ETV Bharat / city

পুরাতন মালদায় আটকে থাকা ভিন জেলার শ্রমিকদের বাড়ি ফেরাচ্ছে প্রশাসন - old malda

লকডাউনের মাঝে পুরাতন মালদা পৌর এলাকায় আটকে থাকা দক্ষিণবঙ্গের 416 জনকে আজই সাতটি বাসে নিজেদের এলাকায় পাঠানো হয়েছে ৷ আগামীকাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দাদের একই পদ্ধতিতে ফেরত পাঠানো হবে ৷

migrants
পরিযায়ী
author img

By

Published : May 7, 2020, 6:52 PM IST

মালদা, 7 মে : ভিন জেলার প্রায় 550 জন শ্রমিককে ঘরে ফেরোনার ব্যবস্থা করল পুরাতন মালদা পৌর কর্তৃপক্ষ ৷ লকডাউনের মাঝে পৌর এলাকায় আটকে থাকা দক্ষিণবঙ্গের 416 জনকে আজই সাতটি বাসে নিজেদের এলাকায় পাঠানো হয়েছে ৷ আগামীকাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দাদের একই পদ্ধতিতে ফেরত পাঠানো হবে ৷

চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, “এখানে আটকে পড়েছেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাজে আসা প্রায় 550 জন ৷ লকডাউনে তাঁদের কাজ বন্ধ হয়ে গিয়েছে ৷ অনেকের খাদ্যের সংকট দেখা দিয়েছে ৷ তাঁরা পৌরসভা ও মালদা থানায় সাহায্যের জন্য লিখিত আবেদন জানিয়েছিলেন ৷ তাঁরা সবাই এই পরিস্থিতিতে বাড়ি ফিরতে চান ৷ এই সব পরিযায়ীদের তালিকা তৈরি করে আমরা জেলাশাসককে দিয়েছিলাম ৷ সেই তালিকায় প্রায় 550 জনের নাম ও পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে ৷ শেষ পর্যন্ত জেলাশাসক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আজ সাতটি বাসে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পরিযায়ীদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে ৷ আজ 416 জনকে ঘরে ফেরানো হচ্ছে ৷ আমরা এই মানুষদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছি ৷ প্রত্যেককে সেই পরীক্ষার শংসাপত্র দেওয়া হয়েছে ৷ প্রত্যেকের জন্য খাবারের প্যাকেটের ব্যবস্থা করেছি ৷”

বোলপুরের বাসিন্সদা সমীর দাস বলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ও মালদা থানার পুলিশকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি ৷ আমরা এখানে অনেকজন সেলসের ট্রেনিং নিতে এসেছিলাম ৷ লকডাউনে সবাই আটকে পড়ি ৷ এতদিন আমাদের বিনা ভাড়ায় থাকতে দেওয়ার জন্য আমরা বাড়ির মালিকদেরও ধন্যবাদ জানাচ্ছি৷”

মালদা, 7 মে : ভিন জেলার প্রায় 550 জন শ্রমিককে ঘরে ফেরোনার ব্যবস্থা করল পুরাতন মালদা পৌর কর্তৃপক্ষ ৷ লকডাউনের মাঝে পৌর এলাকায় আটকে থাকা দক্ষিণবঙ্গের 416 জনকে আজই সাতটি বাসে নিজেদের এলাকায় পাঠানো হয়েছে ৷ আগামীকাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দাদের একই পদ্ধতিতে ফেরত পাঠানো হবে ৷

চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, “এখানে আটকে পড়েছেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাজে আসা প্রায় 550 জন ৷ লকডাউনে তাঁদের কাজ বন্ধ হয়ে গিয়েছে ৷ অনেকের খাদ্যের সংকট দেখা দিয়েছে ৷ তাঁরা পৌরসভা ও মালদা থানায় সাহায্যের জন্য লিখিত আবেদন জানিয়েছিলেন ৷ তাঁরা সবাই এই পরিস্থিতিতে বাড়ি ফিরতে চান ৷ এই সব পরিযায়ীদের তালিকা তৈরি করে আমরা জেলাশাসককে দিয়েছিলাম ৷ সেই তালিকায় প্রায় 550 জনের নাম ও পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে ৷ শেষ পর্যন্ত জেলাশাসক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আজ সাতটি বাসে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পরিযায়ীদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে ৷ আজ 416 জনকে ঘরে ফেরানো হচ্ছে ৷ আমরা এই মানুষদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছি ৷ প্রত্যেককে সেই পরীক্ষার শংসাপত্র দেওয়া হয়েছে ৷ প্রত্যেকের জন্য খাবারের প্যাকেটের ব্যবস্থা করেছি ৷”

বোলপুরের বাসিন্সদা সমীর দাস বলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ও মালদা থানার পুলিশকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি ৷ আমরা এখানে অনেকজন সেলসের ট্রেনিং নিতে এসেছিলাম ৷ লকডাউনে সবাই আটকে পড়ি ৷ এতদিন আমাদের বিনা ভাড়ায় থাকতে দেওয়ার জন্য আমরা বাড়ির মালিকদেরও ধন্যবাদ জানাচ্ছি৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.