ETV Bharat / city

Agnipath Scheme Protest: অগ্নিপথ-বিক্ষোভ অব্যাহত, আজও মালদা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

অগ্নিপথ প্রকল্পের জেরে আজও রাজ্য তথা দেশজুড়ে প্রতিবাদে সামিল হয়েছেন, সেনার চাকরির প্রস্তুতি নেওয়া যুবকরা ৷ যার জেরে মালদা ডিভিশনে আজও একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল (Agnipath Scheme Protest Several Trains are Cancelled in Malda Division of Eastern Rail) ৷

Agnipath Scheme Protest Several Trains are Cancelled in Malda Division of Eastern Rail
Agnipath Scheme Protest Several Trains are Cancelled in Malda Division of Eastern Rail
author img

By

Published : Jun 18, 2022, 11:07 AM IST

মালদা, 18 জুন : ‘অগ্নিপথ’ বিতর্কে বিক্ষোভের জেরে আজও পূর্ব রেলের মালদা ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে (Agnipath Scheme Protest Several Trains are Cancelled in Malda Division of Eastern Rail) ৷ কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে ৷ রেলের তরফে আজ সকালে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন মালদা ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার ৷

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিক্ষোভের জেরে আজ 7টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে ৷ সেগুলি হল-

  • 13401 ভাগলপুর-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস
  • 15553 ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস
  • 12367 ভাগলপুর-আনন্দ বিহার এক্সপ্রেস
  • 13241 বাঁকা-রাজেন্দ্রনগর এক্সপ্রেস
  • 14003 মালদা-নয়াদিল্লি এক্সপ্রেস
  • 22405 ভাগলপুর-আনন্দ বিহার গরিব রথ
  • 13419 ভাগলপুর-মুজফ্‌ফরপুর এক্সপ্রেস

আরও পড়ুন : MHA on Agniveers : অগ্নিপথ বিক্ষোভের মাঝেই অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা কেন্দ্রের

এছাড়াও 13409 ও 13410 মালদা-কিউল-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস সাহেবগঞ্জ পর্যন্ত চালানো হবে ৷ 15658 কামাক্ষা-দিল্লি ব্রহ্মপুত্র মেল মালদা টাউন স্টেশন পর্যন্ত চলবে ৷ রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ছাত্র বিক্ষোভের জন্য মালদা ডিভিশনের 30টি প্যাসেঞ্জার ট্রেনও বাতিল করা হয়েছে ৷ ফলে গতকালের মতো আজও নাকাল হতে পারেন নিত্যযাত্রীরা ৷

মালদা, 18 জুন : ‘অগ্নিপথ’ বিতর্কে বিক্ষোভের জেরে আজও পূর্ব রেলের মালদা ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে (Agnipath Scheme Protest Several Trains are Cancelled in Malda Division of Eastern Rail) ৷ কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে ৷ রেলের তরফে আজ সকালে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন মালদা ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার ৷

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিক্ষোভের জেরে আজ 7টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে ৷ সেগুলি হল-

  • 13401 ভাগলপুর-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস
  • 15553 ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস
  • 12367 ভাগলপুর-আনন্দ বিহার এক্সপ্রেস
  • 13241 বাঁকা-রাজেন্দ্রনগর এক্সপ্রেস
  • 14003 মালদা-নয়াদিল্লি এক্সপ্রেস
  • 22405 ভাগলপুর-আনন্দ বিহার গরিব রথ
  • 13419 ভাগলপুর-মুজফ্‌ফরপুর এক্সপ্রেস

আরও পড়ুন : MHA on Agniveers : অগ্নিপথ বিক্ষোভের মাঝেই অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা কেন্দ্রের

এছাড়াও 13409 ও 13410 মালদা-কিউল-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস সাহেবগঞ্জ পর্যন্ত চালানো হবে ৷ 15658 কামাক্ষা-দিল্লি ব্রহ্মপুত্র মেল মালদা টাউন স্টেশন পর্যন্ত চলবে ৷ রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ছাত্র বিক্ষোভের জন্য মালদা ডিভিশনের 30টি প্যাসেঞ্জার ট্রেনও বাতিল করা হয়েছে ৷ ফলে গতকালের মতো আজও নাকাল হতে পারেন নিত্যযাত্রীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.