ETV Bharat / city

শহরাঞ্চলের স্বাস্থ্য়কর্মীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা রাজ্যের - package for the trained Honorary Health Workers

প্রশিক্ষণপ্রাপ্ত সাম্মানিক স্বাস্থ্যকর্মীরা, যাঁরা নিরলসভাবে শহরাঞ্চলে পরিষেবা দিয়ে আসছেন, তাঁদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ তৈরি করা হয়েছে । টুইটে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 28, 2020, 9:10 PM IST

কলকাতা, 28 জুন : প্রশিক্ষণপ্রাপ্ত সাম্মানিক স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে আজ একটি টুইটও করেন তিনি । তিনি লেখেন, "শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় আরও গতি আনতে রাজ্য অবিরাম কাজ করে যাচ্ছে । রাজ্য সরকারের তরফে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্রশিক্ষণপ্রাপ্ত সাম্মানিক স্বাস্থ্যকর্মীরা, যাঁরা নিরলসভাবে শহরাঞ্চলে পরিষেবা দিয়ে আসছেন তাঁদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ তৈরি করা হয়েছে ।"

টুইটারে তিনি আরও লেখেন, "শহর এলাকায় প্রসূতি ও শিশুদের কথা মাথায় রেখেই এই সাম্মানিক স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে । টীকাকরণ, যক্ষা দূরীকরণ ও এই ধরনের অন্যান্য রোগের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে টীকা দেওয়ার কাজ করতে হয় এই স্বাস্থ্যকর্মীদের । প্রায় 6 হাজার 500 সাম্মানিক স্বাস্থ্যকর্মী এই প্যাকেজের সুবিধা পাবেন । 1 জুলাই থেকে এই প্যাকেজ অনুযায়ী কাজ শুরু হবে । "

  • As part of our continued efforts to make primary healthcare in urban areas more robust, I, on behalf of the Government of West Bengal, am pleased to introduce a package of financial incentives for the trained Honorary Health Workers (HHW) providing services in urban areas. (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) June 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যে বাড়তে থাকা কোরোনা সংক্রমণের মাঝে মুখ্যমন্ত্রীর এই নতুন প্যাকেজের ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি স্বাস্থ্যকর্মীরা । রাজ্যে ক্রমেই জটিল হতে শুরু করেছে কোরোনা পরিস্থিতি । রাজ্য সরকারের প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত 17 হাজার 283 জন কোরোনায় সংক্রমিত হয়েছে । মৃত্যু হয়েছে 639 জনের । শুধু কলকাতাতেই 5 হাজার 573 জন কোরোনায় সংক্রমিত হয়েছে । শেষ 24 ঘণ্টায় কলকাতায় 171 জন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে ।

  • These HHWs will be specially trained so as to further intensify our focus on the care of pregnant women, infants, immunisation, elimination of TB and other such diseases through household visits. Around 6,500 HHWs will be benefitted by this initiative starting July 1, 2020. (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) June 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 28 জুন : প্রশিক্ষণপ্রাপ্ত সাম্মানিক স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে আজ একটি টুইটও করেন তিনি । তিনি লেখেন, "শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় আরও গতি আনতে রাজ্য অবিরাম কাজ করে যাচ্ছে । রাজ্য সরকারের তরফে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্রশিক্ষণপ্রাপ্ত সাম্মানিক স্বাস্থ্যকর্মীরা, যাঁরা নিরলসভাবে শহরাঞ্চলে পরিষেবা দিয়ে আসছেন তাঁদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ তৈরি করা হয়েছে ।"

টুইটারে তিনি আরও লেখেন, "শহর এলাকায় প্রসূতি ও শিশুদের কথা মাথায় রেখেই এই সাম্মানিক স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে । টীকাকরণ, যক্ষা দূরীকরণ ও এই ধরনের অন্যান্য রোগের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে টীকা দেওয়ার কাজ করতে হয় এই স্বাস্থ্যকর্মীদের । প্রায় 6 হাজার 500 সাম্মানিক স্বাস্থ্যকর্মী এই প্যাকেজের সুবিধা পাবেন । 1 জুলাই থেকে এই প্যাকেজ অনুযায়ী কাজ শুরু হবে । "

  • As part of our continued efforts to make primary healthcare in urban areas more robust, I, on behalf of the Government of West Bengal, am pleased to introduce a package of financial incentives for the trained Honorary Health Workers (HHW) providing services in urban areas. (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) June 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যে বাড়তে থাকা কোরোনা সংক্রমণের মাঝে মুখ্যমন্ত্রীর এই নতুন প্যাকেজের ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি স্বাস্থ্যকর্মীরা । রাজ্যে ক্রমেই জটিল হতে শুরু করেছে কোরোনা পরিস্থিতি । রাজ্য সরকারের প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত 17 হাজার 283 জন কোরোনায় সংক্রমিত হয়েছে । মৃত্যু হয়েছে 639 জনের । শুধু কলকাতাতেই 5 হাজার 573 জন কোরোনায় সংক্রমিত হয়েছে । শেষ 24 ঘণ্টায় কলকাতায় 171 জন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে ।

  • These HHWs will be specially trained so as to further intensify our focus on the care of pregnant women, infants, immunisation, elimination of TB and other such diseases through household visits. Around 6,500 HHWs will be benefitted by this initiative starting July 1, 2020. (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) June 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.