কলকাতা, 27 অগস্ট : বিজেপির (BJP) বৈঠক চলাকালীন এক যুব নেতার সঙ্গে এক আইনজীবীর হাতাহাতির অভিযোগ উঠল ৷ যদিও ঘটনাটি বৈঠকস্থলের মধ্যে হয়নি ৷ হয়েছে বাইরে ৷ শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে আইসিসিআর-এর সামনে ৷ দু’জনের মধ্যে একজন আইনজীবী ৷ তাঁর নাম সব্যসাচী রায়চৌধুরী ৷ আর দ্বিতীয়জন যুব মোর্চার সদস্য অভিজিৎ নাহা ৷
তাৎপর্যপূর্ণভাবে ঘটনাটি যখন ঘটছে, তখন আইসিসিআর-এর ভিতরে বিজেপির বৈঠক চলছিল ৷ সেই বৈঠকে আবার উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar) ৷
কিন্তু কী নিয়ে গোলমাল ? অভিজিৎ নাহার অভিযোগ, সব্যসাচী রায়চৌধুরী তৃণমূলের (Trinamool Congress) দালাল । তিনি বিভিন্ন আইপিএস ও আইএএসের নাম করে টাকা তোলেন । নেতাদের নাম করে টাকা তোলেন । এই অভিযোগে দু’জনের মধ্যে কার্যত ধস্তাধস্তি হয় । উতপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ।
পালটা সব্যসাচী রায়চৌধুরী জানান যে বিজেপি মুখপত্র শমীক ভট্টাচার্য তাঁকে একটি ওকালতনামা সই করতে এখানে ডেকেছিলেন । এই বিষয় অবশ্য পড়ে শমীক ভট্টাচার্য বলেন, "এই কথা সত্যি যে সব্যসাচী রায়চৌধুরীকে আজ আমি এখানে ডেকেছিলাম একটি ওকালতনামা সই করার কাজের জন্য । তবে এর বেশি আমি আর একটি কথাও এখন বলব না ।"
তিনি আরও জানান, অভিজিৎ নাহাই কলকাতা পৌরনিগমের নির্বাচনের (Kolkata Municipal Corporation) আগে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সব্যসাচী রায়চৌধুরীর । সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের একজন এই সব্যসাচী রায়চৌধুরী ।
আরও পড়ুন : বাংলার শুভাকাঙ্ক্ষীদের একজোট হওয়ার আহ্বান, সুকান্তর সুরে সুর মেলালেন দিলীপ