ETV Bharat / city

কালিয়াচকে জঙ্গল থেকে উদ্ধার 2 বালতি বোমা - কালিয়াচকে উদ্ধার দুই বালতি বোমা

লিচু বাগানের পাশে জঙ্গলে বালতি ভরতি বোমা উদ্ধার ৷ মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাস চাঁদপুর গ্রাম থেকে বোমাগুলি উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ ৷

বোমা উদ্ধার
author img

By

Published : Oct 21, 2019, 3:24 PM IST

মালদা, 21 অক্টোবর : লিচু বাগানের পাশে থাকা জঙ্গল থেকে উদ্ধার দু'বালতি বোমা ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কালিয়াচক থানার খাস চাঁদপুর গ্রামের দামেশটোলায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ ৷

খাস চাঁদপুর গ্রামটি কালিয়াচক 1 নম্বর ব্লকের কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৷ গ্রামের পাশ দিয়ে গেছে পাগলা নদী ৷ আজ সেই নদীর ধারে থাকা একটি লিচু বাগান সংলগ্ন জঙ্গল থেকে বোমাসহ দুটি বালতি উদ্ধার হয় ৷ স্থানীয়রা জানায়, আজ এক গ্রামবাসীর গোরু হারিয়ে গেছিল ৷ সে গোরু খুঁজতে খুঁজতে ওই লিচু বাগানে পৌঁছায় ৷ তখনই বাগানের পাশে থাকা একটি জঙ্গলে বালতিতে রাখা বোমাগুলি দেখতে পায় ৷ সঙ্গে সঙ্গে সে গ্রামবাসীদের খবর দেয় ৷ গ্রামবাসীরা ঘটনাস্থান থেকে অদূরে একটি পুকুরপাড়ে বোমা ফাটানোর চিহ্নও দেখতে পায় ৷ খবর দেওয়া হয় কালিয়াচক থানায় ৷ বর্তমানে বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ৷

এক গ্রামবাসী মাধব চৌধুরি বলেন, গ্রামের এক বাসিন্দার গোরু খোঁজার সময় বালতিতে থাকা বোমাগুলি দেখতে পান ৷ দু'টি বালতিতে বোমাগুলি রাখা ছিল ৷

দেখুন ভিডিয়ো...

মাসখানেক আগে গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ৷ সে বার বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছিল 4 শিশু৷ মাধববাবু বলেন, "গ্রামে বার বার বোমা উদ্ধারের ঘটনায় আমরা আতঙ্কে রয়েছি ৷ গোরু-ছাগল চরাতে যেতে পারছি না ৷ আমরা পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দাবি করছি ৷"

এ বিষয়ে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, কালিয়াচকের খাস চাঁদপুর গ্রামে বালতিতে থাকা বোমার খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ ৷ বম স্কয়্যাডকেও এলাকায় পাঠানো হয়েছে ৷ তবে ঠিক কতগুলি বোমা রাখা হয়েছিল তা এখনও জানা যায়নি ৷ বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে ৷

মালদা, 21 অক্টোবর : লিচু বাগানের পাশে থাকা জঙ্গল থেকে উদ্ধার দু'বালতি বোমা ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কালিয়াচক থানার খাস চাঁদপুর গ্রামের দামেশটোলায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ ৷

খাস চাঁদপুর গ্রামটি কালিয়াচক 1 নম্বর ব্লকের কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৷ গ্রামের পাশ দিয়ে গেছে পাগলা নদী ৷ আজ সেই নদীর ধারে থাকা একটি লিচু বাগান সংলগ্ন জঙ্গল থেকে বোমাসহ দুটি বালতি উদ্ধার হয় ৷ স্থানীয়রা জানায়, আজ এক গ্রামবাসীর গোরু হারিয়ে গেছিল ৷ সে গোরু খুঁজতে খুঁজতে ওই লিচু বাগানে পৌঁছায় ৷ তখনই বাগানের পাশে থাকা একটি জঙ্গলে বালতিতে রাখা বোমাগুলি দেখতে পায় ৷ সঙ্গে সঙ্গে সে গ্রামবাসীদের খবর দেয় ৷ গ্রামবাসীরা ঘটনাস্থান থেকে অদূরে একটি পুকুরপাড়ে বোমা ফাটানোর চিহ্নও দেখতে পায় ৷ খবর দেওয়া হয় কালিয়াচক থানায় ৷ বর্তমানে বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ৷

এক গ্রামবাসী মাধব চৌধুরি বলেন, গ্রামের এক বাসিন্দার গোরু খোঁজার সময় বালতিতে থাকা বোমাগুলি দেখতে পান ৷ দু'টি বালতিতে বোমাগুলি রাখা ছিল ৷

দেখুন ভিডিয়ো...

