কলকাতা, 8 ফেব্রুয়ারি : সোশাল মিডিয়ায় জনপ্রিয় হওয়া ৷ সেই উদ্দেশ্য নিয়েই দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দেওয়ার ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করার পরিকল্পনা করেছিল তিলজলার 8 যুবক ৷ সেইমতো স্টান্ট করতে পুলিশের নজর এড়িয়ে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দিল 2 যুবক ৷ আর সেখানেই বাধে বিপত্তি ৷ ওই দুই যুবকের মধ্যে একজন এখনও নিখোঁজ। ঘটনাটি ঘটেছে গতকাল ৷ আরেকজনকে মাঝ নদী থেকে রিভার ট্র্যাফিক পুলিশ উদ্ধার করেছে ৷
পুলিশ সূত্রে খবর, তিলজলার 8 যুবক সোশাল মিডিয়ায় জনপ্রিয় হতে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দেওয়ার ভিডিয়ো তোলার পরিকল্পনা করে ৷ সেইমতো পুলিশের নজর এড়িয়ে দ্বিতীয় হুগলি সেতুর রেলিং পেরিয়ে পরপর লাইন দিয়ে দাঁড়ায় তারা ৷ এরপর এক এক করে হুগলি নদীতে ঝাঁপ দিতে থাকে ৷ প্রথমজন ঠিকঠাক ঝাঁপ দিতে পারলেও, দ্বিতীয় জন বেসামাল হয়ে নদীতে পড়ে যায় ৷ জলে পড়ার পর আর তাকে দেখা যায়নি ৷ এরপরেই বাকিরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় ৷
আরও পড়ুন : বালির গাড়ি বিকল বিদ্যাসাগর সেতুতে, তীব্র যানজট
পুলিশ জানিয়েছে, পরবর্তী সময়ে বাড়ির লোকের কাছ থেকে বিষয়টি জানতে পারে তারা ৷ খবর পেয়ে পরে রিভার ট্র্যাফিক পুলিশের স্পিড বোট নদী থেকে প্রথমজনকে উদ্ধার করে ৷ কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দপ্তর ও রিভার ট্র্যাফিক পুলিশ নিখোঁজ যুবকের তল্লাশি শুরু করেছে ৷