ETV Bharat / city

চাষের কুল রক্ষা করতে পাখি নিধন ! চিন্তিত পরিবেশবিদরা - মালদা,পাখি নিধন,চিন্তিত পরিবেশবিদরা

উত্তর মালদায় ফেঁসো জালে প্রতিদিন মৃত্যু হচ্ছে পাখির । বিকল্প চাষে ঝুঁকছে কৃষকরা । উত্তর মালদায় কৃষকরা কুল চাষ করতে গিয়ে ব্যবহার করছেন এক ধরনের সূক্ষ্ম জাল । ফল বাঁচাতে কৃষকদের ব্যবহৃত এই জালের ফাঁসে আটকে যাচ্ছে পাখি । আর তার ফলে প্রতিদিন মারা যাচ্ছে অসংখ্য পাখি । এই বিষয়ে চিন্তিত পরিবেশবিদরা ।

birds kill for alternative cultivation
উত্তর মালদায় ফেঁসো জালে প্রতিদিন মৃত্যু হচ্ছে পাখির
author img

By

Published : Feb 25, 2020, 10:24 AM IST

মালদা, ২৫ ফেব্রুয়ারি : বিকল্প চাষের দিকে ঝুঁকছে কৃষকরা ৷ মালদা জেলাজুড়ে বাড়ছে আপেল কুলের চাষ ৷ সেই চাষে কৃষকদের লাভও বাড়ছে৷ কিন্তু সংকটে পড়ছে পক্ষীরা ৷ কুল চাষে ফল বাঁচাতে ব্যবহৃত হয় একধরনের সরু জাল । আর সেই জালের ফাঁসে প্রতিদিন মৃত্যু হচ্ছে অসংখ্য পাখির৷ নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য৷ এনিয়ে চিন্তিত পরিবেশবিদরা৷ তাঁরা এনিয়ে কৃষকদের অন্য ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন৷ ঘটনাটি ঘটেছে উত্তর মালদা মহকুমার বিস্তীর্ণ এলাকায়৷

জেলার অন্যান্য জায়গার মতো গত কয়েক বছর ধরেই উত্তর মালদা মহকুমার বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে আপেল কুলের চাষ৷ মূলত চাঁচলের বিভিন্ন জায়গায় এই চাষ হয়ে থাকে৷ সাইজ ও স্বাদের জন্য এই কুলের চাহিদাও বাড়ছে৷ ফলে লাভ বেশ ভালোই হচ্ছে কৃষকদের৷ তবে কৃষকরা নিজেদের ফসল বাঁচাতে যে পদ্ধতি নিচ্ছেন তাতে আপত্তি তুলেছেন পরিবেশবিদরা । কুল বাঁচাতে এক ধরনের সরু জাল ব্যবহার করছেন কৃষকেরা । আর সেই জালের ফাঁসে আটকে প্রাণ হারাচ্ছে অসংখ্য পাখি । এর ফলে বেশ বড়সড় প্রভাব পড়তে পারে প্রাকৃতিক ভারসাম্যে৷ গাছের ফল বাঁচাতে কৃষকরা কুলচাষের জমির চারপাশ সহ উপরের অংশও ঢেকে দিচ্ছেন সরু নাইলন সুতোর জাল দিয়ে৷ এই জাল খালি চোখে প্রায় দেখাই যায় না৷ জালের ফুটোর আকারও খানিকটা বড়৷ ফল খেতে পাখির দল কুলগাছের দিকে এগোলেই বিপদে পড়ছে পাখি৷ জালে আটকে যাচ্ছে পাখির পা, ডানা৷ এভাবেই প্রতিদিন মৃত্যু হচ্ছে অসংখ্য পাখির৷

