ETV Bharat / city

Rudranil Ghosh: রাজ্য পুলিশের বিজ্ঞাপনে বিজেপি'র রুদ্রনীল ! 'অবাক' অভিনেতা - মাদকবিরোধী প্রচার

রাজ্য পুলিশের (West Bengal Police) মাদকবিরোধী প্রচারে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) ছবি ব্যবহৃত হওয়ায় বিতর্ক ! তাঁকে এই বিজ্ঞাপনের জন্য বেছে নেওয়ায় একাধিক প্রশ্ন তুললেন অভিনেতা স্বয়ং ৷

West Bengal Police uses Rudranil Ghosh picture in their advertisement sparks controversy
Rudranil Ghosh: রাজ্য পুলিশের বিজ্ঞাপনে বিজেপি-র রুদ্রুনীল ! 'অবাক' অভিনেতা
author img

By

Published : Jun 23, 2022, 8:25 PM IST

Updated : Jun 23, 2022, 8:54 PM IST

কলকাতা, 23 জুন: রাজ্য পুলিশের (West Bengal Police) মাদকবিরোধী প্রচারের 'মুখ' বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ! এমন ঘটনা দেখে তাজ্জব বনে গিয়েছেন খোদ রুদ্রনীলই ৷ নিজের ভেরিফায়েড ফেসবুক (Facebook) অ্য়াকাউন্টে পুলিশের করা পোস্টের স্ক্রিন শট শেয়ার করেছেন তিনি ৷ সেইসঙ্গে, লম্বা একটি বার্তাও লিখেছেন ! যাতে বেশ কিছু প্রশ্ন তুলেছেন অভিনেতা ৷ আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা ৷

পুলিশের তরফে মাদকবিরোধী প্রচার নতুন কিছু নয় ৷ তেমনই একটি প্রচারে সৃজিত মুখোপাধ্য়ায় পরিচালিত 'ভিঞ্চিদা' ছবির অন্যতম প্রধান চরিত্র রুদ্রনীলের একটি ছবি ব্যবহার করা হয় ৷ এদিকে, একটা সময় প্রবল বিজেপিবিরোধী হলেও বর্তমানে রুদ্রনীল একজন বিজেপি নেতা ৷ এমনকী, নতুন দলে যোগ দেওয়ার পর তাদের টিকিটে ভোটের লড়াইয়েও নেমেছেন তিনি ৷ সেই যুদ্ধে জয়ী না-হলেও তৃণমূলের বিরুদ্ধে লাগাতার তোপ দাগতে কোনও দ্বিধা করেননি রুদ্রনীল ৷ এমনকী, নাম না-করে আক্রমণ করেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও !

West Bengal Police uses Rudranil Ghosh picture in their advertisement sparks controversy
রুদ্রনীল ঘোষের ফেসবুক পোস্ট ৷

আরও পড়ুন: Rudranil Ghosh on Leaving BJP : বিজেপি ছাড়ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ ? জল্পনা তুঙ্গে

এহেন রুদ্রনীল ঘোষকে কেন রাজ্য পুলিশ তাদের প্রচারে 'মুখ' হিসাবে তুলে ধরল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রুদ্রনীল নিজেই ৷ তাঁর বক্তব্য, সাধারণত, যে বিশিষ্ট ব্যক্তিরা রাজ্য়ে সরকারপন্থী হিসাবে পরিচিত, তাঁদেরই এমন বিজ্ঞাপনে জায়গা পাওয়া উচিত ৷ কিন্তু, তাঁর অবস্থান তো একেবারে উলটো মেরুতে ! রুদ্রনীল এই বিষয়ে দু'টি সম্ভাবনার কথা বলেছেন ৷ প্রথমত, তাঁর মনে হয়েছে, হয়তো পুলিশের এমন কোনও কর্মী, যিনি লাঠি ধরতে অভ্যস্ত নন, কিংবা কোনও অন্য সংস্থার পেশাদার কোনও গ্রাফিক্স শিল্পী এই কাণ্ড ঘটিয়েছেন ! যিনি হয়তো রাজ্যের রাজনীতি নিয়ে ততটাও ওয়াকিবহাল নন ! অথবা, পুলিশেরই একটি শ্রেণি এবার হয়তো শাসকের বিরুদ্ধে বিরোধিতা শুরু করছেন !

West Bengal Police uses Rudranil Ghosh picture in their advertisement sparks controversy
রুদ্রনীল ঘোষের ফেসবুক বার্তা ৷

এদিকে, ওয়াকিবহাল মহলের একাংশের প্রশ্ন, তবে কি অন্য়ান্য দলবদলু নেতার মতো রুদ্রনীলও তৃণমূলের কাছে ফেরত আসতে চাইছেন ? সেই কারণেই কি রাজ্যের পুলিশ তাঁকে তাদের বিজ্ঞাপনে জায়গা করে দিয়েছে ? এমন একটি প্রশ্ন যে উঠবে, সেকথা রুদ্রনীলের নিজেও উল্লেখ করেছেন তাঁর ফেসবুক পোস্টে ! তবে, আপাতত যে তাঁর তৃণমূলে ফেরার কোনও বাসনা নেই, সেই বার্তাও দিয়েছেন অভিনেতা ৷ তাঁর কথায়, "পেশেন্ট আইসিসিইউ-তে চলে গেলে আর কমলালেবু কিনে দিয়ে লাভ নেই ৷"

কলকাতা, 23 জুন: রাজ্য পুলিশের (West Bengal Police) মাদকবিরোধী প্রচারের 'মুখ' বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ! এমন ঘটনা দেখে তাজ্জব বনে গিয়েছেন খোদ রুদ্রনীলই ৷ নিজের ভেরিফায়েড ফেসবুক (Facebook) অ্য়াকাউন্টে পুলিশের করা পোস্টের স্ক্রিন শট শেয়ার করেছেন তিনি ৷ সেইসঙ্গে, লম্বা একটি বার্তাও লিখেছেন ! যাতে বেশ কিছু প্রশ্ন তুলেছেন অভিনেতা ৷ আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা ৷

পুলিশের তরফে মাদকবিরোধী প্রচার নতুন কিছু নয় ৷ তেমনই একটি প্রচারে সৃজিত মুখোপাধ্য়ায় পরিচালিত 'ভিঞ্চিদা' ছবির অন্যতম প্রধান চরিত্র রুদ্রনীলের একটি ছবি ব্যবহার করা হয় ৷ এদিকে, একটা সময় প্রবল বিজেপিবিরোধী হলেও বর্তমানে রুদ্রনীল একজন বিজেপি নেতা ৷ এমনকী, নতুন দলে যোগ দেওয়ার পর তাদের টিকিটে ভোটের লড়াইয়েও নেমেছেন তিনি ৷ সেই যুদ্ধে জয়ী না-হলেও তৃণমূলের বিরুদ্ধে লাগাতার তোপ দাগতে কোনও দ্বিধা করেননি রুদ্রনীল ৷ এমনকী, নাম না-করে আক্রমণ করেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও !

West Bengal Police uses Rudranil Ghosh picture in their advertisement sparks controversy
রুদ্রনীল ঘোষের ফেসবুক পোস্ট ৷

আরও পড়ুন: Rudranil Ghosh on Leaving BJP : বিজেপি ছাড়ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ ? জল্পনা তুঙ্গে

এহেন রুদ্রনীল ঘোষকে কেন রাজ্য পুলিশ তাদের প্রচারে 'মুখ' হিসাবে তুলে ধরল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রুদ্রনীল নিজেই ৷ তাঁর বক্তব্য, সাধারণত, যে বিশিষ্ট ব্যক্তিরা রাজ্য়ে সরকারপন্থী হিসাবে পরিচিত, তাঁদেরই এমন বিজ্ঞাপনে জায়গা পাওয়া উচিত ৷ কিন্তু, তাঁর অবস্থান তো একেবারে উলটো মেরুতে ! রুদ্রনীল এই বিষয়ে দু'টি সম্ভাবনার কথা বলেছেন ৷ প্রথমত, তাঁর মনে হয়েছে, হয়তো পুলিশের এমন কোনও কর্মী, যিনি লাঠি ধরতে অভ্যস্ত নন, কিংবা কোনও অন্য সংস্থার পেশাদার কোনও গ্রাফিক্স শিল্পী এই কাণ্ড ঘটিয়েছেন ! যিনি হয়তো রাজ্যের রাজনীতি নিয়ে ততটাও ওয়াকিবহাল নন ! অথবা, পুলিশেরই একটি শ্রেণি এবার হয়তো শাসকের বিরুদ্ধে বিরোধিতা শুরু করছেন !

West Bengal Police uses Rudranil Ghosh picture in their advertisement sparks controversy
রুদ্রনীল ঘোষের ফেসবুক বার্তা ৷

এদিকে, ওয়াকিবহাল মহলের একাংশের প্রশ্ন, তবে কি অন্য়ান্য দলবদলু নেতার মতো রুদ্রনীলও তৃণমূলের কাছে ফেরত আসতে চাইছেন ? সেই কারণেই কি রাজ্যের পুলিশ তাঁকে তাদের বিজ্ঞাপনে জায়গা করে দিয়েছে ? এমন একটি প্রশ্ন যে উঠবে, সেকথা রুদ্রনীলের নিজেও উল্লেখ করেছেন তাঁর ফেসবুক পোস্টে ! তবে, আপাতত যে তাঁর তৃণমূলে ফেরার কোনও বাসনা নেই, সেই বার্তাও দিয়েছেন অভিনেতা ৷ তাঁর কথায়, "পেশেন্ট আইসিসিইউ-তে চলে গেলে আর কমলালেবু কিনে দিয়ে লাভ নেই ৷"

Last Updated : Jun 23, 2022, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.