ETV Bharat / city

মালদাকে অবর্জনামুক্ত করতে মাঠে নামল প্রশাসন - মালদায় উদ্য়োগী প্রশাসন

গোটা দেশের মতোই কোরোনা আতঙ্কে কাঁপছে মালদা শহর ৷ সেই আতঙ্ক আরও বাড়িয়েছে শহরের আবর্জনা ৷ গতকাল যে বিষয়ে সংবাদ প্রকাশিত হয় ETV ভারতে ৷ এরপরই দ্রুত শহর পরিষ্কারের উদ্যোগ নিল প্রশাসন ৷

malda pocket dumping ground
মালদা
author img

By

Published : Mar 25, 2020, 5:27 PM IST

মালদা, 25 মার্চ: বিশ্বজুড়ে যখন কোরোনা সংক্রমণ, তখন মালদা শহরের যত্রতত্র পড়ে আছে আবর্জনা ৷ গতকাল একমাত্র ইটিভি ভারতে প্রকাশিত হয় এই সংবাদ ৷ তার জেরে নড়েচড়ে বসল মালদা জেলা প্রশাসন ৷ শহরকে দ্রুত আবর্জনামুক্ত করতে ইংরেজবাজার পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন জেলাশাসক ৷ এমনকী অতি দ্রুত মালদা শহরের পাঁচটি জায়গাকে পকেট ডাম্পিং গ্রাউন্ডের জন্য শনাক্ত করা হল ৷ আজ পৌরসভার চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ওই পাঁচটি জায়গা পরিদর্শন করলেন স্বয়ং জেলাশাসক ৷ অন্যদিকে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান জানালেন, গতকাল থেকেই তাঁরা শহরকে আবর্জনামুক্ত করার কাজ শুরু করে দিয়েছেন ৷ পকেট ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা হওয়ায় সেই কাজ দ্রুত করা যাবে ৷

গোটা দেশের মতোই এই মুহূর্তে কোরোনা আতঙ্কে কাঁপছে মালদা শহর ৷ সেই আতঙ্ক আরও বাড়িয়েছে শহরের আবর্জনা ৷ গতকাল যে বিষয়ে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয় ইটিভি ভারতে ৷ এরপর গতকাল রাতেই জেলাশাসক দ্রুত শহর পরিষ্কার করার নির্দেশ দেন পৌর কর্তৃপক্ষকে ৷ এরপর পৌর কর্তৃপক্ষ জানায়, লকডাউনের জন্য পৌরসভার আবর্জনার গাড়ি ডাম্পিং গ্রাউন্ডে যেতে সমস্যায় পড়ছে ৷ তাই সময়মতো শহরের জঞ্জাল সাফাই হচ্ছে না৷ পৌর কর্তৃপক্ষের কাছ থেকে একথা জেনে দ্রুত পকেট ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা করলেন জেলাশাসক ৷ বুধবার পৌরসভার চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে তিনি ডাম্পিঙের জন্য নির্দিষ্ট জায়গাগুলি পরিদর্শন করেন ৷

ETV ভারতের খবরের জের, মালদাকে অবর্জনামুক্ত করতে উদ্যোগী প্রশাসন ৷

এই বিষয়ে মালদার জেলাশাসক সংবাদমাধ্যমকে কিছু বলতে না চাইলেও ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ বলেন, “অনেক চেষ্টা করেও আমরা মালদা শহরকে পুরোপুরি জঞ্জালমুক্ত করতে পারিনি ৷ কারণ, আমাদের ডাম্পিং গ্রাউন্ড শহর থেকে বেশ খানিকটা দূরে ৷ তার উপর লকডাউন চলায় সেখানে আবর্জনা নিয়ে যেতে গিয়ে পৌরসভার গাড়িগুলিকে বেশ কিছু বাধার মুখোমুখি হতে হচ্ছে ৷" নীহারবাবুরও মত, "সরকারি আইন মেনে শহরের বুকেই কয়েকটি পকেট ডাম্পিং গ্রাউন্ড তৈরির প্রয়োজন ছিল ৷ আবর্জনা প্রথমে এই পকেট ডাম্পিং গ্রাউন্ডগুলিতে ফেলা হবে ৷ সেখান থেকে শহরের বাইরের নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে ৷" ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান আরও বলেন, "এই বিষয়ে আমরা এর আগে জেলাশাসককে বেশ কয়েকটি চিঠিও দিয়েছিলাম ৷ এবার ন্যূনতম পরিকাঠামো তৈরি করে শহরকে আরও পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব ৷"

