ETV Bharat / city

Arpita Mukherjee: কে এই পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা ? জানুন মন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের কেমিস্ট্রি - Partha Chatterjee aide Arpita Mukherjee

তামিল সিনেমায় অভিনয় থেকে শুরু করে এক সময় টলিউডেও কাজ করেছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই অভিনেত্রী (Partha Chatterjee aide Arpita Mukherjee) ৷ টলিউডে ‘পার্টনার’ও ‘মামা ভাগ্নে’ ছবিতে কাজ করেছেন অর্পিতা মুখোপাধ্যায় ৷ যদিও তিনি খুব একটা খ্য়াতি পাননি বাংলা সিনেমায় ৷

Arpita Chatterjee
কে অর্পিতা মুখোপাধ্যায় ?
author img

By

Published : Jul 23, 2022, 7:31 AM IST

কলকাতা, 23 জুলাই: আবারও হুলুস্থুল রাজ্য-রাজনীতি । এসএসএসি দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসন থেকে 20 কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED recovers huge amount of cash from Partha Chatterjee aide Arpita Mukherjee's flat) ৷ যা হার মানিয়েছে সিনেমার স্ক্রিপ্টকেও । উদ্ধার হয়েছে বৈদেশিক মুদ্রা, 20টি মোবাইল ফোন । কিন্তু কে এই অর্পিতা মুখোপাধ্যায় ? রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়নই বা কী, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে ৷

জানা গিয়েছে, একসময় উড়িয়া এবং তামিল ছবিতে দাপিয়ে কাজ করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। ভালবাসেন শরীরচর্চা এবং ফটোশুট করতে। মডেলিং-এর প্রতিও তাঁর ঝোঁক বরাবর । কয়েকবছর ধরে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হিসেবে পরিচিত নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোর বিজ্ঞাপনী মডেল হিসেবে দেখা গিয়েছে অর্পিতাকে । একসময় টলিউডে হাত পাকিয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ এই মডেল । জিৎ অভিনীত 'পার্টনার' এবং প্রসেনজিৎ অভিনীত 'মামা ভাগ্নে' ছবিতে সহশিল্পী হিসেবে কাজ করেছেন অর্পিতা মুখোপাধ্যায় ৷ অভিনেত্রীর সঙ্গে রাজ্যের শিল্পমন্ত্রীর সম্পর্কের রসায়ন এখনও স্পষ্ট নয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর কাছে।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার ইডি'র

তবে অর্পিতার দক্ষিণ কলকাতার আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 20 কোটি টাকার সঙ্গে এসএসসি দুর্নীতির মামলার সরাসরি যোগ রয়েছে বলে অনুমান ইডি-র। বিপুল পরিমাণ টাকা সুরক্ষিত রাখতে অর্পিতার ফ্ল্য়াটকেই বেছে নিয়েছিলেন পার্থ, এমনটাই ধারণা ইডি আধিকারিকদের ৷ সূত্রের খবর, শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি কাগজ উদ্ধার করেন। সেই কাগজেই অর্পিতা মুখোপাধ্যায়ের নাম পরিচয় এবং ঠিকানার হদিশ পান তারা। সেই সূত্র ধরেই এদিন রাতে হরিদেবপুরে অর্পিতা মুখোপাধ্যায়ের অভিজাত আবাসনে তল্লাশি অভিযান চালিয়ে বেডরুমের একটি ওয়ারড্রব থেকে 20 কোটি টাকা উদ্ধার করে ইডি।

কলকাতা, 23 জুলাই: আবারও হুলুস্থুল রাজ্য-রাজনীতি । এসএসএসি দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসন থেকে 20 কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED recovers huge amount of cash from Partha Chatterjee aide Arpita Mukherjee's flat) ৷ যা হার মানিয়েছে সিনেমার স্ক্রিপ্টকেও । উদ্ধার হয়েছে বৈদেশিক মুদ্রা, 20টি মোবাইল ফোন । কিন্তু কে এই অর্পিতা মুখোপাধ্যায় ? রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়নই বা কী, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে ৷

জানা গিয়েছে, একসময় উড়িয়া এবং তামিল ছবিতে দাপিয়ে কাজ করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। ভালবাসেন শরীরচর্চা এবং ফটোশুট করতে। মডেলিং-এর প্রতিও তাঁর ঝোঁক বরাবর । কয়েকবছর ধরে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হিসেবে পরিচিত নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোর বিজ্ঞাপনী মডেল হিসেবে দেখা গিয়েছে অর্পিতাকে । একসময় টলিউডে হাত পাকিয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ এই মডেল । জিৎ অভিনীত 'পার্টনার' এবং প্রসেনজিৎ অভিনীত 'মামা ভাগ্নে' ছবিতে সহশিল্পী হিসেবে কাজ করেছেন অর্পিতা মুখোপাধ্যায় ৷ অভিনেত্রীর সঙ্গে রাজ্যের শিল্পমন্ত্রীর সম্পর্কের রসায়ন এখনও স্পষ্ট নয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর কাছে।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার ইডি'র

তবে অর্পিতার দক্ষিণ কলকাতার আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 20 কোটি টাকার সঙ্গে এসএসসি দুর্নীতির মামলার সরাসরি যোগ রয়েছে বলে অনুমান ইডি-র। বিপুল পরিমাণ টাকা সুরক্ষিত রাখতে অর্পিতার ফ্ল্য়াটকেই বেছে নিয়েছিলেন পার্থ, এমনটাই ধারণা ইডি আধিকারিকদের ৷ সূত্রের খবর, শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি কাগজ উদ্ধার করেন। সেই কাগজেই অর্পিতা মুখোপাধ্যায়ের নাম পরিচয় এবং ঠিকানার হদিশ পান তারা। সেই সূত্র ধরেই এদিন রাতে হরিদেবপুরে অর্পিতা মুখোপাধ্যায়ের অভিজাত আবাসনে তল্লাশি অভিযান চালিয়ে বেডরুমের একটি ওয়ারড্রব থেকে 20 কোটি টাকা উদ্ধার করে ইডি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.