ETV Bharat / city

Chanchal Indoor Stadium : দু’বছর পর চাঁচলে ইনডোর স্টেডিয়াম থেকে সরল সবুজ সাথীর সাইকেল

author img

By

Published : Jan 4, 2022, 8:50 PM IST

Updated : Jan 4, 2022, 10:56 PM IST

চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটটিউশনের ইনডোর স্টেডিয়াম (Indoor Stadium of Chanchal Siddheswari Institution) থেকে সরানো হল সবুজ সাথীর সাইকেল ৷ ইটিভি ভারতে খবর প্রকাশের পরেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ মহকুমাশাসকের নির্দেশে স্টেডিয়ামের ভিতরে তৈরি গুদাম সরানোর ব্য়বস্থা করেন ব্লক আধিকারিক ৷ ফলে দু’বছর পর ফের খেলার জন্য ইন্ডোর স্টেডিয়াম হাতে পেল স্কুলের পড়ুয়ারা (Sobuj Sathi Cycle Remove from Chanchal Indoor Stadium) ৷

Chanchal Indoor Stadium
দু’বছর পর চাঁচলে ইনডোর স্টেডিয়াম থেকে সরল সবুজ সাথীর সাইকেল

মালদা, 4 জানুয়ারি : ইটিভি ভারতের খবর প্রকাশের পর অবশেষে ঘুম ভাঙল প্রশাসনের । চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটটিউশনের ইনডোর স্টেডিয়াম (Indoor Stadium of Chanchal Siddheswari Institution) থেকে সরিয়ে নেওয়া হল সবুজ সাথীর সাইকেল ৷ ফলে তৈরি হওয়ার দু’বছর পর খেলার জায়গা পেয়ে খুশি পড়ুয়ারা, খুশি শিক্ষকরাও ৷

বছর তিনেক আগে রাজ্য সরকারের যুবকল্যাণ দফতরের উদ্যোগে চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটটিউশনে ইনডোর স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই কাজের দায়িত্ব ছিল চাঁচল 1 নম্বর ব্লক প্রশাসনের ৷ দু’বছর প্রায় আগে 20 লাখ টাকায় সেই স্টেডিয়াম তৈরি হয়েছে (Chanchal Indoor Stadium) ৷ কিন্তু, খেলাধুলো আর চালু হয়নি ৷ সেই স্টেডিয়াম মূলত সবুজ সাথীর সাইকেলের গুদামঘর হয়ে গিয়েছিল ৷ ভোটের সময় সেটিকে অন্যান্য কাজেও ব্যবহার করা হয়েছিলে ৷ এ নিয়ে গত 29 ডিসেম্বর ইটিভি ভারতে খবর প্রকাশিত হয় ৷ তার পরেই নড়েচড়ে বসে চাঁচল 1নং ব্লক প্রশাসন ৷ মহকুমাশাসকের নির্দেশে তড়িঘড়ি খালি করে দেওয়া হয়েছে সেই স্টেডিয়াম ৷ সবুজ সাথীর সাইকেল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে (Sobuj Sathi Cycle Remove from Chanchal Indoor Stadium) ৷

29 ডিসেম্বরই চাঁচলের মহকুমাশাসক কল্লোল পাল জানিয়েছিলেন, স্কুলের স্টেডিয়ামে যাতে ছাত্রছাত্রীরা খেলাধুলো করতে পারে ৷ তার জন্য তিনি দ্রুত পদক্ষেপ নেবেন ৷ প্রশাসনিক সূত্রে খবর, সেদিনই মহকুমাশাসক এই স্টেডিয়াম খালি করার জন্য চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্যকে নির্দেশ দেন ৷ যদিও, এ নিয়ে ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি বিডিও ৷ ফলে যে কাজ মাত্র 4-5 দিনেই করা গেল, তা এতদিন করা যাচ্ছিল না কেন ? তার জবাব পাওয়া যায়নি ৷

দু’বছর পর চাঁচলে ইনডোর স্টেডিয়াম থেকে সরল সবুজ সাথীর সাইকেল

আরও পড়ুন : Malda Library : ডিজিটালের যুগে কমছে বই পড়ার অভ্যেস, ফাঁকা মালদা জেলার অধিকাংশ লাইব্রেরি

