ETV Bharat / city

HS Result 2022 Merit list: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় রেকর্ড 272 জন, প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল (West Bengal HS Result 2022)৷ এ বারের মেধাতালিকায় রয়েছে 272 জনের নাম ৷ প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটা সোনিদেবী হাইস্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা ৷

West Bengal HS Result 2022: Merit list of WBCHSE WB 12th exam
উচ্চমাধ্যমিকের মেধাতালিকা
author img

By

Published : Jun 10, 2022, 11:24 AM IST

Updated : Jun 10, 2022, 12:15 PM IST

কলকাতা, 10 জুন: এ বারের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন 272 জন ৷ তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা 144 জন । 128 জন ছাত্রী । প্রথম হয়েছে অদিশা দেবশর্মা ৷ সে কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী ৷ 99.6 শতাংশ অর্থাৎ 498 নম্বর পেয়েছেন তিনি ৷

পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত 497 নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন ৷ 99.2 শতাংশ অর্থাৎ 496 নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন চারজন ৷ এর মধ্যে রয়েছেন কলকাতার পাঠভবনের পড়ুয়া রোহিন সেন ৷ 99 শতাংশ অর্থাৎ 495 নম্বর পেয়ে চতুর্থ হয়েছেন আটজন ৷

স্থাননামপ্রাপ্ত নম্বরস্থান
প্রথমঅদিশা দেবশর্মা498কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল
দ্বিতীয়সায়নদীপ সামন্ত497পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়
তৃতীয় রোহিন সেন496কলকাতা পাঠভবন হাইস্কুল
তৃতীয়সোহম দাস496হুগলি কলেজিয়েট স্কুল
তৃতীয়অভীক দাস496কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন
তৃতীয়পরিচয় পারি496পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়

494 নম্বর অর্থাৎ 98.8 শতাংশ নম্বর পেয়ে পঞ্চম হয়েছেন 11 জন ৷ 493 নম্বর অর্থাৎ 98.3 শতাংশ নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছেন 32 জন ৷ 492 অর্থাৎ 98.4 নম্বর পেয়ে সপ্তম হয়েছেন 37 জন ৷ এর মধ্যে রয়েছেন কলকাতার কাজি শামিম ৷ 491 অর্থাৎ 98.2 শতাংশ নম্বর পেয়ে অষ্টম হয়েছেন 55 জন ৷ এর মধ্যে রয়েছেন চেতলা বয়েজ হাইস্কুলের শৌভিক দাস ৷ 490 অর্থাৎ 98 শতাংশ নম্বর পেয়ে নবম হয়েছেন 54 জন ৷ 489 অর্থাৎ 97.8 শতাংশ নম্বর পেয়ে দশম হয়েছেন 69 জন ৷

আজ সকালে প্রকাশিত হয় উচ্চমাধ্যমিকের ফলাফল (West Bengal HS Result 2022)৷ এ বছর পাশের হার 88.44 শতাংশ ৷ পরীক্ষা শেষ হওয়ার পর 44 দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE WB 12th exam)৷

আরও পড়ুন: HS Result 2022: আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট ?

এ বছর পরীক্ষা হয় অফলাইনে ৷ পরীক্ষা চলে চলতি বছরের 2 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত ৷ মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 998 ৷ পরীক্ষা দেন 7 লক্ষ 45 হাজার ছাত্রছাত্রী (HS Result out)৷

কলকাতা, 10 জুন: এ বারের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন 272 জন ৷ তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা 144 জন । 128 জন ছাত্রী । প্রথম হয়েছে অদিশা দেবশর্মা ৷ সে কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী ৷ 99.6 শতাংশ অর্থাৎ 498 নম্বর পেয়েছেন তিনি ৷

পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত 497 নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন ৷ 99.2 শতাংশ অর্থাৎ 496 নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন চারজন ৷ এর মধ্যে রয়েছেন কলকাতার পাঠভবনের পড়ুয়া রোহিন সেন ৷ 99 শতাংশ অর্থাৎ 495 নম্বর পেয়ে চতুর্থ হয়েছেন আটজন ৷

স্থাননামপ্রাপ্ত নম্বরস্থান
প্রথমঅদিশা দেবশর্মা498কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল
দ্বিতীয়সায়নদীপ সামন্ত497পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়
তৃতীয় রোহিন সেন496কলকাতা পাঠভবন হাইস্কুল
তৃতীয়সোহম দাস496হুগলি কলেজিয়েট স্কুল
তৃতীয়অভীক দাস496কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন
তৃতীয়পরিচয় পারি496পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়

494 নম্বর অর্থাৎ 98.8 শতাংশ নম্বর পেয়ে পঞ্চম হয়েছেন 11 জন ৷ 493 নম্বর অর্থাৎ 98.3 শতাংশ নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছেন 32 জন ৷ 492 অর্থাৎ 98.4 নম্বর পেয়ে সপ্তম হয়েছেন 37 জন ৷ এর মধ্যে রয়েছেন কলকাতার কাজি শামিম ৷ 491 অর্থাৎ 98.2 শতাংশ নম্বর পেয়ে অষ্টম হয়েছেন 55 জন ৷ এর মধ্যে রয়েছেন চেতলা বয়েজ হাইস্কুলের শৌভিক দাস ৷ 490 অর্থাৎ 98 শতাংশ নম্বর পেয়ে নবম হয়েছেন 54 জন ৷ 489 অর্থাৎ 97.8 শতাংশ নম্বর পেয়ে দশম হয়েছেন 69 জন ৷

আজ সকালে প্রকাশিত হয় উচ্চমাধ্যমিকের ফলাফল (West Bengal HS Result 2022)৷ এ বছর পাশের হার 88.44 শতাংশ ৷ পরীক্ষা শেষ হওয়ার পর 44 দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE WB 12th exam)৷

আরও পড়ুন: HS Result 2022: আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট ?

এ বছর পরীক্ষা হয় অফলাইনে ৷ পরীক্ষা চলে চলতি বছরের 2 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত ৷ মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 998 ৷ পরীক্ষা দেন 7 লক্ষ 45 হাজার ছাত্রছাত্রী (HS Result out)৷

Last Updated : Jun 10, 2022, 12:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.