কলকাতা, 12 ডিসেম্বর : শনিবারের পর থেকে তাপমাত্রা ক্রমশ কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকদিনের মধ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে ৷ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়, এই বছর শীত বেশ কিছু দিন স্থায়ী হবে । ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । আজ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে থাকবে ৷
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আগামী 24 ঘণ্টার মধ্যে কেটে যাবে। সেইসঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব আর থাকবে না। ফলে আকাশ ক্রমশ পরিষ্কার হয়ে উঠলেই বিনা বাধায় উত্তরের ঠান্ডা হাওয়া পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ৷
24 ঘণ্টা পর থেকে পশ্চিমের জেলাগুলিতে ও 48 ঘণ্টা পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ কমতে শুরু করবে তাপমাত্রা । আগামী 24 ঘণ্টা কলকাতার আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । খুব হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু-এক জায়গায় । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস যা ছিল স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ।