ETV Bharat / city

Civic Volunteer Body Recovered : মালদায় মিলল সিভিক ভলান্টিয়ারের রক্তাক্ত দেহ

author img

By

Published : Jun 13, 2022, 8:23 PM IST

Updated : Jun 14, 2022, 9:47 AM IST

বাড়ি থেকে 500 মিটার দূরে পাওয়া গেল সিভিক ভলান্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ (Civic Volunteer Body Recovered )। চাঞ্চল্য ছড়াল বৈষ্ণবনগরে ।

Civic Volunteer body recovered in Malda
Civic Volunteer Body Recover

মালদা, 13 জুন : বাড়ি থেকে মাত্র 500 মিটার দূরে এক সিভিক ভলান্টিয়ারের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগর থানার মীর্জাচক গ্রামের চাঁইপাড়ায় । আজ সকালে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালের পিছনে একটি পাটখেত থেকে ওই সিভিক ভলান্টিয়ারের মৃতদেহ উদ্ধার হয় । কে বা কারা এমন ঘটনা ঘটাল, তা নিয়ে তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ (Civic Volunteer body recovered in Malda)।

নিহত সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) নাম বচ্চন মণ্ডল । বয়স 23 বছর । বাবা সুষেণ মণ্ডল অবসরপ্রাপ্ত হোমগার্ড । বচ্চন তিন বছর ধরেই সিভিক ভলান্টিয়ারের কাজ করছিলেন । আগে তিনি ভিলেজ পুলিশের সঙ্গে সমন্বয় রাখতেন । তবে সম্প্রতি তিনি থানাতেই কাজ করতেন । গতকাল সকালে তিনি থানায় ডিউটি করেন । ডিউটি শেষ হওয়ার পর দুপুরে থানাতেই ডিম-ভাত খান । তারপর বাড়ি ফিরে যান । আজ সকালে কয়েকজন গ্রামবাসী পাটখেতের মধ্যে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন । শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ ছিল । এই খবর চাউর হতেই চাঞ্চল্য পড়ে যায় এলাকা জুড়ে । খবর যায় বৈষ্ণবনগর থানায় । পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ।

বচ্চনের দিদি সীমা মণ্ডল বলেন, "ভাই গতকাল সন্ধেয় ঘুরতে বেরিয়েছিল । সাড়ে ছ’টা নাগাদ ঘরে ফিরে আসে । এরপর বাজারে যায় । বাজার থেকে সাতটার দিকে ঘরে ফিরে আসে । এরপর রাস্তায় ঘোরাঘুরি করছিল। রাত 10টা নাগাদ রাতের খাবার খায় । তার 15 মিনিট পর থেকেই ওর আর কোনও খোঁজ নেই । ওর মোবাইলে সবসময় ফোন আসতে থাকে । তাই কেউ ফোন করে ওকে ডেকেছিল কি না সেটাও বলতে পারছি না । আজ ভোর পাঁচটায় ওকে ফোন করি, ছ’টার সময় ফের ফোন করি । দু’বারই ওর ফোন সুইচ অফ ছিল । সকাল সাতটা নাগাদ ব্যাংকের দিকে যাচ্ছিলাম । রাস্তাতেই শুনতে পাই, পাটের জমিতে একটা লাশ পড়ে রয়েছে । এরপরেই শুনি বচ্চনকে কেউ কেটে ফেলে দিয়েছে । ভাইয়ের কোনও শত্রু ছিল না । কে ওকে এভাবে খুন করল আমরা সেটা জানতে চাই । তার জন্য আমরা যথাযথ পুলিশি তদন্ত দাবি করছি ।"

স্থানীয় বাসিন্দা সূর্যকান্ত মণ্ডল বলেন, "সকালে আমি ঘুমিয়েই ছিলাম । ঘুম থেকে উঠেই শুনতে পাই, বেদরাবাদ হাসপাতালের পিছনে পাটখেতে বচ্চন মণ্ডলের দেহ পড়ে রয়েছে । বচ্চন সিভিক ভলান্টিয়ারের কাজ করত । কে বা কারা ওকে এভাবে নৃশংসভাবে খুন করল তা বুঝতে পারছি না । আমরা অপরাধীদের কঠোর শাস্তি দাবি করছি ।"

আরও পড়ুন : Malda Flood Relief Corruption: গ্রুপ-ডি কর্মচারী অ্যাকাউন্টে বন্যাত্রাণের 69 লক্ষ টাকা! দুর্নীতির অভিযোগে বিডিও-র বিরুদ্ধে মামলা

বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, আপাতত দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে । তার রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি আরও পরিষ্কার হবে । এই ঘটনায় মৃতের পরিবারের তরফে একটি অভিযোগ দায়ের হয়েছে । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

মালদা, 13 জুন : বাড়ি থেকে মাত্র 500 মিটার দূরে এক সিভিক ভলান্টিয়ারের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগর থানার মীর্জাচক গ্রামের চাঁইপাড়ায় । আজ সকালে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালের পিছনে একটি পাটখেত থেকে ওই সিভিক ভলান্টিয়ারের মৃতদেহ উদ্ধার হয় । কে বা কারা এমন ঘটনা ঘটাল, তা নিয়ে তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ (Civic Volunteer body recovered in Malda)।

নিহত সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) নাম বচ্চন মণ্ডল । বয়স 23 বছর । বাবা সুষেণ মণ্ডল অবসরপ্রাপ্ত হোমগার্ড । বচ্চন তিন বছর ধরেই সিভিক ভলান্টিয়ারের কাজ করছিলেন । আগে তিনি ভিলেজ পুলিশের সঙ্গে সমন্বয় রাখতেন । তবে সম্প্রতি তিনি থানাতেই কাজ করতেন । গতকাল সকালে তিনি থানায় ডিউটি করেন । ডিউটি শেষ হওয়ার পর দুপুরে থানাতেই ডিম-ভাত খান । তারপর বাড়ি ফিরে যান । আজ সকালে কয়েকজন গ্রামবাসী পাটখেতের মধ্যে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন । শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ ছিল । এই খবর চাউর হতেই চাঞ্চল্য পড়ে যায় এলাকা জুড়ে । খবর যায় বৈষ্ণবনগর থানায় । পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ।

বচ্চনের দিদি সীমা মণ্ডল বলেন, "ভাই গতকাল সন্ধেয় ঘুরতে বেরিয়েছিল । সাড়ে ছ’টা নাগাদ ঘরে ফিরে আসে । এরপর বাজারে যায় । বাজার থেকে সাতটার দিকে ঘরে ফিরে আসে । এরপর রাস্তায় ঘোরাঘুরি করছিল। রাত 10টা নাগাদ রাতের খাবার খায় । তার 15 মিনিট পর থেকেই ওর আর কোনও খোঁজ নেই । ওর মোবাইলে সবসময় ফোন আসতে থাকে । তাই কেউ ফোন করে ওকে ডেকেছিল কি না সেটাও বলতে পারছি না । আজ ভোর পাঁচটায় ওকে ফোন করি, ছ’টার সময় ফের ফোন করি । দু’বারই ওর ফোন সুইচ অফ ছিল । সকাল সাতটা নাগাদ ব্যাংকের দিকে যাচ্ছিলাম । রাস্তাতেই শুনতে পাই, পাটের জমিতে একটা লাশ পড়ে রয়েছে । এরপরেই শুনি বচ্চনকে কেউ কেটে ফেলে দিয়েছে । ভাইয়ের কোনও শত্রু ছিল না । কে ওকে এভাবে খুন করল আমরা সেটা জানতে চাই । তার জন্য আমরা যথাযথ পুলিশি তদন্ত দাবি করছি ।"

স্থানীয় বাসিন্দা সূর্যকান্ত মণ্ডল বলেন, "সকালে আমি ঘুমিয়েই ছিলাম । ঘুম থেকে উঠেই শুনতে পাই, বেদরাবাদ হাসপাতালের পিছনে পাটখেতে বচ্চন মণ্ডলের দেহ পড়ে রয়েছে । বচ্চন সিভিক ভলান্টিয়ারের কাজ করত । কে বা কারা ওকে এভাবে নৃশংসভাবে খুন করল তা বুঝতে পারছি না । আমরা অপরাধীদের কঠোর শাস্তি দাবি করছি ।"

আরও পড়ুন : Malda Flood Relief Corruption: গ্রুপ-ডি কর্মচারী অ্যাকাউন্টে বন্যাত্রাণের 69 লক্ষ টাকা! দুর্নীতির অভিযোগে বিডিও-র বিরুদ্ধে মামলা

বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, আপাতত দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে । তার রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি আরও পরিষ্কার হবে । এই ঘটনায় মৃতের পরিবারের তরফে একটি অভিযোগ দায়ের হয়েছে । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

Last Updated : Jun 14, 2022, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.