ETV Bharat / city

সরস্বতী পুজোর আগে বাজারদর আকাশছোঁয়া, মধ্যবিত্তের পকেটে টান - সরস্বতী পুজো

সরস্বতী পুজোর বাজার করতে গিয়ে টান পড়ছে মধ্যবিত্তের পকেটে ৷ ফল, আনাজ, প্রতিমা সব কিছুরই দাম আকাশছোঁয়া ৷ যদিও প্রতিমা ব্যবসায়ীদের বক্তব্য, এ বছর দাম তেমন একটা বাড়েনি ৷

high price of saraswati idols in Malda
সরস্বতী পুজোর আগে বাজারদর আকাশছোঁয়া
author img

By

Published : Jan 26, 2020, 11:34 PM IST

মালদা, 26 জানুয়ারি : বুধবার সরস্বতী পুজো ৷ আর তার আগে পুজোর বাজার করতে গিয়ে টান পড়ছে মধ্যবিত্তের পকেটে ৷ মালদার বাজারদর তো অন্তত তেমনটাই বলছে ৷ ফল, আনাজ, প্রতিমা সব কিছুরই দাম আকাশছোঁয়া ৷ এক বিঘত সাইজ়ের ছাঁচ কিনতে গুনতে হচ্ছে কড়কড়ে 50 টাকার নোট ৷ আর সাইজ় একটু বড় হলে তো কথাই নেই ৷ কিন্তু দাম যাই হোক না কেন, পুজো করতেই হবে ৷ তাই বাজেটের মধ্যেই কোনও মতে প্রতিমা কিনে বাড়ি ফিরছেন আম জনতা ৷

মালদার ফোয়ারা মোড়ে পুজোর বাজার করতে এসেছিলেন দীপরঞ্জন ভট্টাচার্য ৷ তিনি বলেন, "প্রতিমা দেখতে এসেছিলাম ৷ দাম এ বছর অন্যবারের চেয়ে বেশি মনে হচ্ছে ৷" আরও এক ক্রেতা মঞ্জরী হালদার জানান, এখন তো সব কিছুরই দাম বেড়েছে ৷ আগের চেয়ে বাজেট বাড়াতে হয়েছে ৷

তবে প্রতিমা ব্যবসায়ীদের মতে অবশ্য দাম খুব একটা বাড়েনি ৷ এক প্রতিমা ব্যবসায়ী মৃত্যুঞ্জয় দাস জানান, প্রতিমার দাম 50 টাকা থেকে শুরু হয়েছে ৷ সবচেয়ে বেশি 500 টাকা দামের প্রতিমা রয়েছে ৷ তাঁর দাবি, এ বছর দাম মাত্র 5-10 টাকা বেড়েছে ৷

মালদা, 26 জানুয়ারি : বুধবার সরস্বতী পুজো ৷ আর তার আগে পুজোর বাজার করতে গিয়ে টান পড়ছে মধ্যবিত্তের পকেটে ৷ মালদার বাজারদর তো অন্তত তেমনটাই বলছে ৷ ফল, আনাজ, প্রতিমা সব কিছুরই দাম আকাশছোঁয়া ৷ এক বিঘত সাইজ়ের ছাঁচ কিনতে গুনতে হচ্ছে কড়কড়ে 50 টাকার নোট ৷ আর সাইজ় একটু বড় হলে তো কথাই নেই ৷ কিন্তু দাম যাই হোক না কেন, পুজো করতেই হবে ৷ তাই বাজেটের মধ্যেই কোনও মতে প্রতিমা কিনে বাড়ি ফিরছেন আম জনতা ৷

মালদার ফোয়ারা মোড়ে পুজোর বাজার করতে এসেছিলেন দীপরঞ্জন ভট্টাচার্য ৷ তিনি বলেন, "প্রতিমা দেখতে এসেছিলাম ৷ দাম এ বছর অন্যবারের চেয়ে বেশি মনে হচ্ছে ৷" আরও এক ক্রেতা মঞ্জরী হালদার জানান, এখন তো সব কিছুরই দাম বেড়েছে ৷ আগের চেয়ে বাজেট বাড়াতে হয়েছে ৷

তবে প্রতিমা ব্যবসায়ীদের মতে অবশ্য দাম খুব একটা বাড়েনি ৷ এক প্রতিমা ব্যবসায়ী মৃত্যুঞ্জয় দাস জানান, প্রতিমার দাম 50 টাকা থেকে শুরু হয়েছে ৷ সবচেয়ে বেশি 500 টাকা দামের প্রতিমা রয়েছে ৷ তাঁর দাবি, এ বছর দাম মাত্র 5-10 টাকা বেড়েছে ৷

