ETV Bharat / city

সংক্রমণ কমল আরও হাজার খানেক, সামান্য বাড়ল মৃত্যু

গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 16 হাজার 557 জন ৷ রাজ্যে বর্তমানে সুস্থতার হার 95.11 শতাংশ ৷

west-bengal-reports-7913-new-covid-19-cases-in-last-24-hours
west-bengal-reports-7913-new-covid-19-cases-in-last-24-hours
author img

By

Published : Jun 4, 2021, 8:53 PM IST

কলকাতা, 3 জুন : সংক্রমণ কমল প্রায় আরও এক হাজার ৷ রাজ্যে কড়া বিধিনিষেধের পর থেকেই দৈনিক সংক্রমণ কমছে ৷ স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি ৷ তবে গতকালের তুলনায় বাড়ল মৃতের সংখ্যা ৷ যদিও রাজ্যে করোনায় সুস্থতার হার বাড়ছে ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 7 হাজার 913 ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 8 হাজার 811 জন ৷ একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 113 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 105 ৷ গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 16 হাজার 557 জন ৷ রাজ্যে বর্তমানে সুস্থতার হার 95.11 শতাংশ ৷ এদিন নমুনা পরীক্ষা হয়েছে 71 হাজার 206 জনের ৷

আরও পড়ুন: ডেলটা ভ্যারিয়েনটে মাত্র 32 শতাংশ কাজ করে ফাইজারের ভ্যাকসিনে

এদিনও দু‘হাজারের নিচে উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 686 জন ৷ মৃত্যু হয়েছে 25 জনের ৷ মহানগরীতে হাজারের নিচে আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 899 ৷ মৃতের সংখ্যা 23 ৷

কলকাতা, 3 জুন : সংক্রমণ কমল প্রায় আরও এক হাজার ৷ রাজ্যে কড়া বিধিনিষেধের পর থেকেই দৈনিক সংক্রমণ কমছে ৷ স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি ৷ তবে গতকালের তুলনায় বাড়ল মৃতের সংখ্যা ৷ যদিও রাজ্যে করোনায় সুস্থতার হার বাড়ছে ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 7 হাজার 913 ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 8 হাজার 811 জন ৷ একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 113 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 105 ৷ গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 16 হাজার 557 জন ৷ রাজ্যে বর্তমানে সুস্থতার হার 95.11 শতাংশ ৷ এদিন নমুনা পরীক্ষা হয়েছে 71 হাজার 206 জনের ৷

আরও পড়ুন: ডেলটা ভ্যারিয়েনটে মাত্র 32 শতাংশ কাজ করে ফাইজারের ভ্যাকসিনে

এদিনও দু‘হাজারের নিচে উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 686 জন ৷ মৃত্যু হয়েছে 25 জনের ৷ মহানগরীতে হাজারের নিচে আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 899 ৷ মৃতের সংখ্যা 23 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.