অন্তত তেমনটাই বলছে ৷ ফল, আনাজ, প্রতিমা সব কিছুরই দাম আকাশছোঁয়া ৷ এক বিঘত সাইজ়ের ছাঁচ কিনতে গুনতে হচ্ছে কড়কড়ে 50 টাকার নোট ৷ আর সাইজ় একটু বড় হলে তো কথাই নেই ৷ কিন্তু দাম যাই হোক না কেন, পুজো করতেই হবে ৷ তাই বাজেটের মধ্যেই কোনও মতে প্রতিমা কিনে বাড়ি ফিরছেন আম জনতা ৷
মালদার ফোয়ারা মোড়ে পুজোর বাজার করতে এসেছিলেন দীপরঞ্জন ভট্টাচার্য ৷ তিনি বলেন, "প্রতিমা দেখতে এসেছিলাম ৷ দাম এ বছর অন্যবারের চেয়ে বেশি মনে হচ্ছে ৷" আরও এক ক্রেতা মঞ্জরী হালদার জানান, এখন তো সব কিছুরই দাম বেড়েছে ৷ আগের চেয়ে বাজেট বাড়াতে হয়েছে ৷
তবে প্রতিমা ব্যবসায়ীদের মতে অবশ্য দাম খুব একটা বাড়েনি ৷ এক প্রতিমা ব্যবসায়ী মৃত্যুঞ্জয় দাস জানান, প্রতিমার দাম 50 টাকা থেকে শুরু হয়েছে ৷ সবচেয়ে বেশি 500 টাকা দামের প্রতিমা রয়েছে ৷ তাঁর দাবি, এ বছর দাম মাত্র 5-10 টাকা বেড়েছে ৷