ETV Bharat / city

কেন্দ্র দেবে ভ্যাকসিন, সেরামে গচ্ছিত অগ্রিম ফেরত চাইল রাজ্য - সিরাম ইনস্টিটিউট

সূত্রের খবর, ভ্যাকসিনের মোট 26 লাখ ডোজ়ের জন্য উৎপাদক সংস্থাকে প্রায় 70 কোটি টাকা অগ্রিম দিয়েছে রাজ্য সরকার । বুধবার সেই টাকাই ফেরত চেয়েই চিঠি পাঠিয়েছে রাজ্য ।

west-bengal-government-demanded-return-of-advance-deposited-to-serum-institute
west-bengal-government-demanded-return-of-advance-deposited-to-serum-institute
author img

By

Published : Jun 16, 2021, 9:43 PM IST

Updated : Jun 16, 2021, 9:54 PM IST

কলকাতা, জুন 16 : রাজ্যগুলিকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিতে অঙ্গীকারবদ্ধ কেন্দ্রীয় সরকার । তাই করোনার ভ্যাকসিন উৎপাদক সংস্থা সেরাম ইনস্টিটিউটকে আগের দেওয়া ভ্যাকসিনের বরাত বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার । সেই সঙ্গে সংস্থার কাছে জমা করা অগ্রিম টাকা ফেরত চাইল রাজ্য । রাজ্য স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার এই মর্মে উৎপাদক সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে ।

সূত্রের খবর, ভ্যাকসিনের মোট 26 লাখ ডোজ়ের জন্য উৎপাদক সংস্থাকে প্রায় 70 কোটি টাকা অগ্রিম দিয়েছে রাজ্য সরকার । বুধবার সেই টাকাই ফেরত চেয়েই চিঠি পাঠিয়েছে রাজ্য । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যের অর্থ দফতরের এক আধিকারিক বলেন, "এমনিতেই বিভিন্ন কারণে রাজ্যের কোষাগারের হাল খারাপ । তাই অগ্রিম বাবদ দেওয়া টাকা ফেরত পেলে অল্প হলেও রাজ্যের উপকার হবে । এখন প্রশ্ন, কবে ও কিভাবে এই অগ্রিম টাকা ফেরত পাওয়া যাবে ৷"

আরও পডুন: বিজ্ঞান মেনেই কোভিশিল্ডের দু’টি ডোজের ব্যবধান বাড়ানোর সিদ্ধান্ত, দাবি কেন্দ্রের

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, এখন থেকে প্রয়োজনীয় ভ্যাকসিনের 75 শতাংশ কিনবে কেন্দ্রীয় সরকার । সেই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে বিভিন্ন রাজ্যকে । এই খবরে আর্থিক সাশ্রয়ের প্রশ্নে স্বস্তি পেয়েছিল রাজ্য অর্থ দফতর ৷ এখন দেখার কত তাড়াতাড়ি উৎপাদক সংস্থার থেকে অগ্রিম ফেরত পায় রাজ্য ।

কলকাতা, জুন 16 : রাজ্যগুলিকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিতে অঙ্গীকারবদ্ধ কেন্দ্রীয় সরকার । তাই করোনার ভ্যাকসিন উৎপাদক সংস্থা সেরাম ইনস্টিটিউটকে আগের দেওয়া ভ্যাকসিনের বরাত বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার । সেই সঙ্গে সংস্থার কাছে জমা করা অগ্রিম টাকা ফেরত চাইল রাজ্য । রাজ্য স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার এই মর্মে উৎপাদক সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে ।

সূত্রের খবর, ভ্যাকসিনের মোট 26 লাখ ডোজ়ের জন্য উৎপাদক সংস্থাকে প্রায় 70 কোটি টাকা অগ্রিম দিয়েছে রাজ্য সরকার । বুধবার সেই টাকাই ফেরত চেয়েই চিঠি পাঠিয়েছে রাজ্য । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যের অর্থ দফতরের এক আধিকারিক বলেন, "এমনিতেই বিভিন্ন কারণে রাজ্যের কোষাগারের হাল খারাপ । তাই অগ্রিম বাবদ দেওয়া টাকা ফেরত পেলে অল্প হলেও রাজ্যের উপকার হবে । এখন প্রশ্ন, কবে ও কিভাবে এই অগ্রিম টাকা ফেরত পাওয়া যাবে ৷"

আরও পডুন: বিজ্ঞান মেনেই কোভিশিল্ডের দু’টি ডোজের ব্যবধান বাড়ানোর সিদ্ধান্ত, দাবি কেন্দ্রের

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, এখন থেকে প্রয়োজনীয় ভ্যাকসিনের 75 শতাংশ কিনবে কেন্দ্রীয় সরকার । সেই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে বিভিন্ন রাজ্যকে । এই খবরে আর্থিক সাশ্রয়ের প্রশ্নে স্বস্তি পেয়েছিল রাজ্য অর্থ দফতর ৷ এখন দেখার কত তাড়াতাড়ি উৎপাদক সংস্থার থেকে অগ্রিম ফেরত পায় রাজ্য ।

Last Updated : Jun 16, 2021, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.