মাসখানেক আগে গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ৷ সে বার বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছিল 4 শিশু৷ মাধববাবু বলেন, "গ্রামে বার বার বোমা উদ্ধারের ঘটনায় আমরা আতঙ্কে রয়েছি ৷ গোরু-ছাগল চরাতে যেতে পারছি না ৷ আমরা পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দাবি করছি ৷"

এ বিষয়ে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, কালিয়াচকের খাস চাঁদপুর গ্রামে বালতিতে থাকা বোমার খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ ৷ বম স্কয়্যাডকেও এলাকায় পাঠানো হয়েছে ৷ তবে ঠিক কতগুলি বোমা রাখা হয়েছিল তা এখনও জানা যায়নি ৷ বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে ৷

Intro:মালদা, ২১ অক্টোবর : লিচু বাগানের পাশে থাকা জঙ্গল থেকে দুই বালতি বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কালিয়াচক থানার খাস চাঁদপুর গ্রামের দামেশটোলায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে কালিয়াচক থানার পুলিশ৷ এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা এলাকায় পর্যপ্ত নিরাপত্তা দাবি করেছে৷Body:খাস চাঁদপুর গ্রামটি কালিয়াচক ১ ব্লকের কালিয়াচক ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত৷ গ্রামের পাশ দিয়ে গেছে পাগলা নদী৷ আজ সেই নদীর ধারে থাকা একটি লিচু বাগান সংলগ্ন জঙ্গল থেকে বোমা সহ দুটি বালতি উদ্ধার হয়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, আজ এক গ্রামবাসীর গোরু হারিয়ে গিয়েছিল৷ সে গোরু খুঁজতে খুঁজতে ওই লিচু বাগানে পৌঁছোয়৷ তখনই বাগানের পাশে থাকা একটি জঙ্গলে বালতিতে রাখা বোমাগুলি দেখতে পায় সে৷ সঙ্গে সঙ্গে সে গ্রামবাসীদের খবর দেয়৷ গ্রামবাসীরা ঘটনাস্থল থেকে সামান্য দূরে একটি পুকুরপাড়ে বোমা ফাটানোর চিহ্নও দেখতে পায়৷ খবর দেওয়া হয় কালিয়াচক থানায়৷ বর্তমানে বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ৷
মাধব চৌধুরি নামে এক গ্রামবাসী জানান, “আজ গ্রামের এক বাসিন্দা গোরু খোঁজার সময় বালতিতে থাকা বোমাগুলি দেখতে পান৷ দুটি বালতিতে ২০-২৫টি বোমা রয়েছে বলে মনে হচ্ছে৷ আমাদের সন্দেহ, কেউ বা কারা বোমাগুলি সেখানে রেখে গেছে৷ তবে এবারই প্রথম নয়, মাসখানেক আগেও গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল৷ সেবার বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছিল ৪টি শিশু৷ গ্রামে বারবার বোমা উদ্ধারের ঘটনায় আমরা আতঙ্কে রয়েছি৷ গোরু-ছাগল চড়াতে যেতে পারছি না৷ আমরা পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দাবি করছি৷”Conclusion:ঘটনাপ্রসঙ্গে পুলিশ সুপার অলোক রাজোরিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কালিয়াচকের খাস চাঁদপুর গ্রামে বালতিতে থাকা বোমার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গেছে৷ বোম্ব স্কোয়াডকেও এলাকায় পাঠানো হয়েছে৷ তবে ঠিক কতগুলি বোমা রাখা হয়েছিল তা এখনও জানা যায়নি৷ বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.