কলকাতা, 30 অগাস্ট : চলছে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' সচেতনতা সপ্তাহ । সেই সূত্রেই বৃহস্পতিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি কর্মশালার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । পথ নিরাপত্তাই ছিল এই কর্মশালার বিষয় ৷ রাস্তায় যাতায়াতের সময় কী কী নিয়ম মেনে চললে এড়ানো যাবে দুর্ঘটনা, এই সবই রয়েছে কর্মশালায় ।
26 অগাস্ট থেকে 31 অগাস্ট পর্যন্ত চলবে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' সচেতনতা সপ্তাহ । ইনস্টিটিউট অফ রোড ট্রাফিক এডুকেশনের সহায়তায় এই উপলক্ষে কর্মশালার আয়োজন করা হয় । মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন সচিব-সহ অন্য উচ্চ পদস্থ অধিকারিকরাও । নিয়ম মেনে গাড়ি চালানো-সহ একাধিক সচেতনতামূলক বিষয় নিয়েও আলোচনা চলে ।
রাজ্যের পৌর দপ্তরের সচিব সুব্রত গুপ্ত বলেন, "কলকাতা শহরে যথেষ্ট পরিমাণে রাস্তা নেই তবুও গাড়ির সংখ্যা প্রতিদিন বাড়ছে । এই বিষয়টি প্রশাসনকে ভাবাচ্ছে।"
রাজ্যের মুখ্য সচিব মলয় রায় বলেন, "2 ও 4 নম্বর জাতীয় সড়কের অবস্থা ভালো নয় । এই রাস্তার দু'দিকে গাড়ি দাঁড়িয়ে থাকে । রাস্তায় চার চাকার গাড়িগুলো কোনও নিয়ম মানে না, তাই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েই যায় ।" মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "বাজেটে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' নিয়ে টাকার কোনও অসুবিধা নেই । যথেষ্ট টাকা বরাদ্দ করা হচ্ছে । বিভিন্ন জায়গায় CCTV ক্যামেরা বসানো হয়েছে । তবে প্রচুর গাড়ি নিয়ম মানছে না বা নিয়ম ভেঙে নানা রকম অনৈতিক কাজকর্ম করছে ৷ দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। ড্রাইভিং লাইসেন্স অনেক সময় ঠিকঠাক পরীক্ষা করা হচ্ছে না । ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে আরও স্বচ্ছতা বজায় রাখতে হবে ।"