ETV Bharat / city

MBBS-এর জন্য NEET-এ সফল প্রার্থীদের কাউন্সেলিং, শীঘ্রই বিজ্ঞপ্তি জারি - MBBS-এর জন্য NEET-এ সফল প্রার্থীদের কাউন্সেলিং

সূত্রের খবর, চলতি মাসের 6 থেকে 12 তারিখের মধ্যে কাউন্সেলিং হওয়ার কথা রয়েছে ৷ এ বছর কোরোনা পরিস্থিতির জেরে অনলাইনে হবে কাউন্সেলিং ৷

MBBS-এর জন্য NEET-এ সফল প্রার্থীদের কাউন্সেলিং
MBBS-এর জন্য NEET-এ সফল প্রার্থীদের কাউন্সেলিং
author img

By

Published : Nov 5, 2020, 9:20 AM IST

কলকাতা, 5 নভেম্বর: এবছর MBBS-এ ভরতির জন্য কবে থেকে NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট)-এর সফল প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও নোটিফিকেশন জারি করেনি স্বাস্থ্য দপ্তর । তবে সূত্রের খবর, 6 নভেম্বর থেকে 12 নভেম্বরের মধ্যে এই কাউন্সেলিং হওয়ার কথা রয়েছে । জানা গেছে, এবছর এই কাউন্সেলিং হবে অনলাইনে । এবং তার জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে ।

MBBS-এর 4 হাজার আসনের জন্য NEET-এ সফল 30 হাজারের বেশি প্রার্থী এবছ‍র কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন বলে মনে করছে সংশ্লিষ্ট বিভিন্ন মহল । ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজ়েশন (AIDSO)-এর রাজ্য কমিটির এক সদস্য চিকিৎসক দীপক গিরি বলেন, "নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই কাউন্সেলিং শুরু হওয়ার কথা । তবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেও আমরা এখনও জানতে পারিনি কবে হবে কাউন্সেলিং । এখনও পর্যন্ত কাউন্সেলিংয়ের জন্য কোনও নোটিফিকেশনও ইশু করেনি স্বাস্থ্য দপ্তর ।"

তিনি আরও বলেন, "কোরোনা পরিস্থিতির মাঝে এবছর MBBS-এ ভরতি হওয়ার জন্য অনলাইনে কাউন্সেলিং হবে বলে মনে হচ্ছে । তবে অনলাইনে এই কাউন্সেলিং হলে বিভিন্ন নথি যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে ।" সঙ্গে বলেন, "যেদিন থেকে এই কাউন্সেলিং শুরু হবে তার কয়েক দিন আগে বিজ্ঞপ্তি জারি করা উচিত, যাতে কোরোনা পরিস্থিতির মাঝে বিভিন্ন সার্টিফিকেট জোগাড় করতে প্রার্থীদের সমস্যায় পড়তে না হয় । কোরোনা পরিস্থিতির জন্য এবছর কাউন্সেলিংয়ের ফি মকুব করার দাবিও আমরা জানিয়েছি ।"

এবছর কবে থেকে শুরু হতে পারে এই কাউন্সেলিং ? এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যর বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি । যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এবছর MBBS-এ ভরতির জন্য NEET-এর সফল প্রার্থীদের কাউন্সেলিং চলতি 6 নভেম্বর থেকে ১২ নভেম্বরের মধ্যে হওয়ার কথা রয়েছে । এর জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে স্বাস্থ্য দপ্তর ।

কলকাতা, 5 নভেম্বর: এবছর MBBS-এ ভরতির জন্য কবে থেকে NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট)-এর সফল প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও নোটিফিকেশন জারি করেনি স্বাস্থ্য দপ্তর । তবে সূত্রের খবর, 6 নভেম্বর থেকে 12 নভেম্বরের মধ্যে এই কাউন্সেলিং হওয়ার কথা রয়েছে । জানা গেছে, এবছর এই কাউন্সেলিং হবে অনলাইনে । এবং তার জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে ।

MBBS-এর 4 হাজার আসনের জন্য NEET-এ সফল 30 হাজারের বেশি প্রার্থী এবছ‍র কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন বলে মনে করছে সংশ্লিষ্ট বিভিন্ন মহল । ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজ়েশন (AIDSO)-এর রাজ্য কমিটির এক সদস্য চিকিৎসক দীপক গিরি বলেন, "নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই কাউন্সেলিং শুরু হওয়ার কথা । তবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেও আমরা এখনও জানতে পারিনি কবে হবে কাউন্সেলিং । এখনও পর্যন্ত কাউন্সেলিংয়ের জন্য কোনও নোটিফিকেশনও ইশু করেনি স্বাস্থ্য দপ্তর ।"

তিনি আরও বলেন, "কোরোনা পরিস্থিতির মাঝে এবছর MBBS-এ ভরতি হওয়ার জন্য অনলাইনে কাউন্সেলিং হবে বলে মনে হচ্ছে । তবে অনলাইনে এই কাউন্সেলিং হলে বিভিন্ন নথি যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে ।" সঙ্গে বলেন, "যেদিন থেকে এই কাউন্সেলিং শুরু হবে তার কয়েক দিন আগে বিজ্ঞপ্তি জারি করা উচিত, যাতে কোরোনা পরিস্থিতির মাঝে বিভিন্ন সার্টিফিকেট জোগাড় করতে প্রার্থীদের সমস্যায় পড়তে না হয় । কোরোনা পরিস্থিতির জন্য এবছর কাউন্সেলিংয়ের ফি মকুব করার দাবিও আমরা জানিয়েছি ।"

এবছর কবে থেকে শুরু হতে পারে এই কাউন্সেলিং ? এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যর বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি । যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এবছর MBBS-এ ভরতির জন্য NEET-এর সফল প্রার্থীদের কাউন্সেলিং চলতি 6 নভেম্বর থেকে ১২ নভেম্বরের মধ্যে হওয়ার কথা রয়েছে । এর জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে স্বাস্থ্য দপ্তর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.