স্টেডিয়াম খালি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সবাই ৷ স্কুলের প্রাক্তন ছাত্র অঙ্কুর দাস জানাচ্ছেন, “অবশেষে প্রশাসন স্কুলের ইনডোর স্টেডিয়াম থেকে সবুজ সাথীর সাইকেল সরিয়ে নিয়েছে ৷ এতে চাঁচল ও সংলগ্ন এলাকার খেলোয়াড়রা ওই স্টেডিয়ামে টেবিল টেনিস, ব্যাডমিন্টন সহ অন্যান্য ইনডোর গেমস খেলতে পারবেন । আশা করব, এই স্টেডিয়ামে অনুশীলন করে এলাকার অনেক খেলোয়াড় রাজ্য ও জাতীয় স্তরে অংশগ্রহণ করবেন ।’’

আরও পড়ুন : Malda Business Summit 2022 : ফেব্রুয়ারিতে মালদা শিল্প সম্মলেন, ভারী শিল্পে লগ্নি নিয়ে আশাবাদী জেলার শিল্প

এলাকার অন্যতম ক্রীড়াপ্রেমী সুরজিৎ চট্টোপাধ্যায় বলছেন, “সবুজ সাথীর সাইকেলে ইনডোর স্টেডিয়াম দখল করা সত্যিই একটি দুঃখজনক ঘটনা ছিল। এতে ছেলেমেয়েরা খেলাধুলো করতে পারছিল না। এ নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর প্রশাসন যে তৎপরতার সঙ্গে স্টেডিয়াম খালি করে দিয়েছে ৷ তার জন্য প্রশাসনিক কর্তাদের ধন্যবাদ জানাই ৷ প্রশাসনও শেষ পর্যন্ত বুঝতে পেরেছে, ওই স্টেডিয়ামে খেলাধুলোর পরিবেশ ফিরিয়ে দেওয়া উচিত ৷ এই ইনডোর স্টেডিয়াম থেকে নিশ্চিতভাবেই অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে ৷’’

চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক আসরারুল হক জানাচ্ছেন, “সংবাদমাধ্যমের খবরের জেরেই বিডিও এবং প্রশাসনিক কর্তারা আমাদের ইনডোর স্টেডিয়ামটি খালি করে দিয়েছেন ৷ আশা করি, ছেলেমেয়েরা এবার সেখানে খেলাধুলো করতে পারবে। ছেলেমেয়েদের দিকে তাকিয়ে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই।’’

মালদা, 4 জানুয়ারি : ইটিভি ভারতের খবর প্রকাশের পর অবশেষে ঘুম ভাঙল প্রশাসনের । চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটটিউশনের ইনডোর স্টেডিয়াম (Indoor Stadium of Chanchal Siddheswari Institution) থেকে সরিয়ে নেওয়া হল সবুজ সাথীর সাইকেল ৷ ফলে তৈরি হওয়ার দু’বছর পর খেলার জায়গা পেয়ে খুশি পড়ুয়ারা, খুশি শিক্ষকরাও ৷

বছর তিনেক আগে রাজ্য সরকারের যুবকল্যাণ দফতরের উদ্যোগে চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটটিউশনে ইনডোর স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই কাজের দায়িত্ব ছিল চাঁচল 1 নম্বর ব্লক প্রশাসনের ৷ দু’বছর প্রায় আগে 20 লাখ টাকায় সেই স্টেডিয়াম তৈরি হয়েছে (Chanchal Indoor Stadium) ৷ কিন্তু, খেলাধুলো আর চালু হয়নি ৷ সেই স্টেডিয়াম মূলত সবুজ সাথীর সাইকেলের গুদামঘর হয়ে গিয়েছিল ৷ ভোটের সময় সেটিকে অন্যান্য কাজেও ব্যবহার করা হয়েছিলে ৷ এ নিয়ে গত 29 ডিসেম্বর ইটিভি ভারতে খবর প্রকাশিত হয় ৷ তার পরেই নড়েচড়ে বসে চাঁচল 1নং ব্লক প্রশাসন ৷ মহকুমাশাসকের নির্দেশে তড়িঘড়ি খালি করে দেওয়া হয়েছে সেই স্টেডিয়াম ৷ সবুজ সাথীর সাইকেল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে (Sobuj Sathi Cycle Remove from Chanchal Indoor Stadium) ৷

