ETV Bharat / city

Corona Update in Bengal : দুয়ারে তৃতীয় ঢেউ, দ্বিগুণ লাফে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 2 হাজার পেরল - Corona Death toll in Bengal

করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় কলকাতায় প্রাণ হারিয়েছেন 4 জন (Four Died of corona in Kolkata)৷ উত্তর 24 পরগনা, দার্জিলিং ও হুগলিতে 2 জন করে প্রাণ হারিয়েছেন৷ দক্ষিণ 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুরে 1 জন করে প্রাণ হারিয়েছেন ৷

Corona Update in Bengal
ক্রমশ সত্যি হচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা
author img

By

Published : Dec 30, 2021, 7:07 PM IST

Updated : Dec 30, 2021, 7:39 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর : রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আরও জোরালো করে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা টপকে গেল 2 হাজারের গণ্ডি ৷ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 128 জন ৷ আগের দিন যা ছিল 1089 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 90 জন ৷ গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের (Died of Corona in Bengal) ৷ অর্থাৎ গত চব্বিশ ঘণ্টায় দ্বিগুণ হয়েছে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 19 হাজার 757 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 16 লাখ 35 হাজার 34 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 1 হাজার 67 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 16 লাখ 6 হাজার 501 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 8 হাজার 776 জন ৷

আরও পড়ুন : দৈনিক সংক্রমণ 70 শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছাল 13 হাজারে, ওমিক্রন 961

আজ 38 হাজার 898 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 13 লাখ 51 হাজার 59 ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 27 হাজার 256 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 3 লাখ 94 হাজার 185 জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 43 লাখ 64 হাজার 14 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 3 কোটি 86 লাখ 94 হাজার 845 জন ৷

কলকাতা, 30 ডিসেম্বর : রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আরও জোরালো করে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা টপকে গেল 2 হাজারের গণ্ডি ৷ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 128 জন ৷ আগের দিন যা ছিল 1089 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 90 জন ৷ গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের (Died of Corona in Bengal) ৷ অর্থাৎ গত চব্বিশ ঘণ্টায় দ্বিগুণ হয়েছে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 19 হাজার 757 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 16 লাখ 35 হাজার 34 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 1 হাজার 67 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 16 লাখ 6 হাজার 501 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 8 হাজার 776 জন ৷

আরও পড়ুন : দৈনিক সংক্রমণ 70 শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছাল 13 হাজারে, ওমিক্রন 961

আজ 38 হাজার 898 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 13 লাখ 51 হাজার 59 ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 27 হাজার 256 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 3 লাখ 94 হাজার 185 জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 43 লাখ 64 হাজার 14 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 3 কোটি 86 লাখ 94 হাজার 845 জন ৷

Last Updated : Dec 30, 2021, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.