কলকাতা, 11 অগস্ট : সোমবারই কি স্পষ্ট হয়ে গিয়েছিল অনুব্রত মণ্ডলের (TMC Leader Anubrata Mondal) ভাগ্য ? বৃহস্পতিবার তৃণমূলের ‘কেষ্ট’র গ্রেফতারির পর এই প্রশ্নই উঠতে শুরু করেছে ৷
সোমবার সিবিআই (CBI) হাজিরা এড়িয়ে এসএসকেএম-এ হাজির হয়েছিলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি ৷ কিন্তু এসএসকেএমের (SSKM) চিকিৎসকরা শারীরিক পরীক্ষার পর তাঁর ভর্তি হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়ে দেন ৷
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এসএসকেএমে ভর্তি হয়ে গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) সিবিআইয়ের জেরা এড়াতে চেয়েছিলেন অনুব্রত ৷ কিন্তু তা না হওয়ায় স্পষ্ট হচ্ছিল যে দলের শীর্ষ নেতৃত্বের ভরসার হাত আর নেই অনুব্রতর মাথায় ৷ সেই কারণেই সেদিনই অনুব্রতর গ্রেফতারির সম্ভাবনা বৃদ্ধির ইঙ্গিত মেলে ৷
প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডল অসুস্থ৷ এর আগেও তিনি এসএসকেএমে চিকিৎসা করিয়ে গিয়েছেন ৷ ফলে তাঁর হাসপাতালে আসার সঙ্গে গ্রেফতারির কি সংযোগ থাকতে পারে ? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত কয়েক বছরে যে সমস্ত হেভিওয়েট তৃণমূল (Trinamool Congress) নেতারা গ্রেফতার হয়েছেন, প্রত্যেকেই হেফাজতে থাকাকালীন আশ্রয় নিয়েছেন এসএসকেএমে ৷
দিন কয়েক আগে ইডি (ED) হেফাজতে থাকাকালীন পার্থ চট্টোপাধ্য়ায়ও (Partha Chatterjee) গিয়েছিলেন এসএসকেএমে ৷ সেই নিয়ে টানাপোড়েন চলে আদালতে ৷ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ভুবনেশ্বর এইমস নিয়ে গিয়ে চিকিৎসাও করিয়ে আনে সিবিআই ৷ সেখানকার রিপোর্ট অনুযায়ী, এসএসকেএম পার্থকে ভর্তি নিলেও তার কোনও প্রয়োজন ছিল না ৷
বিরোধীরা বারবার অভিযোগ করেছেন, সিবিআই-ইডির হাত থেকে বাঁচতেই এসএসকেএমের শরণাপন্ন হন তৃণমূলের নেতারা ৷ অনুব্রতও সেটাই করেছেন বারবার ৷ আর এসএসকেএম যে এই বিষয়ে পক্ষপাতিত্ব করে তা পার্থর ক্ষেত্রে প্রমাণিত হয়েছে ৷
রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ, পার্থ-কাণ্ডের আর ঝুঁকি নিতে চায়নি কলকাতার এই নামী সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তবে উপরতলার চাপ থাকলে হয়তো অনিচ্ছা সত্ত্বেও তারা একই সিদ্ধান্ত নিত ৷ কিন্তু সেটা না থাকায় তারাও প্রয়োজনীয় পরীক্ষা করেই ছেড়ে দেয় অনুব্রতকে ৷
যদিও বিরোধীদের কটাক্ষ, তৃণমূল কংগ্রেস বরাবর যাকে বাঁচাতে চেয়েছে, তার হয়েই সরব হয়েছে ৷ এখনও পর্যন্ত দুর্নীতি মামলায় যে ক’জন গ্রেফতার হয়েছেন, তাঁদের মধ্যে একমাত্র মদন মিত্রের ক্ষেত্রে সিজিও কমপ্লেক্সের বাইরে টানা বিক্ষোভ করেছিল তৃণমূল ৷ বাকিদের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) নিজে সরব হয়েছিলেন ৷ আবার ফিরহাদ-মদন-সুব্রতদের জন্য ছুটে গিয়েছিলেন সিবিআইয়ের দফতরে ৷
কিন্তু পার্থ চট্টোপাধ্য়ায়ের সময় থেকেই নীরব মমতা ৷ তখনও এই নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ করতে দেখা যায়নি তাঁকে ৷ বৃহস্পতিবার এখনও পর্যন্ত তাঁর কোনও বিবৃতি নজরে আসেনি ৷ তবে তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে দুর্নীতি করলে, মানুষকে ঠকালে দল কোনও নেতার পাশেই থাকবে না ৷
পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হওয়ার পর জানিয়েছিলেন যে ইডির জেরা চলাকালীন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী ফোন ধরেননি৷ বৃহস্পতিবার সকাল থেকে অনুব্রত মুখ খোলেননি ৷ তাহলে কি তিনি তৃণমূলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টাই করেননি ? উত্তর খুঁজছে বঙ্গ রাজনীতির ওয়াকিবহাল মহল ৷
আরও পড়ুন : Anubrata in Asansol court: 20 অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে অনুব্রত, জুতো-নকুলদানা ছুড়ে স্লোগান উঠল গরু-চোর