কলকাতা, 4 নভেম্বর : কলকাতা শহরেই একসময় ঘটে গিয়েছে পার্ক স্ট্রিট-কাণ্ডের মতো ঘটনা । শ্লীলতাহানি, ছিনতাই, কটূক্তির মতো ভুরিভুরি অভিযোগও জমা পড়ে থানায় । তা মাথায় রেখেই এবার কালীপুজোর রাতে কলকাতা শহরের মহিলাদের সুরক্ষায় নেমেছে কলকাতা পুলিশের উইনার্স টিম ।
আরও পড়ুন: Swasthya Sathi Card : স্বাস্থ্যসাথীর মুশকিল আসানে কার্ডের পিছনেই টোল ফ্রি ও হোয়াটসঅ্যাপ নম্বর
কালীপুজোর রাতে, বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতার একাধিক বড় ও মাঝারি পুজো মণ্ডপের বাইরে বিশেষ নজর রাখবেন কলকাতা পুলিশের উইনার্স টিমের সদস্যরা । রাস্তায় বা মণ্ডপের বাইরের ‘রোডসাইড-রোমিও’দের শায়েস্তা করতেই উইনার্স টিমকে কাজে লাগানো হচ্ছে । এই বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহা সরকার জানান, কলকাতা পুলিশের প্রমিলা বাহিনীর সাফল্যের জন্যই তাদের এই বিশেষ দায়িত্ব দেওয়া হল । উইনার্স টিমে রয়েছেন ৩৫ জন কনস্টেবল পদের মহিলা পুলিশ । তাঁরা প্রত্যেকেই ক্যারাটেতে পারদর্শী । ৬ জন অফিসারের তত্বাবধানে তাঁরা নিজেদের দায়িত্বে অবিচল থাকেন ।
আরও পড়ুন : Srabanti Chatterjee: রায়গঞ্জে কালীপুজোর উদ্বোধনে গিয়ে আপ্লুত শ্রাবন্তী
কালীপুজোর রাতে শ্যামবাজার, টালা, উল্টোডাঙ্গা, মানিকতলা, সেন্ট্রাল, ভবানীপুর, কালীঘাট-সহ একাধিক জায়গায় তাঁরা টহল দেবেন বলে জানা গিয়েছে । কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা দেখলেই তা সরাসরি জানানো হবে কন্ট্রোল রুমে । মূলত মহিলা সুরক্ষায় কালীপুজোর রাতে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে লালবাজারের তরফে । কালীপুজোয় শহরকে অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর লালবাজার । আগেই নগরপাল সৌমেন মিত্র শহরের প্রতিটি থানাকে নির্দেশ দিয়েছেন, রাস্তায় নেমে ডিউটি করতে হবে । সেই নির্দেশ মতই কাজ করছে কলকাতা পুলিশ । উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় চলছে নাকা চেকিং । গাড়ি থামিয়ে থামিয়ে চলছে তল্লাশি । শহরে নিষিদ্ধ শব্দবাজি আটকাতে এই ব্যবস্থা লালবাজারের । লালবাজার সূত্রের খবর, উত্তর, মধ্য, ও দক্ষিণ কলকাতার একাধিক রাস্তা-গলিতে পুলিশ সাইকেল ও মোটর বাইক নিয়ে নজর রাখবে । তাছাড়াও সাদা পোশাকে শহরে গাড়ি নিয়ে টহল দেবেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ।