কলকাতা, 20 জুন : রাজ্যে করোনা সংক্রমণের হার আরও বাড়ল ৷ সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুয়ায়ী রাজ্যে করোনা সংক্রমণের হার বেড়ে হয়েছে 4.19 শতাংশ (Corona Positivity Rate in Bengal) ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন আরও 224 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে 1 জন প্রাণ হারিয়েছেন ৷
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 209 জনের ৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 22 হাজার 141 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 92 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 98 হাজার 888 জন ৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে 5 হাজার 341 জনের ৷
আরও পড়ুন : করোনার 'আঁতুড়ঘর' চিনের উহান ল্যাব, সিলমোহর হু প্রধানের
রাজ্যে আরও 13 হাজার 114 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 7 কোটি 25 লাখ 45 হাজার 284 জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 6 কোটি 31 লাখ 20 হাজার 836 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 33 লাখ 30 হাজার 711 জন ৷