ETV Bharat / city

BJP Factionalism আইসিসিআরের ভিতরে প্রকাশ জাভড়েকর, বাইরে মারামারিতে ব্যস্ত বিজেপির যুবনেতা - বাইরে মারামারিতে ব্যস্ত বিজেপির যুবনেতা

বিজেপির (BJP) বৈঠকস্থলের বাইরে দু’জনের হাতাহাতিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ অভিযোগ, গোলমাল হয় বিজেপির এক যুব নেতা ও এক আইনজীবীর মধ্যে ৷

with-prakash-javadekar-in-meeting-bjp-activists-clash-among-themselves-outside
BJP Factionalism আইসিসিআর-এর ভিতরে প্রকাশ জাভড়েকর, বাইরে মারামারিতে ব্যস্ত বিজেপির যুবনেতা
author img

By

Published : Aug 27, 2022, 9:11 PM IST

Updated : Aug 27, 2022, 10:04 PM IST

কলকাতা, 27 অগস্ট : বিজেপির (BJP) বৈঠক চলাকালীন এক যুব নেতার সঙ্গে এক আইনজীবীর হাতাহাতির অভিযোগ উঠল ৷ যদিও ঘটনাটি বৈঠকস্থলের মধ্যে হয়নি ৷ হয়েছে বাইরে ৷ শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে আইসিসিআর-এর সামনে ৷ দু’জনের মধ্যে একজন আইনজীবী ৷ তাঁর নাম সব্যসাচী রায়চৌধুরী ৷ আর দ্বিতীয়জন যুব মোর্চার সদস্য অভিজিৎ নাহা ৷

তাৎপর্যপূর্ণভাবে ঘটনাটি যখন ঘটছে, তখন আইসিসিআর-এর ভিতরে বিজেপির বৈঠক চলছিল ৷ সেই বৈঠকে আবার উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar) ৷

কিন্তু কী নিয়ে গোলমাল ? অভিজিৎ নাহার অভিযোগ, সব্যসাচী রায়চৌধুরী তৃণমূলের (Trinamool Congress) দালাল । তিনি বিভিন্ন আইপিএস ও আইএএসের নাম করে টাকা তোলেন । নেতাদের নাম করে টাকা তোলেন । এই অভিযোগে দু’জনের মধ্যে কার্যত ধস্তাধস্তি হয় । উতপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ।

পালটা সব্যসাচী রায়চৌধুরী জানান যে বিজেপি মুখপত্র শমীক ভট্টাচার্য তাঁকে একটি ওকালতনামা সই করতে এখানে ডেকেছিলেন । এই বিষয় অবশ্য পড়ে শমীক ভট্টাচার্য বলেন, "এই কথা সত্যি যে সব্যসাচী রায়চৌধুরীকে আজ আমি এখানে ডেকেছিলাম একটি ওকালতনামা সই করার কাজের জন্য । তবে এর বেশি আমি আর একটি কথাও এখন বলব না ।"

মারামারিতে ব্যস্ত বিজেপির যুবনেতা

তিনি আরও জানান, অভিজিৎ নাহাই কলকাতা পৌরনিগমের নির্বাচনের (Kolkata Municipal Corporation) আগে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সব্যসাচী রায়চৌধুরীর । সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের একজন এই সব্যসাচী রায়চৌধুরী ।

আরও পড়ুন : বাংলার শুভাকাঙ্ক্ষীদের একজোট হওয়ার আহ্বান, সুকান্তর সুরে সুর মেলালেন দিলীপ

কলকাতা, 27 অগস্ট : বিজেপির (BJP) বৈঠক চলাকালীন এক যুব নেতার সঙ্গে এক আইনজীবীর হাতাহাতির অভিযোগ উঠল ৷ যদিও ঘটনাটি বৈঠকস্থলের মধ্যে হয়নি ৷ হয়েছে বাইরে ৷ শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে আইসিসিআর-এর সামনে ৷ দু’জনের মধ্যে একজন আইনজীবী ৷ তাঁর নাম সব্যসাচী রায়চৌধুরী ৷ আর দ্বিতীয়জন যুব মোর্চার সদস্য অভিজিৎ নাহা ৷

তাৎপর্যপূর্ণভাবে ঘটনাটি যখন ঘটছে, তখন আইসিসিআর-এর ভিতরে বিজেপির বৈঠক চলছিল ৷ সেই বৈঠকে আবার উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar) ৷

কিন্তু কী নিয়ে গোলমাল ? অভিজিৎ নাহার অভিযোগ, সব্যসাচী রায়চৌধুরী তৃণমূলের (Trinamool Congress) দালাল । তিনি বিভিন্ন আইপিএস ও আইএএসের নাম করে টাকা তোলেন । নেতাদের নাম করে টাকা তোলেন । এই অভিযোগে দু’জনের মধ্যে কার্যত ধস্তাধস্তি হয় । উতপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ।

পালটা সব্যসাচী রায়চৌধুরী জানান যে বিজেপি মুখপত্র শমীক ভট্টাচার্য তাঁকে একটি ওকালতনামা সই করতে এখানে ডেকেছিলেন । এই বিষয় অবশ্য পড়ে শমীক ভট্টাচার্য বলেন, "এই কথা সত্যি যে সব্যসাচী রায়চৌধুরীকে আজ আমি এখানে ডেকেছিলাম একটি ওকালতনামা সই করার কাজের জন্য । তবে এর বেশি আমি আর একটি কথাও এখন বলব না ।"

মারামারিতে ব্যস্ত বিজেপির যুবনেতা

তিনি আরও জানান, অভিজিৎ নাহাই কলকাতা পৌরনিগমের নির্বাচনের (Kolkata Municipal Corporation) আগে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সব্যসাচী রায়চৌধুরীর । সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের একজন এই সব্যসাচী রায়চৌধুরী ।

আরও পড়ুন : বাংলার শুভাকাঙ্ক্ষীদের একজোট হওয়ার আহ্বান, সুকান্তর সুরে সুর মেলালেন দিলীপ

Last Updated : Aug 27, 2022, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.