মালদা, 22 জুন : দ্রুত গতিতে শহরে ছড়াচ্ছে কোরোনা সংক্রমণ ৷ জেলার দুই পৌর এলাকার মধ্যে ইংরেজবাজারে সংক্রমণের হার বেশি ৷ গত 24 ঘণ্টায় মালদা শহরে সংক্রমিত হয়েছে 19 জন ৷ তার মধ্যে রয়েছে নয় মাসের শিশুও ৷ জেলায় গত 24 ঘণ্টায় কোরোনা সংক্রমিতের সংখ্যা 44 ৷ অর্থাৎ এনিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 422 ৷ আক্রান্তদের মধ্যে একাধিক পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার রয়েছেন ৷
ইতিমধ্যেই কোরোনায় আক্রান্ত হয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও একজন সহকারী স্বাস্থ্য আধিকারিক ৷ ওই বিভাগের আরও কয়েকজন কর্মীর মধ্যে সংক্রমণ ছড়িয়েছে বলে শোনা যাচ্ছে ৷ যদিও এনিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু জাাননো হয়নি ৷ এরই মধ্যে সংক্রমণ ছড়িয়েছে পুলিশ মহলেও ৷ গত 24 ঘণ্টাতেই অন্তত সাতজন পুলিশ ও সিভিক কর্মীর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ এঁদের মধ্যে বেশিরভাগই ট্র্যাফিক বিভাগে কর্মরত ৷ মালদা মেডিকেলের তরফে কোরোনা সংক্রান্ত যে তথ্য দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে নয় মাসের এক শিশুও সংক্রমণের শিকার ৷ তার বাবা আগেই কোরোনা আক্রান্ত হয়েছিল ৷
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সংক্রমিতদের প্রত্যেককে নিকটবর্তী আইসোলেশন সেন্টার কিংবা কোরোনা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ জেলায় কোরোনা সংক্রমণের সংখ্যা 400 পেরোলেও এখনও কারও মৃত্যু হয়নি ৷ আড়াইশোর বেশি মানুষে সুস্থ হয়ে উঠেছে ।