ETV Bharat / city

নিউ টাউনে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মশালার উদ্বোধন পরিবহন মন্ত্রীর - West Bengal Transport ministry

পৌর দপ্তরের সচিব সুব্রত গুপ্ত বলেন, "কলকাতা শহরে যথেষ্ট পরিমাণে রাস্তা নেই তবুও গাড়ির সংখ্যা প্রতিদিন বাড়ছে । এই বিষয়টি প্রশাসনকে ভাবাচ্ছে। তাই গাড়ি কেনার বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে হবে ।"

নিউ টাউনে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মশালার উদ্বোধন পরিবহন মন্ত্রীর
author img

By

Published : Aug 30, 2019, 12:12 PM IST

কলকাতা, 30 অগাস্ট : চলছে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' সচেতনতা সপ্তাহ । সেই সূত্রেই বৃহস্পতিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি কর্মশালার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । পথ নিরাপত্তাই ছিল এই কর্মশালার বিষয় ৷ রাস্তায় যাতায়াতের সময় কী কী নিয়ম মেনে চললে এড়ানো যাবে দুর্ঘটনা, এই সবই রয়েছে কর্মশালায় ।
26 অগাস্ট থেকে 31 অগাস্ট পর্যন্ত চলবে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' সচেতনতা সপ্তাহ । ইনস্টিটিউট অফ রোড ট্রাফিক এডুকেশনের সহায়তায় এই উপলক্ষে কর্মশালার আয়োজন করা হয় । মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন সচিব-সহ অন্য উচ্চ পদস্থ অধিকারিকরাও । নিয়ম মেনে গাড়ি চালানো-সহ একাধিক সচেতনতামূলক বিষয় নিয়েও আলোচনা চলে ।

রাজ্যের পৌর দপ্তরের সচিব সুব্রত গুপ্ত বলেন, "কলকাতা শহরে যথেষ্ট পরিমাণে রাস্তা নেই তবুও গাড়ির সংখ্যা প্রতিদিন বাড়ছে । এই বিষয়টি প্রশাসনকে ভাবাচ্ছে।"

রাজ্যের মুখ্য সচিব মলয় রায় বলেন, "2 ও 4 নম্বর জাতীয় সড়কের অবস্থা ভালো নয় । এই রাস্তার দু'দিকে গাড়ি দাঁড়িয়ে থাকে । রাস্তায় চার চাকার গাড়িগুলো কোনও নিয়ম মানে না, তাই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েই যায় ।" মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "বাজেটে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' নিয়ে টাকার কোনও অসুবিধা নেই । যথেষ্ট টাকা বরাদ্দ করা হচ্ছে । বিভিন্ন জায়গায় CCTV ক্যামেরা বসানো হয়েছে । তবে প্রচুর গাড়ি নিয়ম মানছে না বা নিয়ম ভেঙে নানা রকম অনৈতিক কাজকর্ম করছে ৷ দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। ড্রাইভিং লাইসেন্স অনেক সময় ঠিকঠাক পরীক্ষা করা হচ্ছে না । ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে আরও স্বচ্ছতা বজায় রাখতে হবে ।"

কলকাতা, 30 অগাস্ট : চলছে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' সচেতনতা সপ্তাহ । সেই সূত্রেই বৃহস্পতিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি কর্মশালার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । পথ নিরাপত্তাই ছিল এই কর্মশালার বিষয় ৷ রাস্তায় যাতায়াতের সময় কী কী নিয়ম মেনে চললে এড়ানো যাবে দুর্ঘটনা, এই সবই রয়েছে কর্মশালায় ।
26 অগাস্ট থেকে 31 অগাস্ট পর্যন্ত চলবে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' সচেতনতা সপ্তাহ । ইনস্টিটিউট অফ রোড ট্রাফিক এডুকেশনের সহায়তায় এই উপলক্ষে কর্মশালার আয়োজন করা হয় । মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন সচিব-সহ অন্য উচ্চ পদস্থ অধিকারিকরাও । নিয়ম মেনে গাড়ি চালানো-সহ একাধিক সচেতনতামূলক বিষয় নিয়েও আলোচনা চলে ।

