মালদা, 18 জুন : রান্না পছন্দ নয় ৷ তাই প্রায়ই নাকি শ্বশুর, শাশুড়ি, ভাসুর অত্যাচার করত ৷ অভিযোগ, তার জেরে খুন হলেন যুবতি । আজ ওই যুবতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল চাঁচলের মহানন্দপুর এলাকায় ৷ যুবতির বাপের বাড়ির পক্ষ থেকে ভাসুর সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে ৷ মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ ৷ যুবতির বাপের বাড়ির অভিযোগ, রান্না পছন্দ না হওয়ায় প্রায়ই মেয়ের উপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা ৷
মৃতার নাম কলি সাহা (২৬) ৷ বাড়ি মোবারকপুর চকবাজার এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, দু'বছর আগে মহানন্দপুর এলাকার সবজি বিক্রেতা, রাকেশ সাহার সঙ্গে বিয়ে হয়েছিল কলিদেবীর ৷ তাঁদের একটি সন্তানও রয়েছে ৷ আজ দুপুরে কলিদেবীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ৷
কলিদেবীর বাবা উত্তম সাহা বলেন, “দুপুরে জামাই বাড়িতে ছিল না ৷ ঘটনার ঘণ্টা দুয়েক আগে মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল ৷ পরে মেয়ের শ্বশুরবাড়ির লোক ফোন করে জানায়, মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ৷ আমার মেয়ে আত্মহত্যা করেনি ৷ ওকে খুন করা হয়েছে ৷ মেয়ের সঙ্গে শ্বশুর, শাশুড়ি, ভাসুরের রান্না করা নিয়ে প্রায় ঝামেলা লেগে থাকত ৷ মেয়েকে এক বার বাড়ি থেকে বের করে দিয়েছিল ওরা ৷ সেই সময় মেয়ে আমাদের কাছেই ছিল ৷ আমাদের অনুমান, ভাসুর ও শ্বশুর-শাশুড়ি মেয়েকে খুন করেছে ৷ আমরা থানায় অভিযোগ দায়ের করব ৷” চাঁচল থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃ্ত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