ETV Bharat / city

বিধিনিষেধে ফল, রাজ্যে একদিনে সংক্রমিত কমে 831 - করোনা

গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 1 হাজার 161 জন । কমেছে সংক্রমিতের হারও । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.50 শতাংশ ।

s
s
author img

By

Published : Jul 14, 2021, 8:40 PM IST

কলকাতা, 14 জুলাই : নতুন করে 30 জুলাই অবধি বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার ৷ বিধিনিষেধের সুফল মেলাতেই নয়া নির্দেশ, মনে করছেন বিশেষজ্ঞরা ৷ তারই হাতে গরম প্রমাণ ক্রমশ কমতে থাকা করোনা সংক্রমণ ৷ বুধবারও কমেছে রাজ্যের দৈনিক সংক্রমণ ।

গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 831 জন । গতকাল দৈনিক সংক্রমণ ছিল 863 । সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুও । গতকাল সামান্য বাড়লেও আজ ফের কমল রাজ্যের দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 14 জনের । গতকাল সংখ্যাটা ছিল 17 । রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 13 হাজার 845 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 17 হাজার 958 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 1 হাজার 161 জন । কমেছে সংক্রমিতের হারও । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.50 শতাংশ । বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 78 এবং উত্তর 24 পরগনায় 96 । এদিকে জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরে ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত যথাক্রমে 2 ও 5 জন ৷

আরও পড়ুন: মাস্কহীন মুখ ও দূরত্ববিধি না মেনে বাজারে ভিড় দেখে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

এদিকে 30 জুলাই পর্যন্ত বাড়ানো বিধিনিষেধে আরও শিথিল হয়েছে নিয়ম । আগেই রাস্তায় নেমেছিল বাস । 50 শতাংশ গ্রাহকদের নিয়ে খোলা হয়েছিল জিম, পার্লার, সেলুন । সবজি ও মাছের দোকানও খোলা ছিল সকাল 6 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত । অন্যান্য দোকান খোলা রাখা হচ্ছিল সকাল 11 টা থেকে রাত 8 টা পর্যন্ত । তবে লোকাল ট্রেন ও মেট্রো রেল পরিষেবা বন্ধ ছিল ৷ এবার লোকাল ট্রেন চালু না হলেও 50 শতাংশ যাত্রী নিয়ে মেট্রো পরিষেবায় ছাড় দিল রাজ্য সরকার ৷ তবে শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা ৷ পাশাপাশি 50 শতাংশ কর্মী ও গ্রাহক নিয়ে খোলা যাবে শপিং মলও ৷

কলকাতা, 14 জুলাই : নতুন করে 30 জুলাই অবধি বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার ৷ বিধিনিষেধের সুফল মেলাতেই নয়া নির্দেশ, মনে করছেন বিশেষজ্ঞরা ৷ তারই হাতে গরম প্রমাণ ক্রমশ কমতে থাকা করোনা সংক্রমণ ৷ বুধবারও কমেছে রাজ্যের দৈনিক সংক্রমণ ।

গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 831 জন । গতকাল দৈনিক সংক্রমণ ছিল 863 । সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুও । গতকাল সামান্য বাড়লেও আজ ফের কমল রাজ্যের দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 14 জনের । গতকাল সংখ্যাটা ছিল 17 । রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 13 হাজার 845 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 17 হাজার 958 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 1 হাজার 161 জন । কমেছে সংক্রমিতের হারও । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.50 শতাংশ । বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 78 এবং উত্তর 24 পরগনায় 96 । এদিকে জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরে ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত যথাক্রমে 2 ও 5 জন ৷

আরও পড়ুন: মাস্কহীন মুখ ও দূরত্ববিধি না মেনে বাজারে ভিড় দেখে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

এদিকে 30 জুলাই পর্যন্ত বাড়ানো বিধিনিষেধে আরও শিথিল হয়েছে নিয়ম । আগেই রাস্তায় নেমেছিল বাস । 50 শতাংশ গ্রাহকদের নিয়ে খোলা হয়েছিল জিম, পার্লার, সেলুন । সবজি ও মাছের দোকানও খোলা ছিল সকাল 6 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত । অন্যান্য দোকান খোলা রাখা হচ্ছিল সকাল 11 টা থেকে রাত 8 টা পর্যন্ত । তবে লোকাল ট্রেন ও মেট্রো রেল পরিষেবা বন্ধ ছিল ৷ এবার লোকাল ট্রেন চালু না হলেও 50 শতাংশ যাত্রী নিয়ে মেট্রো পরিষেবায় ছাড় দিল রাজ্য সরকার ৷ তবে শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা ৷ পাশাপাশি 50 শতাংশ কর্মী ও গ্রাহক নিয়ে খোলা যাবে শপিং মলও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.