ETV Bharat / city

চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক - নাবালিকাকে ধর্ষণ

অভিযুক্ত যুবক বেকার ৷ রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ আগেও উঠেছে তার বিরুদ্ধে ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jan 31, 2020, 6:24 AM IST

মালদা, 31 জানুয়ারি : চকোলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল পড়শি যুবকের বিরুদ্ধে৷ ঘটনাটি কালিয়াচক 3 ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে৷ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ ৷

অভিযুক্ত যুবকের নাম বাদল ঘোষ ৷ এলাকার মেয়েদের নানা সময় কটূক্তি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ বুধবার সে ওই শিশুকে চকোলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে একটি আমবাগানে নিয়ে যায় ৷ বাগানে শিশুটিকে ধর্ষণ করে ৷ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসে সব ঘটনা তার মাকে জানায় শিশুটি ৷ এরপর বাদলের বিরুদ্ধে কালিয়াচক থানায় মেয়েকে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির অভিভাবকরা৷ অভিযোগ পেয়ে বাদলকে গ্রেপ্তার করে পুলিশ৷ বুধবার ওই শিশুর শারীরিক পরীক্ষাও করানো হয়েছে ৷ গতকাল বাদলকে জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷

শিশুটির মা বলেন, “পুজোর দিন সকালে মেয়ে বাড়ির সামনে জমিতে ছিল৷ সেই সময় বাদল ঘোষ আমার মেয়েকে ডেকে আমবাগানে নিয়ে যায় ৷ সেখান থেকে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসে মেয়ে ৷ আমাকে সব ঘটনা জানায়৷ সেই সময় আমার বাড়িতে কেউ ছিল না ৷ আমি বাদলদের বাড়িতে যাই ৷ ওর মাকে সব ঘটনা জানাই৷ ওর মা বলে, ছেলে বাড়িতে নেই ৷ সে বাড়ি ফিরে এলে তিনি সব ঘটনা জানবেন৷ এরপরই আমরা কালিয়াচক থানায় গোটা ঘটনা জানিয়ে বাদলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি৷ আমি ওর কঠোর শাস্তি চাই৷”

মালদা, 31 জানুয়ারি : চকোলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল পড়শি যুবকের বিরুদ্ধে৷ ঘটনাটি কালিয়াচক 3 ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে৷ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ ৷

অভিযুক্ত যুবকের নাম বাদল ঘোষ ৷ এলাকার মেয়েদের নানা সময় কটূক্তি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ বুধবার সে ওই শিশুকে চকোলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে একটি আমবাগানে নিয়ে যায় ৷ বাগানে শিশুটিকে ধর্ষণ করে ৷ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসে সব ঘটনা তার মাকে জানায় শিশুটি ৷ এরপর বাদলের বিরুদ্ধে কালিয়াচক থানায় মেয়েকে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির অভিভাবকরা৷ অভিযোগ পেয়ে বাদলকে গ্রেপ্তার করে পুলিশ৷ বুধবার ওই শিশুর শারীরিক পরীক্ষাও করানো হয়েছে ৷ গতকাল বাদলকে জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷

শিশুটির মা বলেন, “পুজোর দিন সকালে মেয়ে বাড়ির সামনে জমিতে ছিল৷ সেই সময় বাদল ঘোষ আমার মেয়েকে ডেকে আমবাগানে নিয়ে যায় ৷ সেখান থেকে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসে মেয়ে ৷ আমাকে সব ঘটনা জানায়৷ সেই সময় আমার বাড়িতে কেউ ছিল না ৷ আমি বাদলদের বাড়িতে যাই ৷ ওর মাকে সব ঘটনা জানাই৷ ওর মা বলে, ছেলে বাড়িতে নেই ৷ সে বাড়ি ফিরে এলে তিনি সব ঘটনা জানবেন৷ এরপরই আমরা কালিয়াচক থানায় গোটা ঘটনা জানিয়ে বাদলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি৷ আমি ওর কঠোর শাস্তি চাই৷”

Intro:মালদা, ৩০ জানুয়ারি : চকোলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল পড়শি এক যুবকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে কালিয়াচক ৩ ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে৷ অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ৷ Body:         অভিযুক্ত যুবকের নাম বাদল ঘোষ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাদল বেকার৷ এলাকার মেয়েদের নানা সময় কটূক্তি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ সরস্বতী পুজোর দিন সকালে সে ওই নাবালিকাকে চকোলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে একটি আমবাগানে নিয়ে যায়৷ ওই বাগানেই সে ওই নাবালিকাকে ধর্ষণ করে৷ কাঁদতে কাঁদতে ওই নাবালিকা বাড়ি ফিরে এসে সব ঘটনা তার মাকে জানায়৷ এরপরেই বাদলের বিরুদ্ধে কালিয়াচক থানায় মেয়েকে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার অভিভাবকরা৷ অভিযোগ পেয়েই বাদলকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ৷ গতকাল ওই নাবালিকার শারীরিক পরীক্ষাও করানো হয়েছে৷ আজ বাদলকে জেলা আদালতে তোলা হলে তার জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷ Conclusion:         নাবালিকার মা বলেন, “পুজোর দিন সকালে মেয়ে বাড়ির সামনে জমিতে ছিল৷ সেই সময় বাদল ঘোষ আমার মেয়েকে ডেকে আমবাগানে নিয়ে যায়৷ সেখান থেকে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসে মেয়ে৷ আমাকে সব ঘটনা জানায়৷ সে বলে কীভাবে বাদল তাকে গামছা মাটিতে পেতে ধর্ষণ করেছে৷ সেই সময় আমার বাড়িতে কেউ ছিল না৷ আমি বাদলদের বাড়িতে যাই৷ ওর মাকে সব ঘটনা জানাই৷ ওর মা বলে, ছেলে বাড়িতে নেই৷ সে বাড়ি ফিরে এলে তিনি সব ঘটনা জানবেন৷ এরপরেই আমরা কালিয়াচক থানায় গোটা ঘটনা জানিয়ে বাদলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি৷ পুলিশ বাদলকে গ্রেফতার করেছে৷ আমি ওর কঠোর শাস্তি চাই৷”
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.