ETV Bharat / city

লাইভ আপডেট : মালদায় কোরোনায় আক্রান্ত আরও 3 - confirm cases in westbengal

রাজ্যে লকডাউন
রাজ্যে লকডাউন
author img

By

Published : May 10, 2020, 8:28 AM IST

Updated : May 10, 2020, 1:53 PM IST

13:39 May 10

কলকাতা, 10 মে : লকডাউনের আজ 47তম দিন । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • লকডাউনেও চলছে মাদক পাচার ৷ পুলিশের জালে এক ৷

13:39 May 10

  • ওড়িশার সোনপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক শ্রমিকের ৷

13:38 May 10

  • নদিয়া থেকে সাইকেলে 540 কিলোমিটার অতিক্রম করে কোচবিহারে বাড়ি ফেরার আগে আটক 10 শ্রমিক ৷

13:38 May 10

  • মালদায় নতুন করে তিনজনের শরীরে কোরোনা সংক্রমণ পাওয়া গেছে ৷ এনিয়ে সেখানে মোট কোরোনা আক্রান্ত 13

13:38 May 10

  • কালিম্পঙে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগ জেলা প্রশাসনের । সরকারি বাসে শ্রমিকদের ফেরানো হবে সমতলে ৷

13:37 May 10

  • আমাদের উৎসবের দরকার নেই, মানুষ আগে বাঁচুক । এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন মহম্মদ ইয়াহিয়া ।

13:37 May 10

  • কোরোনায় মৃত্যু হল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঐতিহাসিক হরিশংকর বাসুদেবন ৷

13:37 May 10

  • দুস্থ ও গৃহবন্দী মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল মেদিনীপুরের টাউন হ্যান্ডিকেপড ওয়েলফেয়ার সোসাইটি ।

13:37 May 10

  • রাজ্যে কোরোনায় মৃত্যুর সংখ্যা গোপন করতে রাতেই মৃতদেহ সরিয়ে দেওয়া হচ্ছে ৷ অভিযোগ রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকারের ৷

08:00 May 10

রাজ্যে লকডাউন
শিশুদের মুখে দুধ তুলে দিল পুলিশ
  • এলাকার শিশুদের মুখে দুধ তুলে দেওয়ার ব্যবস্থা করল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ৷

07:59 May 10

  • গ্রিন জ়োনে চলবে সরকারি ও বেসরকারি বাস, সরকারি বাসের ক্ষেত্রে ভাড়া একই থাকবে ৷ তবে দ্বিগুণ ভাড়া লাগবে বেসরকারি বাসে ৷

07:59 May 10

রাজ্যে লকডাউন
শুধু মাত্র ইমারজেন্সি পরিষেবা চালু থাকবে
  • রোগী ভরতি বা আউটডোর পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৷ শুধুমাত্র ইমারজেন্সি পরিষেবা চালু থাকবে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে৷

07:59 May 10

  • কোরোনা ভাইরাসকে হারিয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন এক মহিলা, ছয়জন চিকিৎসক-সহ 16 জন কোরোনা আক্রান্ত ৷

07:58 May 10

  • মালদায় নতুন করে কোরোনায় আক্রান্ত তিন ৷ জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 10 ৷

07:58 May 10

  • রাজ্যে নতুন করে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 108 জন ৷ রাজ্যে মোট আক্রান্ত বেড়ে 1786 ৷

07:24 May 10

রাজ্যে কোরোনা পরিস্থিতি

  • রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনায় মৃত 11 ৷ মোট মৃতের সংখ্যা বেড়ে 99 জন ৷

13:39 May 10

কলকাতা, 10 মে : লকডাউনের আজ 47তম দিন । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • লকডাউনেও চলছে মাদক পাচার ৷ পুলিশের জালে এক ৷

13:39 May 10

  • ওড়িশার সোনপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক শ্রমিকের ৷

13:38 May 10

  • নদিয়া থেকে সাইকেলে 540 কিলোমিটার অতিক্রম করে কোচবিহারে বাড়ি ফেরার আগে আটক 10 শ্রমিক ৷

13:38 May 10

  • মালদায় নতুন করে তিনজনের শরীরে কোরোনা সংক্রমণ পাওয়া গেছে ৷ এনিয়ে সেখানে মোট কোরোনা আক্রান্ত 13

13:38 May 10

  • কালিম্পঙে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগ জেলা প্রশাসনের । সরকারি বাসে শ্রমিকদের ফেরানো হবে সমতলে ৷

13:37 May 10

  • আমাদের উৎসবের দরকার নেই, মানুষ আগে বাঁচুক । এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন মহম্মদ ইয়াহিয়া ।

13:37 May 10

  • কোরোনায় মৃত্যু হল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঐতিহাসিক হরিশংকর বাসুদেবন ৷

13:37 May 10

  • দুস্থ ও গৃহবন্দী মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল মেদিনীপুরের টাউন হ্যান্ডিকেপড ওয়েলফেয়ার সোসাইটি ।

13:37 May 10

  • রাজ্যে কোরোনায় মৃত্যুর সংখ্যা গোপন করতে রাতেই মৃতদেহ সরিয়ে দেওয়া হচ্ছে ৷ অভিযোগ রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকারের ৷

08:00 May 10

রাজ্যে লকডাউন
শিশুদের মুখে দুধ তুলে দিল পুলিশ
  • এলাকার শিশুদের মুখে দুধ তুলে দেওয়ার ব্যবস্থা করল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ৷

07:59 May 10

  • গ্রিন জ়োনে চলবে সরকারি ও বেসরকারি বাস, সরকারি বাসের ক্ষেত্রে ভাড়া একই থাকবে ৷ তবে দ্বিগুণ ভাড়া লাগবে বেসরকারি বাসে ৷

07:59 May 10

রাজ্যে লকডাউন
শুধু মাত্র ইমারজেন্সি পরিষেবা চালু থাকবে
  • রোগী ভরতি বা আউটডোর পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৷ শুধুমাত্র ইমারজেন্সি পরিষেবা চালু থাকবে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে৷

07:59 May 10

  • কোরোনা ভাইরাসকে হারিয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন এক মহিলা, ছয়জন চিকিৎসক-সহ 16 জন কোরোনা আক্রান্ত ৷

07:58 May 10

  • মালদায় নতুন করে কোরোনায় আক্রান্ত তিন ৷ জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 10 ৷

07:58 May 10

  • রাজ্যে নতুন করে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 108 জন ৷ রাজ্যে মোট আক্রান্ত বেড়ে 1786 ৷

07:24 May 10

রাজ্যে কোরোনা পরিস্থিতি

  • রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনায় মৃত 11 ৷ মোট মৃতের সংখ্যা বেড়ে 99 জন ৷
Last Updated : May 10, 2020, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.