এই ঘটনায় চিন্তায় পড়েছেন পরিবেশবিদ্‌রা৷ তাঁরা দ্রুত এ ব্যাপারে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছেন৷ এ প্রসঙ্গে পরিবেশবিদ কমলকৃষ্ণ দাস বলেন, “গত কয়েক বছর ধরেই উত্তর মালদার বিভিন্ন জায়গায় চাষিরা কুল চাষ করছেন৷ এই কুল আপেল কুল নামে পরিচিত৷ এতে চাষিদের আর্থিক লাভও বেশ ভালো হচ্ছে৷ এটা খুব ভালো৷ কিন্তু পাখির হাত থেকে কুল রক্ষা করতে তাঁরা যে ফাঁস জাল ব্যবহার করছেন তাতে প্রচুর পাখির মৃত্যু হচ্ছে৷ গত কয়েক বছর ধরেই এভাবে প্রচুর পাখি মারা যাচ্ছে৷ এটা মোটেও ভালো হচ্ছে না৷ কুলের চাষ হোক৷ কিন্তু এভাবে পক্ষিনিধন বন্ধ হওয়া প্রয়োজন৷ কুলচাষিরা যদি লিচু চাষে ব্যবহৃত মশারি জাল ব্যবহার করেন, তবে এভাবে পাখিদের মৃত্যু হবে না৷ এখন সারা পৃথিবীজুড়ে সেভ ওয়াইল্ড লাইফ প্রজেক্ট চলছে৷ কিন্তু এভাবে পাখির মৃত্যু হলে বাস্তুতন্ত্রে তার নেতিবাচক প্রভাব পড়বে৷ এই নিধনযজ্ঞ বন্ধ করতে প্রশাসনকেই এগিয়ে আসতে হবে৷”

চাঁচল 1 পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ এটিএম রফিকুল হোসেন বলেন, “এটা সত্যিই বড় সমস্যা৷ রাজ্য সরকারের নির্দেশে উদ্যানপালন দপ্তর অ্যান্টি বার্ড নেট নামে নতুন এক ধরনের জাল ব্যবহার করার পরামর্শ দিচ্ছে৷ এই জাল হয়তো একটু দামি৷ কিন্তু এই জালের জন্য চাষিদের 50 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে৷ আমরা চাই, চাষিরা পাখির হাত থেকে নিজেদের জমিতে উৎপাদিত ফল রক্ষা করতে এই জাল ব্যবহার করুন৷ তাতে এভাবে পাখিদের মৃত্যু ঘটবে না৷ এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে৷”

উত্তর মালদায় ফেঁসো জালে প্রতিদিন মৃত্যু হচ্ছে পাখির

পাখিদের এই সমস্যার চাষিদের বোঝাতে এগিয়ে আসতে হবে প্রশাসন সহ বিদ্বজ্জনদেরও৷ তেমনটাই চাইছেন সবাই৷ কারণ, এভাবে পক্ষিনিধন চলতে থাকলে অচিরেই কিন্তু কৃষিজমিতে বেড়ে যাবে পোকামাকড়ের উপদ্রব৷

মালদা, ২৫ ফেব্রুয়ারি : বিকল্প চাষের দিকে ঝুঁকছে কৃষকরা ৷ মালদা জেলাজুড়ে বাড়ছে আপেল কুলের চাষ ৷ সেই চাষে কৃষকদের লাভও বাড়ছে৷ কিন্তু সংকটে পড়ছে পক্ষীরা ৷ কুল চাষে ফল বাঁচাতে ব্যবহৃত হয় একধরনের সরু জাল । আর সেই জালের ফাঁসে প্রতিদিন মৃত্যু হচ্ছে অসংখ্য পাখির৷ নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য৷ এনিয়ে চিন্তিত পরিবেশবিদরা৷ তাঁরা এনিয়ে কৃষকদের অন্য ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন৷ ঘটনাটি ঘটেছে উত্তর মালদা মহকুমার বিস্তীর্ণ এলাকায়৷