Intro:মালদা, ২৬ জানুয়ারিঃ প্রবাদ রয়েছে, লক্ষ্মী আর সরস্বতী দুই বোন হলেও তাদের মধ্যে নাকি বিবাদ সর্বদা৷ কেন সেই বিবাদ, তা তর্কসাপেক্ষ৷ তবে এই মুহূর্তে লক্ষ্মীর গ্রাসেই সরস্বতী৷ অন্তত মালদার বাজার তো তাই বলছে৷ পাঁজিতে যখন সরস্বতী পুজোর কথা, তখন বাজার দাপাচ্ছে লক্ষ্মী৷ দুই বোনের পুজো হয় ঘরে ঘরে৷ শরতে লক্ষ্মীর পালা পেরিয়ে এখন সরস্বতীর বাজার৷ ফল-আনাজের কথা বাদই দেওয়া গেল, কিন্তু পুজো করতে গেলে একটা প্রতিমা তো লাগবে! সেই প্রতিমা কিনতেই পকেট ফুটো হচ্ছে মধ্যবিত্ত আমবাঙালির৷ এক বিঘত সাইজের ছাঁচ কিনতে গুনতে হচ্ছে কড়কড়ে ৫০৷ আর সাইজ একটু বড়ো হলে তো কথাই নেই৷ চড়চড় করে বাড়ছে বিল৷ পৌঁছে যাচ্ছে ৫০০ টাকাতেও৷ কিন্তু যতই হোক, বিদ্যার দেবীর সঙ্গে অ্যাডজাস্টমেন্টে রাজি নয় কেউ৷ তাই পছন্দ হোক, আর নাই হোক, কোনোমতে একটা ছাঁচ খবরের প্যাকেটে মুড়িয়ে ঘরমুখো হতে শুরু করেছে মালদার জনতা৷Body:মকদুমপুরের এক ব্যবসায়ী মৃত্যুঞ্জয় দাস শহরের ফোয়ারা মোড়ে সরস্বতীর পসরা সাজিয়ে বসেছেন৷ গত ১০ বছর ধরে তিনি প্রতিমার ব্যবসা করছেন৷ তিনি বলেন, তাঁর কাছে এক বিঘত থেকে শুরু করে সমস্তরকম সাইজের প্রতিমা আছে৷ ৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত দাম৷ তবে খুব এবছর খুব একটা দাম বাড়েনি বলেই দাবি করেছেন তিনি৷ তাঁর কথায় এবছর ৫-১০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে৷
যদিও মৃত্যুঞ্জয়বাবুর সঙ্গে একমত নয় শহরবাসী৷ সরস্বতী প্রতিমা কিনতে এসেছিলেন মঞ্জুরি হালদার৷ তিনি বলেন, “জ্ঞান হওয়ার পর থেকেই বাড়িতে সরস্বতী পুজো দেখছি৷ এখনও বাড়িতে পুজো করছি৷ সরস্বতী প্রতিমা পছন্দ করছি৷ সব জিনিসের দাম বেড়েছে৷ তবে এবার প্রতিমার দাম যেন একটু বেশি বৃদ্ধি পেয়েছে৷ প্রতিমা কিনতেই পকেট খালি হয়ে যাচ্ছে৷ আগে পুজোর জন্য যে বাজেট নির্ধারণ করা ছিল৷ এখন সেই বাজেটে আর কিছুই করা যাচ্ছে না৷ তবে কি আর করা যাবে? সরস্বতী প্রতিমা তো নিতেই হবে৷ সরস্বতীর সময়ে যেন লক্ষ্মী বাজার দাপাচ্ছে৷” একই বক্তব্য আরেক ক্রেতা দ্বীপরঞ্জন ভট্টাচার্যের৷ তিনি বলেন, “সরস্বতী প্রতিমা দেখছি৷ প্রতিমা ভালোই লাগছে৷ তবে অন্যান্য বছরের তুলনায় এবছর দামটা একটু বেশি মনে হচ্ছে৷ বিগত বছরগুলিতে যে দামে প্রতিমা নিয়েছে৷ এবছর যেন তা আকাশছোঁয়া হয়ে গিয়েছে৷ প্রতিবছর প্রতিমার দাম বাড়লেও এবছর যেন একটু বেশি মনে হচ্ছে৷”Conclusion:প্রতিমার দাম নিয়ে শহরবাসী সন্তুষ্ট না হলেও বিদ্যারদেবীকে ঘরে নিয়ে যেতেই হবে৷ তাই লক্ষ্মীর কাছে হার মেনেই সরস্বতীকে ঘরে নিয়ে যাচ্ছে মালদার জনতা৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.