ETV Bharat / city

ভাড়া বৃদ্ধির দাবিতে 21 সেপ্টেম্বর রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক হলুদ ট্যাক্সির

ওই দিন কম পক্ষে 20 থেকে 21 হাজার ট্যাক্সি পথে নামবে না বলে জানিয়ে দিয়েছে AITUC।

Yellow taxis strike
হলুদ ট্যাক্সির
author img

By

Published : Sep 3, 2020, 4:57 AM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: রয়েছে ভাড়া বৃদ্ধি, চালকদের স্বাস্থ্য বিমা ও কোরোনা সুরক্ষা কিটের দাবি৷ যাবতীয় দিবতে আগামী 21 সেপ্টেম্বর রাজ্যজুড়ে 24 ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি।

অভিযোগ, বারবার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে চিঠি দেওয়া সত্ত্বেও মেলেনি সদুত্তর। তাই এবার ধর্মঘটের পথে হাঁটার সিদ্ধান্ত নিল AITUC অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি। আগামী 21 সেপ্টেম্বর রাজ্যজুড়ে 24 ঘণ্টার ধর্মঘটের ডাক দিল তারা। সেদিন অন্তত 20 থেকে 21 হাজার ট্যাক্সি পথে নামবে না বলে জানিয়ে দিয়েছে সংগঠন।

সংগঠনের সাধারণ সম্পাদক ও কোনভেইনার নাবাল কিশর শ্রীবাস্তব বলেন, "আমরা বহুবার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে ভাড়া বাড়াবার আবেদন জানিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। গত 7 জুন থেকে উর্ধমুখী জ্বালানির দাম। রেকর্ড মাত্রায় বেড়েছে ডিজ়েলের দাম। একে তেলের আকাশছোঁয়া দাম, অন্যদিকে সংক্রমণের কারণে যাত্রী হচ্ছে না বললেই চলে৷ এভাবে আমাদের পক্ষে আর গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। তাই আমরা আগামী 21 সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছি৷ ওইদিন বেলা 12 থেকে 3 টে পর্যন্ত পরিবহন দপ্তরের সামনে ধর্ণা কর্মসূচি নিয়েছি। সেদিনই পরিবহন সচিবের কাছে আমাদের দাবি-দাওয়াগুলি নিয়ে একটি স্মারকলিপি জমা দেব।"

নাবাল কিশর শ্রীবাস্তব আরও বলেন, "কেন্দ্রে BJP সরকার আসার পর থেকেই পরিবহন শিল্প ধীরে ধীরে শেষ হতে বসেছে। লাগাম ছাড়া তেলের দামের বৃদ্ধির কারণে মালিক ও চালকরা আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। শুধু তেলের দামই নয় বেড়েছে যন্ত্রাংশের দামও। তেল খরচ ও গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য যে টাকা খরচ হচ্ছে তা বর্তমান পরিস্থিতিতে মালিকদের শ্বাসরুদ্ধ করার মতো।"

কলকাতা, 3 সেপ্টেম্বর: রয়েছে ভাড়া বৃদ্ধি, চালকদের স্বাস্থ্য বিমা ও কোরোনা সুরক্ষা কিটের দাবি৷ যাবতীয় দিবতে আগামী 21 সেপ্টেম্বর রাজ্যজুড়ে 24 ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি।

অভিযোগ, বারবার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে চিঠি দেওয়া সত্ত্বেও মেলেনি সদুত্তর। তাই এবার ধর্মঘটের পথে হাঁটার সিদ্ধান্ত নিল AITUC অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি। আগামী 21 সেপ্টেম্বর রাজ্যজুড়ে 24 ঘণ্টার ধর্মঘটের ডাক দিল তারা। সেদিন অন্তত 20 থেকে 21 হাজার ট্যাক্সি পথে নামবে না বলে জানিয়ে দিয়েছে সংগঠন।

সংগঠনের সাধারণ সম্পাদক ও কোনভেইনার নাবাল কিশর শ্রীবাস্তব বলেন, "আমরা বহুবার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে ভাড়া বাড়াবার আবেদন জানিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। গত 7 জুন থেকে উর্ধমুখী জ্বালানির দাম। রেকর্ড মাত্রায় বেড়েছে ডিজ়েলের দাম। একে তেলের আকাশছোঁয়া দাম, অন্যদিকে সংক্রমণের কারণে যাত্রী হচ্ছে না বললেই চলে৷ এভাবে আমাদের পক্ষে আর গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। তাই আমরা আগামী 21 সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছি৷ ওইদিন বেলা 12 থেকে 3 টে পর্যন্ত পরিবহন দপ্তরের সামনে ধর্ণা কর্মসূচি নিয়েছি। সেদিনই পরিবহন সচিবের কাছে আমাদের দাবি-দাওয়াগুলি নিয়ে একটি স্মারকলিপি জমা দেব।"

নাবাল কিশর শ্রীবাস্তব আরও বলেন, "কেন্দ্রে BJP সরকার আসার পর থেকেই পরিবহন শিল্প ধীরে ধীরে শেষ হতে বসেছে। লাগাম ছাড়া তেলের দামের বৃদ্ধির কারণে মালিক ও চালকরা আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। শুধু তেলের দামই নয় বেড়েছে যন্ত্রাংশের দামও। তেল খরচ ও গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য যে টাকা খরচ হচ্ছে তা বর্তমান পরিস্থিতিতে মালিকদের শ্বাসরুদ্ধ করার মতো।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.