জেলার অন্যান্য জায়গার মতো গত কয়েক বছর ধরেই উত্তর মালদা মহকুমার বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে আপেল কুলের চাষ৷ মূলত চাঁচলের বিভিন্ন জায়গায় এই চাষ হয়ে থাকে৷ সাইজ ও স্বাদের জন্য এই কুলের চাহিদাও বাড়ছে৷ ফলে লাভ বেশ ভালোই হচ্ছে কৃষকদের৷ তবে কৃষকরা নিজেদের ফসল বাঁচাতে যে পদ্ধতি নিচ্ছেন তাতে আপত্তি তুলেছেন পরিবেশবিদরা । কুল বাঁচাতে এক ধরনের সরু জাল ব্যবহার করছেন কৃষকেরা । আর সেই জালের ফাঁসে আটকে প্রাণ হারাচ্ছে অসংখ্য পাখি । এর ফলে বেশ বড়সড় প্রভাব পড়তে পারে প্রাকৃতিক ভারসাম্যে৷ গাছের ফল বাঁচাতে কৃষকরা কুলচাষের জমির চারপাশ সহ উপরের অংশও ঢেকে দিচ্ছেন সরু নাইলন সুতোর জাল দিয়ে৷ এই জাল খালি চোখে প্রায় দেখাই যায় না৷ জালের ফুটোর আকারও খানিকটা বড়৷ ফল খেতে পাখির দল কুলগাছের দিকে এগোলেই বিপদে পড়ছে পাখি৷ জালে আটকে যাচ্ছে পাখির পা, ডানা৷ এভাবেই প্রতিদিন মৃত্যু হচ্ছে অসংখ্য পাখির৷

এই ঘটনায় চিন্তায় পড়েছেন পরিবেশবিদ্‌রা৷ তাঁরা দ্রুত এ ব্যাপারে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছেন৷ এ প্রসঙ্গে পরিবেশবিদ কমলকৃষ্ণ দাস বলেন, “গত কয়েক বছর ধরেই উত্তর মালদার বিভিন্ন জায়গায় চাষিরা কুল চাষ করছেন৷ এই কুল আপেল কুল নামে পরিচিত৷ এতে চাষিদের আর্থিক লাভও বেশ ভালো হচ্ছে৷ এটা খুব ভালো৷ কিন্তু পাখির হাত থেকে কুল রক্ষা করতে তাঁরা যে ফাঁস জাল ব্যবহার করছেন তাতে প্রচুর পাখির মৃত্যু হচ্ছে৷ গত কয়েক বছর ধরেই এভাবে প্রচুর পাখি মারা যাচ্ছে৷ এটা মোটেও ভালো হচ্ছে না৷ কুলের চাষ হোক৷ কিন্তু এভাবে পক্ষিনিধন বন্ধ হওয়া প্রয়োজন৷ কুলচাষিরা যদি লিচু চাষে ব্যবহৃত মশারি জাল ব্যবহার করেন, তবে এভাবে পাখিদের মৃত্যু হবে না৷ এখন সারা পৃথিবীজুড়ে সেভ ওয়াইল্ড লাইফ প্রজেক্ট চলছে৷ কিন্তু এভাবে পাখির মৃত্যু হলে বাস্তুতন্ত্রে তার নেতিবাচক প্রভাব পড়বে৷ এই নিধনযজ্ঞ বন্ধ করতে প্রশাসনকেই এগিয়ে আসতে হবে৷”

চাঁচল 1 পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ এটিএম রফিকুল হোসেন বলেন, “এটা সত্যিই বড় সমস্যা৷ রাজ্য সরকারের নির্দেশে উদ্যানপালন দপ্তর অ্যান্টি বার্ড নেট নামে নতুন এক ধরনের জাল ব্যবহার করার পরামর্শ দিচ্ছে৷ এই জাল হয়তো একটু দামি৷ কিন্তু এই জালের জন্য চাষিদের 50 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে৷ আমরা চাই, চাষিরা পাখির হাত থেকে নিজেদের জমিতে উৎপাদিত ফল রক্ষা করতে এই জাল ব্যবহার করুন৷ তাতে এভাবে পাখিদের মৃত্যু ঘটবে না৷ এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে৷”

উত্তর মালদায় ফেঁসো জালে প্রতিদিন মৃত্যু হচ্ছে পাখির

পাখিদের এই সমস্যার চাষিদের বোঝাতে এগিয়ে আসতে হবে প্রশাসন সহ বিদ্বজ্জনদেরও৷ তেমনটাই চাইছেন সবাই৷ কারণ, এভাবে পক্ষিনিধন চলতে থাকলে অচিরেই কিন্তু কৃষিজমিতে বেড়ে যাবে পোকামাকড়ের উপদ্রব৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.