রাজ্যের পৌর দপ্তরের সচিব সুব্রত গুপ্ত বলেন, "কলকাতা শহরে যথেষ্ট পরিমাণে রাস্তা নেই তবুও গাড়ির সংখ্যা প্রতিদিন বাড়ছে । এই বিষয়টি প্রশাসনকে ভাবাচ্ছে।"

রাজ্যের মুখ্য সচিব মলয় রায় বলেন, "2 ও 4 নম্বর জাতীয় সড়কের অবস্থা ভালো নয় । এই রাস্তার দু'দিকে গাড়ি দাঁড়িয়ে থাকে । রাস্তায় চার চাকার গাড়িগুলো কোনও নিয়ম মানে না, তাই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েই যায় ।" মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "বাজেটে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' নিয়ে টাকার কোনও অসুবিধা নেই । যথেষ্ট টাকা বরাদ্দ করা হচ্ছে । বিভিন্ন জায়গায় CCTV ক্যামেরা বসানো হয়েছে । তবে প্রচুর গাড়ি নিয়ম মানছে না বা নিয়ম ভেঙে নানা রকম অনৈতিক কাজকর্ম করছে ৷ দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। ড্রাইভিং লাইসেন্স অনেক সময় ঠিকঠাক পরীক্ষা করা হচ্ছে না । ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে আরও স্বচ্ছতা বজায় রাখতে হবে ।"

Intro:চলছে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' সচেতনতা সপ্তাহ। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।Body:মূলত রোড সেফটি বা রাস্তায় চলাচল করার সময় কি কি নিয়ম মেনে চললে এড়ানো যাবে দুর্ঘটনা এই সবই ছিল কর্মশালাটি বিষয়। 26 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা সপ্তাহ। ইনস্টিটিউট অফ রোড ট্রাফিক এডুকেশনের সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়।

মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন সচিব নারায়ণ সড়ক নিয়ম ও অনন্য উচ্চ পদস্থ অধিকারিকরাও।

সাবধানে নিয়ম মেনে গাড়ি চালান সহ বিভিন্ন সচেতনতামূলক বিষয় নিয়েও আলোচনা চক্র চলে।

রাজ্যের পুরো দপ্তরের সচিব সুব্রত গুপ্ত বলেন, "কলকাতা শহরে যথেষ্ট পরিমাণে রাস্তা নেই তবুও রাস্তার অনুপাতে গাড়ির সংখ্যা প্রতিদিন বাড়ছে। এই বিষয়টি প্রশাসনকে ভাবাচ্ছে। তাই গাড়ি কেনার বিষয়টি নিয়ন্ত্রণ করা যায় কিনা সেই দিকে নজর দেওয়া হবে।"

শহরের বিভিন্ন জায়গায় এই কতদিন নানা অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্য সচিব মলয় রায় বলেন, "2 ও 4 নম্বর জাতীয় সড়কের অবস্থা ভালো নয়। এই রাস্তার দুদিকে গাড়ি দার করিয়ে রাখা হয়। ওই রাস্তায় চার চাকার গাড়িগুলো কোনও নিয়ম মানে না, তাই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে যায় প্রভুত্ব।"
Conclusion:মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "বাজেটে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে টাকার কোন অসুবিধা নেই। যথেষ্ট টাকা বরাদ্দ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। তবে প্রচুর গাড়ি নিয়ম মানছে না তারা নিয়ম ভেঙে নানান রকম অনৈতিক কাজকর্ম করছে এর ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বাড়ছে। ড্রাইভিং লাইসেন্স অনেক সময় ঠিকঠাক পরীক্ষা করা হচ্ছে না। ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে আরো স্বচ্ছতা বজায় রাখতে হবে। পি ডব্লিউ ডি যে রাস্তাগুলো তৈরি করছে সেই গুলো যথেষ্ট পরিমাণে চওড়া না করার কারণে পথচারীদের রাস্তা পারাপার করতে অসুবিধায় পড়তে হয়। বহু জায়গায় আন্ডারপাস তৈরি করা হচ্ছে না।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.