ETV Bharat / city

Minor Raped in Malda : মদের নেশায় মেয়েকে ধর্ষণ, নিজেই স্বীকার করল বাবা - মালদায় মদের নেশায় মেয়েকে ধর্ষণ

মালদায় নিজের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে (Father Rapes Daughter in Malda) । মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ । নির্যাতিতা মেয়েটি বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন । ধর্ষক বাবা নিজেই স্বীকার করে নিয়েছে সেকথা ।

Malda Crime News
Allegation of Rape in Malda
author img

By

Published : May 10, 2022, 5:29 PM IST

মালদা, 10 মে : পৈশাচিক ! 12 বছরের মেয়েকে ধর্ষণ করল তার নিজেরই বাবা ৷ এমনটাই অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মালদার গাজোলে (Father rapes 12 year old girl in Malda) । বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন নির্যাতিতার মা ৷

ঘটনাটি ঘটেছে গত রবিবার । গাজোল থানায় দায়ের করা অভিযোগপত্রে নির্যাতিতার মা জানিয়েছেন, শনিবার বিকেলে তিনি বড় মেয়েকে নিয়ে পুখুরিয়া থানা এলাকায় বাবার বাড়ি যান । এক ছেলে ও ছোট মেয়ে বাড়িতেই ছিল । রবিবার বেশি রাতে প্রতিবেশীর মোবাইল থেকে তাঁকে ফোন করে 12 বছর বয়সী ছোট মেয়ে । ফোনে সে জানায়, রবিবার রাত ন’টা নাগাদ তার বাবা তাকে ধর্ষণ করেছে ।

ঘটনার পর শৌচাগারে যাওয়ার নাম করে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয় বালিকা । সেই প্রতিবেশীর মোবাইল থেকেই সে তার মাকে ফোন করে । এই খবর শুনে তার মা স্তম্ভিত হয়ে যান । সোমবার সকাল সাতটা নাগাদ তিনি বাড়িতে ফিরে এলে মেয়ে তাঁকে সব ঘটনা খুলে বলে । তিনি স্বামীর কাছে বিষয়টি জানতে চাইলে সে গোটা ঘটনা অস্বীকার করে । এরপর তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান । সবার চাপে স্বামী নিজের দোষ স্বীকার করে নেয় । গ্রামবাসীরা তাকে ধরে মারধর করেন । এরপরেই তিনি গাজোল থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । স্বামী হলেও এমন পিচাশ বাবার কঠোর শাস্তি চান তিনি (Minor girl raped in Malda)।

অভিযোগ পেতেই গতকাল রাতে অভিযুক্তকে গ্রেফতার করে গাজোল থানার পুলিশ । পকসোর বিভিন্ন ধারায় মামলা রুজু করে আজ তাকে জেলা আদালতে পেশ করা হয় । আদালতে যাওয়ার আগে নিজের কুকীর্তির কথা স্বীকার করে নেয় বাবা । পেশায় ভিনরাজ্যের শ্রমিক অভিযুক্ত জানায়, মদের নেশায় সে এই কাজ করে ফেলেছে । গাজোল থানার পুলিশ নির্যাতিতা মেয়েকে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিক্যালের মাতৃমা বিভাগে ভর্তি করা হয়েছে । সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে ।

আরও পড়ুন : Allegation of Gang Rape in Malda : কালিয়াচকে অষ্টম শ্রেণির পড়ুুয়াকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 2

মালদা, 10 মে : পৈশাচিক ! 12 বছরের মেয়েকে ধর্ষণ করল তার নিজেরই বাবা ৷ এমনটাই অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মালদার গাজোলে (Father rapes 12 year old girl in Malda) । বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন নির্যাতিতার মা ৷

ঘটনাটি ঘটেছে গত রবিবার । গাজোল থানায় দায়ের করা অভিযোগপত্রে নির্যাতিতার মা জানিয়েছেন, শনিবার বিকেলে তিনি বড় মেয়েকে নিয়ে পুখুরিয়া থানা এলাকায় বাবার বাড়ি যান । এক ছেলে ও ছোট মেয়ে বাড়িতেই ছিল । রবিবার বেশি রাতে প্রতিবেশীর মোবাইল থেকে তাঁকে ফোন করে 12 বছর বয়সী ছোট মেয়ে । ফোনে সে জানায়, রবিবার রাত ন’টা নাগাদ তার বাবা তাকে ধর্ষণ করেছে ।

ঘটনার পর শৌচাগারে যাওয়ার নাম করে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয় বালিকা । সেই প্রতিবেশীর মোবাইল থেকেই সে তার মাকে ফোন করে । এই খবর শুনে তার মা স্তম্ভিত হয়ে যান । সোমবার সকাল সাতটা নাগাদ তিনি বাড়িতে ফিরে এলে মেয়ে তাঁকে সব ঘটনা খুলে বলে । তিনি স্বামীর কাছে বিষয়টি জানতে চাইলে সে গোটা ঘটনা অস্বীকার করে । এরপর তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান । সবার চাপে স্বামী নিজের দোষ স্বীকার করে নেয় । গ্রামবাসীরা তাকে ধরে মারধর করেন । এরপরেই তিনি গাজোল থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । স্বামী হলেও এমন পিচাশ বাবার কঠোর শাস্তি চান তিনি (Minor girl raped in Malda)।

অভিযোগ পেতেই গতকাল রাতে অভিযুক্তকে গ্রেফতার করে গাজোল থানার পুলিশ । পকসোর বিভিন্ন ধারায় মামলা রুজু করে আজ তাকে জেলা আদালতে পেশ করা হয় । আদালতে যাওয়ার আগে নিজের কুকীর্তির কথা স্বীকার করে নেয় বাবা । পেশায় ভিনরাজ্যের শ্রমিক অভিযুক্ত জানায়, মদের নেশায় সে এই কাজ করে ফেলেছে । গাজোল থানার পুলিশ নির্যাতিতা মেয়েকে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিক্যালের মাতৃমা বিভাগে ভর্তি করা হয়েছে । সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে ।

আরও পড়ুন : Allegation of Gang Rape in Malda : কালিয়াচকে অষ্টম শ্রেণির পড়ুুয়াকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 2

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.