ETV Bharat / city

অভিজ্ঞ কর্মীর অভাব ? বিধানসভা ধরে হারের ময়নাতদন্ত চান শুভেন্দু

বিজেপি সূত্রে খবর, শুভেন্দু অধিকারী বৈঠকে জানান, বিজেপির নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে । বিধানসভায় কিভাবে সরকার বিরোধী বক্তব্য তুলে ধরতে হবে, সেই সম্পর্কে নবনির্বাচিত বিধায়কদের একটি প্রতিলিপি দেওয়া হবে । সেই গাইডলাইন মেনে আগামী দিনে বিধানসভার ভিতরে সরকার বিরোধিতায় নামবে বিজেপি ।

s
s
author img

By

Published : Jun 29, 2021, 9:02 PM IST

Updated : Jun 29, 2021, 9:10 PM IST

কলকাতা, 29 জুন : বিধানসভা ধরে ধরে হারের ময়নাতদন্ত করতে হবে । কী কারণে এই পরাজয় তার খুঁটিনাটি বের করতে হবে । দলের ভিতরে খুব শীঘ্রই এই বিষয়ে তদন্তের প্রয়োজন । মঙ্গলবার বিজেপির হেস্টিংস অফিসে দলের কার্যকরী বৈঠকে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে পরামর্শ দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।

বিজেপি সূত্রে খবর, এদিনের সাংগঠনিক বৈঠকে শুভেন্দু বলেন, কাউকে দোষারোপ করে লাভ হবে না । নতুন করে আন্দোলন গড়ে তুলতে হবে । বিজেপিতে অভিজ্ঞ কর্মী-সমর্থকের অভাব ছিল । যার জন্যই বিজেপি তৃণমূলের থেকে কিছুটা পিছিয়ে গিয়েছিল । এই সমস্যা খুব শীঘ্রই মেটাতে হবে ।

বিজেপি সূত্রে আরও খবর, শুভেন্দু অধিকারী বৈঠকে জানান, বিজেপির নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে । বিধানসভায় কিভাবে সরকার বিরোধী বক্তব্য তুলে ধরতে হবে, সেই সম্পর্কে নবনির্বাচিত বিধায়কদের একটি প্রতিলিপি দেওয়া হবে । সেই গাইডলাইন মেনে আগামী দিনে বিধানসভার ভিতরে সরকার বিরোধিতায় নামবে বিজেপি ।

বিধানসভা ধরে ধরে হারের ময়নাতদন্ত চান শুভেন্দু

আরও পড়ুন : কোভিড সামগ্রী কেনার কমিটির রিপোর্ট সর্বসমক্ষে আনুক রাজ্য, দাবি শুভেন্দুর

মঙ্গলবার শুভেন্দু অধিকারী দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে আমন্ত্রণও জানিয়েছেন ৷ দলের অন্য অভিজ্ঞ বিধায়কদেরও আমন্ত্রণ জানান ৷ বিজেপি সূত্রে খবর, রাজ্যে বিধিনিষেধ উঠলেই ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে লালবাজার অভিযান করবে গেরুয়া শিবির ।

বৈঠকের পর সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, "পুলিশ তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের সেবা করতে ব্যস্ত । মিথ্যা মামলা সাজাতে ব্যস্ত । এখানে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে । আজ তারা এসে যা দেখল, আমিও সেই বিষয়ে টুইট করে নিন্দা করেছি । এটা অত্যন্ত নিন্দনীয় । মানবাধিকার কমিশনের সদস্যরা দেখুক রাজ্যের প্রকৃত পরিস্থিতি ৷ সঠিক রিপোর্ট দিক আদালতকে ৷ "

কলকাতা, 29 জুন : বিধানসভা ধরে ধরে হারের ময়নাতদন্ত করতে হবে । কী কারণে এই পরাজয় তার খুঁটিনাটি বের করতে হবে । দলের ভিতরে খুব শীঘ্রই এই বিষয়ে তদন্তের প্রয়োজন । মঙ্গলবার বিজেপির হেস্টিংস অফিসে দলের কার্যকরী বৈঠকে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে পরামর্শ দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।

বিজেপি সূত্রে খবর, এদিনের সাংগঠনিক বৈঠকে শুভেন্দু বলেন, কাউকে দোষারোপ করে লাভ হবে না । নতুন করে আন্দোলন গড়ে তুলতে হবে । বিজেপিতে অভিজ্ঞ কর্মী-সমর্থকের অভাব ছিল । যার জন্যই বিজেপি তৃণমূলের থেকে কিছুটা পিছিয়ে গিয়েছিল । এই সমস্যা খুব শীঘ্রই মেটাতে হবে ।

বিজেপি সূত্রে আরও খবর, শুভেন্দু অধিকারী বৈঠকে জানান, বিজেপির নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে । বিধানসভায় কিভাবে সরকার বিরোধী বক্তব্য তুলে ধরতে হবে, সেই সম্পর্কে নবনির্বাচিত বিধায়কদের একটি প্রতিলিপি দেওয়া হবে । সেই গাইডলাইন মেনে আগামী দিনে বিধানসভার ভিতরে সরকার বিরোধিতায় নামবে বিজেপি ।

বিধানসভা ধরে ধরে হারের ময়নাতদন্ত চান শুভেন্দু

আরও পড়ুন : কোভিড সামগ্রী কেনার কমিটির রিপোর্ট সর্বসমক্ষে আনুক রাজ্য, দাবি শুভেন্দুর

মঙ্গলবার শুভেন্দু অধিকারী দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে আমন্ত্রণও জানিয়েছেন ৷ দলের অন্য অভিজ্ঞ বিধায়কদেরও আমন্ত্রণ জানান ৷ বিজেপি সূত্রে খবর, রাজ্যে বিধিনিষেধ উঠলেই ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে লালবাজার অভিযান করবে গেরুয়া শিবির ।

বৈঠকের পর সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, "পুলিশ তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের সেবা করতে ব্যস্ত । মিথ্যা মামলা সাজাতে ব্যস্ত । এখানে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে । আজ তারা এসে যা দেখল, আমিও সেই বিষয়ে টুইট করে নিন্দা করেছি । এটা অত্যন্ত নিন্দনীয় । মানবাধিকার কমিশনের সদস্যরা দেখুক রাজ্যের প্রকৃত পরিস্থিতি ৷ সঠিক রিপোর্ট দিক আদালতকে ৷ "

Last Updated : Jun 29, 2021, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.