কলকাতা, 18 এপ্রিল : লকডাউনের মেয়াদ বৃদ্ধি হলেও কমছে না কোরোনা ভাইরাসের সংক্রমণ । তাই রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য । পাশাপাশি তিনি মন্তব্য করেন, রাজ্য সরকার তথ্য গোপন করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে । একইসঙ্গে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস সংলগ্ন ধাপায় কাদের দেহ দাহ করা হয়েছে তা নিয়েও মুখ্যমন্ত্রীর জবাব চেয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য । তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মেনে রাজ্য সরকারের পদক্ষেপ করা উচিত ।"
আজ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন । কীভাবে কোরোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে আলোচনা হয় বিস্তর । এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের হটস্পট চিহ্নিত এলাকাগুলির কংগ্রেস নেতৃত্বও । বৈঠক শেষে প্রদীপ ভট্টাচার্য জানান, রাজ্যের যে পরিস্থিতি তাতে উদ্বেগ আরও বৃদ্ধি হচ্ছে । ক্রমশ কোরোনা সংক্রমণ রাজ্যে বিস্তৃত হচ্ছে । হাওড়ায় ব্যাপকভাবে এই রোগের সংক্রমণ ছড়িয়ে পড়েছে । অনেক আগে থেকেই রাজ্য সরকারকে সচেতন করেছিল প্রদেশ কংগ্রেস । শারীরিক পরীক্ষা -নিরীক্ষার জন্য একাধিকবার রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল । কোরোনা পরীক্ষার জন্য যে কিটের দরকার তা না থাকায় রাজ্যে যথাযথভাবে নমুনা পরীক্ষা করা যায়নি ।
উদ্বিগ্ন প্রদীপ ভট্টাচার্য বলেন, "খুব দুর্ভাগ্যের বিষয় , এখনও রাজ্যজুড়ে সক্রিয়ভাবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে না । সমস্ত সিদ্ধান্তই যদি রাজনৈতিকভাবে নেওয়া হয় তাহলে এই রোগের উপশম হবে না । বিশেষজ্ঞ বা এক্সপার্ট কমিটির মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করতে হবে । মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিলে তা ভয়ঙ্কর হতে পারে । কোরোনা ভাইরাস নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে রাজ্য সরকার পদক্ষেপ নিক । না হলে কোরোনা আরও বিস্তার বাড়াবে রাজ্যে । শারীরিক পরীক্ষা-নিরীক্ষা অভাবে চোখের সামনে মানুষের মৃত্যু হবে । অতীতেই রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছিল ।"
প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের আশঙ্কা, রাজ্যে যেভাবে লকডাউন শ্লথ হয়ে যাচ্ছে তাতে এই মারণ রোগ আরও ছড়িয়ে পড়বে । হাওড়াতেও লকডাউন অমান্য করা হচ্ছিল বলে ওই জেলায় কোরোনা ভয়াবহ আকার নিয়েছে । এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মেনে চলা উচিত রাজ্য সরকারের । মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্ত বর্জন করা উচিত। বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত কার্যকরী করা প্রয়োজন ।
রাজ্যের রেশনিং সিস্টেম ভেঙে পড়েছে বলেও আজ উদ্বেগ প্রকাশ করেছেন প্রদীপ ভট্টাচার্য । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে সরাসরি হস্তক্ষেপ করতে হবে । তাহলেই রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে । বিপন্ন মানুষ খাদ্যসামগ্রী রেশন থেকে পাবেন ।"