ETV Bharat / city

Corona Update in Bengal : রাজ্যে সংক্রমণ ফের একশোর উপরে - west bengal registers 114 new covid cases in last 24 hours

সংক্রমণ খানিকটা বাড়লেও মৃত্যুর সংখ্যা একই রয়েছে (west bengal registers 114 new covid cases) ৷ মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল মাত্র 1 জনের ৷ বুধবারও সংখ্যাটা একই রইল ৷

corona
corona
author img

By

Published : Mar 9, 2022, 8:23 PM IST

কলকাতা, 9 মার্চ : আগের দিন রাজ্যের করোনার দৈনিক সংক্রমণ একশোর নিচে নেমে এসেছিল ৷ সংখ্যাটা ছিল 64 ৷ চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের সংক্রমণের হার একশোর উপরে ৷ বুধবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে 114 জন করোনায় আক্রান্ত হয়েছেন (west bengal registers 114 new covid cases)৷ সংক্রমণের হার 0.49 শতাংশ ৷ সুস্থ হয়েছেন 102 জন ৷

সংক্রমণ খানিকটা বাড়লেও মৃত্যুর সংখ্যা একই রয়েছে ৷ মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল মাত্র 1 জনের ৷ বুধবারও সংখ্যাটা একই রইল ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 1 জনের ৷ এই নিয়ে বাংলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল 21 হাজার 182 জন ৷ মৃত্যুর হার 1.05 শতাংশ ৷

আরও পড়ুন : Corona Update in India : সামান্য বেড়ে দেশে দৈনিক সংক্রমণ সাড়ে 4 হাজারে

বুধবার 23 হাজার 36 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 1 লাখ 15 হাজার 245 জন-কে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ৷ রাজ্যে মোট 6 কোটি 97 লাখ 56 হাজার 654 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 5 কোটি 87 লাখ 81 হাজার 710 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 16 লাখ 71 হাজার 228 জন ৷

কলকাতা, 9 মার্চ : আগের দিন রাজ্যের করোনার দৈনিক সংক্রমণ একশোর নিচে নেমে এসেছিল ৷ সংখ্যাটা ছিল 64 ৷ চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের সংক্রমণের হার একশোর উপরে ৷ বুধবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে 114 জন করোনায় আক্রান্ত হয়েছেন (west bengal registers 114 new covid cases)৷ সংক্রমণের হার 0.49 শতাংশ ৷ সুস্থ হয়েছেন 102 জন ৷

সংক্রমণ খানিকটা বাড়লেও মৃত্যুর সংখ্যা একই রয়েছে ৷ মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল মাত্র 1 জনের ৷ বুধবারও সংখ্যাটা একই রইল ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 1 জনের ৷ এই নিয়ে বাংলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল 21 হাজার 182 জন ৷ মৃত্যুর হার 1.05 শতাংশ ৷

আরও পড়ুন : Corona Update in India : সামান্য বেড়ে দেশে দৈনিক সংক্রমণ সাড়ে 4 হাজারে

বুধবার 23 হাজার 36 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 1 লাখ 15 হাজার 245 জন-কে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ৷ রাজ্যে মোট 6 কোটি 97 লাখ 56 হাজার 654 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 5 কোটি 87 লাখ 81 হাজার 710 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 16 লাখ 71 হাজার 228 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.