কলকাতা, 10 জুন: এ বারের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন 272 জন ৷ তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা 144 জন । 128 জন ছাত্রী । প্রথম হয়েছে অদিশা দেবশর্মা ৷ সে কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী ৷ 99.6 শতাংশ অর্থাৎ 498 নম্বর পেয়েছেন তিনি ৷
পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত 497 নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন ৷ 99.2 শতাংশ অর্থাৎ 496 নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন চারজন ৷ এর মধ্যে রয়েছেন কলকাতার পাঠভবনের পড়ুয়া রোহিন সেন ৷ 99 শতাংশ অর্থাৎ 495 নম্বর পেয়ে চতুর্থ হয়েছেন আটজন ৷
স্থান | নাম | প্রাপ্ত নম্বর | স্থান |
প্রথম | অদিশা দেবশর্মা | 498 | কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল |
দ্বিতীয় | সায়নদীপ সামন্ত | 497 | পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয় |
তৃতীয় | রোহিন সেন | 496 | কলকাতা পাঠভবন হাইস্কুল |
তৃতীয় | সোহম দাস | 496 | হুগলি কলেজিয়েট স্কুল |
তৃতীয় | অভীক দাস | 496 | কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন |
তৃতীয় | পরিচয় পারি | 496 | পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয় |
494 নম্বর অর্থাৎ 98.8 শতাংশ নম্বর পেয়ে পঞ্চম হয়েছেন 11 জন ৷ 493 নম্বর অর্থাৎ 98.3 শতাংশ নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছেন 32 জন ৷ 492 অর্থাৎ 98.4 নম্বর পেয়ে সপ্তম হয়েছেন 37 জন ৷ এর মধ্যে রয়েছেন কলকাতার কাজি শামিম ৷ 491 অর্থাৎ 98.2 শতাংশ নম্বর পেয়ে অষ্টম হয়েছেন 55 জন ৷ এর মধ্যে রয়েছেন চেতলা বয়েজ হাইস্কুলের শৌভিক দাস ৷ 490 অর্থাৎ 98 শতাংশ নম্বর পেয়ে নবম হয়েছেন 54 জন ৷ 489 অর্থাৎ 97.8 শতাংশ নম্বর পেয়ে দশম হয়েছেন 69 জন ৷
আজ সকালে প্রকাশিত হয় উচ্চমাধ্যমিকের ফলাফল (West Bengal HS Result 2022)৷ এ বছর পাশের হার 88.44 শতাংশ ৷ পরীক্ষা শেষ হওয়ার পর 44 দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE WB 12th exam)৷
আরও পড়ুন: HS Result 2022: আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট ?
এ বছর পরীক্ষা হয় অফলাইনে ৷ পরীক্ষা চলে চলতি বছরের 2 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত ৷ মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 998 ৷ পরীক্ষা দেন 7 লক্ষ 45 হাজার ছাত্রছাত্রী (HS Result out)৷