যদিও পৌরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে পরিকাঠামো তৈরির জন্য অপেক্ষা না করে আগামীকাল থেকেই পকেট ডাম্পিং গ্রাউন্ডগুলিতে আবর্জনা ফেলার কাজ শুরু করা হবে ৷ কারণ, এই মুহূর্তে শহরবাসীর মন থেকে কোরোনা আতঙ্ক দূর করাই প্রথম কাজ বলে মনে করছে পৌর কর্তৃপক্ষ ৷

মালদা, 25 মার্চ: বিশ্বজুড়ে যখন কোরোনা সংক্রমণ, তখন মালদা শহরের যত্রতত্র পড়ে আছে আবর্জনা ৷ গতকাল একমাত্র ইটিভি ভারতে প্রকাশিত হয় এই সংবাদ ৷ তার জেরে নড়েচড়ে বসল মালদা জেলা প্রশাসন ৷ শহরকে দ্রুত আবর্জনামুক্ত করতে ইংরেজবাজার পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন জেলাশাসক ৷ এমনকী অতি দ্রুত মালদা শহরের পাঁচটি জায়গাকে পকেট ডাম্পিং গ্রাউন্ডের জন্য শনাক্ত করা হল ৷ আজ পৌরসভার চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ওই পাঁচটি জায়গা পরিদর্শন করলেন স্বয়ং জেলাশাসক ৷ অন্যদিকে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান জানালেন, গতকাল থেকেই তাঁরা শহরকে আবর্জনামুক্ত করার কাজ শুরু করে দিয়েছেন ৷ পকেট ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা হওয়ায় সেই কাজ দ্রুত করা যাবে ৷

গোটা দেশের মতোই এই মুহূর্তে কোরোনা আতঙ্কে কাঁপছে মালদা শহর ৷ সেই আতঙ্ক আরও বাড়িয়েছে শহরের আবর্জনা ৷ গতকাল যে বিষয়ে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয় ইটিভি ভারতে ৷ এরপর গতকাল রাতেই জেলাশাসক দ্রুত শহর পরিষ্কার করার নির্দেশ দেন পৌর কর্তৃপক্ষকে ৷ এরপর পৌর কর্তৃপক্ষ জানায়, লকডাউনের জন্য পৌরসভার আবর্জনার গাড়ি ডাম্পিং গ্রাউন্ডে যেতে সমস্যায় পড়ছে ৷ তাই সময়মতো শহরের জঞ্জাল সাফাই হচ্ছে না৷ পৌর কর্তৃপক্ষের কাছ থেকে একথা জেনে দ্রুত পকেট ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা করলেন জেলাশাসক ৷ বুধবার পৌরসভার চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে তিনি ডাম্পিঙের জন্য নির্দিষ্ট জায়গাগুলি পরিদর্শন করেন ৷

ETV ভারতের খবরের জের, মালদাকে অবর্জনামুক্ত করতে উদ্যোগী প্রশাসন ৷

এই বিষয়ে মালদার জেলাশাসক সংবাদমাধ্যমকে কিছু বলতে না চাইলেও ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ বলেন, “অনেক চেষ্টা করেও আমরা মালদা শহরকে পুরোপুরি জঞ্জালমুক্ত করতে পারিনি ৷ কারণ, আমাদের ডাম্পিং গ্রাউন্ড শহর থেকে বেশ খানিকটা দূরে ৷ তার উপর লকডাউন চলায় সেখানে আবর্জনা নিয়ে যেতে গিয়ে পৌরসভার গাড়িগুলিকে বেশ কিছু বাধার মুখোমুখি হতে হচ্ছে ৷" নীহারবাবুরও মত, "সরকারি আইন মেনে শহরের বুকেই কয়েকটি পকেট ডাম্পিং গ্রাউন্ড তৈরির প্রয়োজন ছিল ৷ আবর্জনা প্রথমে এই পকেট ডাম্পিং গ্রাউন্ডগুলিতে ফেলা হবে ৷ সেখান থেকে শহরের বাইরের নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে ৷" ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান আরও বলেন, "এই বিষয়ে আমরা এর আগে জেলাশাসককে বেশ কয়েকটি চিঠিও দিয়েছিলাম ৷ এবার ন্যূনতম পরিকাঠামো তৈরি করে শহরকে আরও পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব ৷"

যদিও পৌরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে পরিকাঠামো তৈরির জন্য অপেক্ষা না করে আগামীকাল থেকেই পকেট ডাম্পিং গ্রাউন্ডগুলিতে আবর্জনা ফেলার কাজ শুরু করা হবে ৷ কারণ, এই মুহূর্তে শহরবাসীর মন থেকে কোরোনা আতঙ্ক দূর করাই প্রথম কাজ বলে মনে করছে পৌর কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.