কলকাতা, 14 জুন : রাজ্যপালের স্ত্রীর আমন্ত্রণে রাজভবনে মধ্যাহ্নভোজ। আর সেখানে উপস্থিত শিল্পপতি পবন রুইয়ার স্ত্রী । যা নিয়ে ক্ষোভপ্রকাশ করল তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC ।
তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অভিযোগ, ডানলপ ও জেশপের মতো ঐতিহ্যবাহী কারখানাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন পবন রুইয়া । রাজ্যের শিল্প বাণিজ্যে ক্ষতিকর এমন মানুষের স্ত্রীকে রাজভবনে ডেকে আমোদ-প্রমোদ করা সমীচীন নয় ।পাশাপাশি, তাঁদের আরও অভিযোগ, কোরোনা ও আমফান বিধ্বস্ত মানুষেরা যখন লড়াই চালাচ্ছেন তখন স্ত্রীর বান্ধবীদের আমন্ত্রণ জানিয়ে রাজভবনে ভোজন সারছেন রাজ্যপাল ।
গতকাল রাজ্যপাল ও তাঁর স্ত্রী এবং স্ত্রীর বান্ধবীদের সঙ্গে নিয়ে রাজভবনে বৃক্ষরোপণ করেন । এরপরে রাজভবনে মধ্যাহ্নভোজন করেন তাঁরা । সেই মধ্যাহ্নভোজনের ছবি সামনে আসে । সেখানে দেখা যায় ডানলপ ও জেশপের কর্ণধার পবন রুইয়ার স্ত্রীও আমন্ত্রিত ।
এই প্রসঙ্গে, INTTUC সভানেত্রী দোলা সেন বলেন, " আপনারা নিশ্চয়ই ভুলে যাননি পবন রুইয়া আসলে কে । আমাদের রাজ্যের ডানলপ ও জেশপ নামে দুটি ঐতিহ্যবাহী, শ্রমনিবিড়, লাভজনক কারখানাকে চালু অবস্থায় হাতে নিয়ে তাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন এই রুইয়া । CPI(M)-এর আমলে এবং তারপরের এই জমানায় জেল খাটতে বাধ্য হয়েছেন তিনি । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারখানাটিকে অধিগ্রহণ করে শ্রমিকদের জন্য মাসে 10 হাজার টাকা করে বিগত চার বছর যাবৎ সহযোগিতা করে চলেছেন । কিন্তু কেন্দ্রীয় সরকার অধিগৃহীত করা এই কারখানাগুলি চালানোর অধিকারটুকু রাজ্য সরকারকে দেয়নি। আর এ বিষয় নিয়ে আমাদের সংবেদনশীল রাজ্যপালের কোনওরকম উচ্চবাচ্য নেই।"