29 ডিসেম্বরই চাঁচলের মহকুমাশাসক কল্লোল পাল জানিয়েছিলেন, স্কুলের স্টেডিয়ামে যাতে ছাত্রছাত্রীরা খেলাধুলো করতে পারে ৷ তার জন্য তিনি দ্রুত পদক্ষেপ নেবেন ৷ প্রশাসনিক সূত্রে খবর, সেদিনই মহকুমাশাসক এই স্টেডিয়াম খালি করার জন্য চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্যকে নির্দেশ দেন ৷ যদিও, এ নিয়ে ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি বিডিও ৷ ফলে যে কাজ মাত্র 4-5 দিনেই করা গেল, তা এতদিন করা যাচ্ছিল না কেন ? তার জবাব পাওয়া যায়নি ৷

দু’বছর পর চাঁচলে ইনডোর স্টেডিয়াম থেকে সরল সবুজ সাথীর সাইকেল

আরও পড়ুন : Malda Library : ডিজিটালের যুগে কমছে বই পড়ার অভ্যেস, ফাঁকা মালদা জেলার অধিকাংশ লাইব্রেরি

স্টেডিয়াম খালি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সবাই ৷ স্কুলের প্রাক্তন ছাত্র অঙ্কুর দাস জানাচ্ছেন, “অবশেষে প্রশাসন স্কুলের ইনডোর স্টেডিয়াম থেকে সবুজ সাথীর সাইকেল সরিয়ে নিয়েছে ৷ এতে চাঁচল ও সংলগ্ন এলাকার খেলোয়াড়রা ওই স্টেডিয়ামে টেবিল টেনিস, ব্যাডমিন্টন সহ অন্যান্য ইনডোর গেমস খেলতে পারবেন । আশা করব, এই স্টেডিয়ামে অনুশীলন করে এলাকার অনেক খেলোয়াড় রাজ্য ও জাতীয় স্তরে অংশগ্রহণ করবেন ।’’

আরও পড়ুন : Malda Business Summit 2022 : ফেব্রুয়ারিতে মালদা শিল্প সম্মলেন, ভারী শিল্পে লগ্নি নিয়ে আশাবাদী জেলার শিল্প

এলাকার অন্যতম ক্রীড়াপ্রেমী সুরজিৎ চট্টোপাধ্যায় বলছেন, “সবুজ সাথীর সাইকেলে ইনডোর স্টেডিয়াম দখল করা সত্যিই একটি দুঃখজনক ঘটনা ছিল। এতে ছেলেমেয়েরা খেলাধুলো করতে পারছিল না। এ নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর প্রশাসন যে তৎপরতার সঙ্গে স্টেডিয়াম খালি করে দিয়েছে ৷ তার জন্য প্রশাসনিক কর্তাদের ধন্যবাদ জানাই ৷ প্রশাসনও শেষ পর্যন্ত বুঝতে পেরেছে, ওই স্টেডিয়ামে খেলাধুলোর পরিবেশ ফিরিয়ে দেওয়া উচিত ৷ এই ইনডোর স্টেডিয়াম থেকে নিশ্চিতভাবেই অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে ৷’’

চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক আসরারুল হক জানাচ্ছেন, “সংবাদমাধ্যমের খবরের জেরেই বিডিও এবং প্রশাসনিক কর্তারা আমাদের ইনডোর স্টেডিয়ামটি খালি করে দিয়েছেন ৷ আশা করি, ছেলেমেয়েরা এবার সেখানে খেলাধুলো করতে পারবে। ছেলেমেয়েদের দিকে তাকিয়ে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই।’’

Last Updated : Jan 4, 2022, 10:56 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.