ETV Bharat / city

এবার কোরোনায় আক্রান্ত পুরাতন মালদার BDO - কোরোনা সংক্রমণ পুরাতন মালদার প্রশাসনিক মহল

আগেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও একজন সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক কোরোনায় সংক্রমিত হয়েছিলেন ৷ এবার আক্রান্ত হলেন পুরাতন মালদার BDO ।

corona infected BDO of malda
কোরোনা সংক্রামিত হলেন পুরাতন মালদার BDO
author img

By

Published : Jun 25, 2020, 9:43 AM IST

মালদা, 25 জুন : এবার কোরোনায় আক্রান্ত হলেন পুরাতন মালদার BDO ৷ গতকাল তাঁর সোয়াবের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ উপসর্গ থাকায় তাঁকে কোরোনা হাসপাতালে ভরতি করা হবে বলে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে ৷ এনিয়ে জেলার তিন প্রশাসনিক কর্তা কোরোনায় সংক্রমিত হলেন ৷

এর আগে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও একজন সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক কোরোনায় সংক্রমিত হয়েছিলেন ৷ মুখ্য স্বাস্থ্য আধিকারিক বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন ৷ প্রথম কয়েকদিন বাড়িতে রেখে সহকারী মুখ্য আধিকারিকের চিকিৎসা চললেও পরে তাঁকে পুরাতন মালদার নারায়ণপুরের কোরোনা হাসপাতালে ভরতি করা হয় ৷

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল থেকে জ্বর ও গলা ব্যথা শুরু হয় পুরাতন মালদার BDO-র ৷ সঙ্গে সঙ্গে তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় মালদা মেডিকেলের ভাইরোলজি ল্যাবরেটরিতে ৷ রিপোর্ট পজ়িটিভ আসে ৷

BDO ছাড়াও গতকাল মালদা মেডিকেলে 23 জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তিনজন উত্তর দিনাজপুরের বাসিন্দা ৷ এই মুহূর্তে সংক্রমিতদের তালিকা তৈরি করছে স্বাস্থ্য বিভাগ ৷ এখনও পর্যন্ত জেলায় কোরোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 473 ৷ এদের মধ্যে 292 জন সুস্থ হয়ে উঠেছে ।

মালদা, 25 জুন : এবার কোরোনায় আক্রান্ত হলেন পুরাতন মালদার BDO ৷ গতকাল তাঁর সোয়াবের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ উপসর্গ থাকায় তাঁকে কোরোনা হাসপাতালে ভরতি করা হবে বলে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে ৷ এনিয়ে জেলার তিন প্রশাসনিক কর্তা কোরোনায় সংক্রমিত হলেন ৷

এর আগে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও একজন সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক কোরোনায় সংক্রমিত হয়েছিলেন ৷ মুখ্য স্বাস্থ্য আধিকারিক বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন ৷ প্রথম কয়েকদিন বাড়িতে রেখে সহকারী মুখ্য আধিকারিকের চিকিৎসা চললেও পরে তাঁকে পুরাতন মালদার নারায়ণপুরের কোরোনা হাসপাতালে ভরতি করা হয় ৷

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল থেকে জ্বর ও গলা ব্যথা শুরু হয় পুরাতন মালদার BDO-র ৷ সঙ্গে সঙ্গে তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় মালদা মেডিকেলের ভাইরোলজি ল্যাবরেটরিতে ৷ রিপোর্ট পজ়িটিভ আসে ৷

BDO ছাড়াও গতকাল মালদা মেডিকেলে 23 জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তিনজন উত্তর দিনাজপুরের বাসিন্দা ৷ এই মুহূর্তে সংক্রমিতদের তালিকা তৈরি করছে স্বাস্থ্য বিভাগ ৷ এখনও পর্যন্ত জেলায় কোরোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 473 ৷ এদের মধ্যে 292 জন সুস্থ হয়ে উঠেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.