ETV Bharat / city

অসমে চিকিৎসককে হত্যার প্রতিবাদে আজ "ব্ল্যাক ব্যাজ ডে" পালন রাজ্যে - West Bengal doctor's association to wear black

অসমে গণপিটুনিতে মৃত্যু হয় এক চিকিৎসকের ৷ প্রতিবাদে আজ "ব্ল্যাক ব্যাজ ডে" পালন করবে পশ্চিমবঙ্গের একাধিক চিকিৎসক সংগঠন ৷

দেবেন দত্ত
author img

By

Published : Sep 2, 2019, 4:59 AM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : অসমে গণপিটুনিতে এক চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে "ব্ল্যাক ব্যাজ ডে" পালনের ডাক দিল পশ্চিমবঙ্গের একাধিক চিকিৎসক সংগঠন ৷ কালো ব্যাজ পরে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে পরিষেবা দেওয়ার আর্জি জানানো হয়েছে সংগঠনগুলির তরফে ৷ আগামীদিনে কর্মবিরতিরও হুঁশিয়ারি দিয়েছে কয়েকটি সংগঠন ।

শনিবার অসমের জোরহাটের একটি চা বাগানে গণপিটুনিতে মৃত্যু হয় দেবেন দত্ত নামে এক চিকিৎসকের ৷ অবসর গ্রহণের পরও জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করতেন তিনি ৷ তাঁকে হত্যার ঘটনাটি সামনে আসার পরই দেশজুড়ে চিকিৎসক মহলে প্রতিবাদের ঝড় ওঠে ৷ বিবৃতি জারি করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-এর হেড কোয়ার্টারের তরফে এই "পাশবিক হত্যা"-র তীব্র নিন্দা করা হয় ৷ দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানানোর পাশাপাশি ঘটনায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপেরও দাবি তোলা হয়েছে ৷ দেবেনবাবুর পরিবারকে আর্থিক সাহায্যেরও দাবি জানিয়েছে IMA ৷

এই সংক্রান্ত আরও খবর : অসমে গণপিটুনিতে মৃত্যু চিকিৎসকের

ঘটনার নিন্দা করেছে এরাজ্যের চিকিৎসক মহলও ৷ ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, এই ঘটনা শুধু একজন চিকিৎসকের "হত্যা" নয়, এটা বিশ্বের সেরা পেশার উপর আঘাত । অবিলম্বে এই ঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ইমেইল করেছে তারা ৷ সংগঠনের সভাপতি অর্জুন দাশগুপ্ত বলেন, "চিকিৎসকদের বিরুদ্ধে হিংসাত্মক ঘটনার চরম রূপ হিসেবে দেখা দিল এই ঘটনা । আমরা যে ভয়টা পাচ্ছিলাম, সেটাই হল । অবিলম্বে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষকে বার্তা দেওয়া উচিত যে, এই ধরনের ঘটনা আর বরদাস্ত করা হবে না ।" এই ঘটনার প্রতিবাদে চিকিৎসক সংগঠনগুলির তরফে কালো ব্যাজ পরে পরিষেবা দেওয়ার আর্জি জানানো হয়েছে ৷ সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, "সোমবার আমরা কালো ব্যাজ পরে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।"

কলকাতা, 2 সেপ্টেম্বর : অসমে গণপিটুনিতে এক চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে "ব্ল্যাক ব্যাজ ডে" পালনের ডাক দিল পশ্চিমবঙ্গের একাধিক চিকিৎসক সংগঠন ৷ কালো ব্যাজ পরে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে পরিষেবা দেওয়ার আর্জি জানানো হয়েছে সংগঠনগুলির তরফে ৷ আগামীদিনে কর্মবিরতিরও হুঁশিয়ারি দিয়েছে কয়েকটি সংগঠন ।

শনিবার অসমের জোরহাটের একটি চা বাগানে গণপিটুনিতে মৃত্যু হয় দেবেন দত্ত নামে এক চিকিৎসকের ৷ অবসর গ্রহণের পরও জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করতেন তিনি ৷ তাঁকে হত্যার ঘটনাটি সামনে আসার পরই দেশজুড়ে চিকিৎসক মহলে প্রতিবাদের ঝড় ওঠে ৷ বিবৃতি জারি করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-এর হেড কোয়ার্টারের তরফে এই "পাশবিক হত্যা"-র তীব্র নিন্দা করা হয় ৷ দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানানোর পাশাপাশি ঘটনায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপেরও দাবি তোলা হয়েছে ৷ দেবেনবাবুর পরিবারকে আর্থিক সাহায্যেরও দাবি জানিয়েছে IMA ৷

এই সংক্রান্ত আরও খবর : অসমে গণপিটুনিতে মৃত্যু চিকিৎসকের

ঘটনার নিন্দা করেছে এরাজ্যের চিকিৎসক মহলও ৷ ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, এই ঘটনা শুধু একজন চিকিৎসকের "হত্যা" নয়, এটা বিশ্বের সেরা পেশার উপর আঘাত । অবিলম্বে এই ঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ইমেইল করেছে তারা ৷ সংগঠনের সভাপতি অর্জুন দাশগুপ্ত বলেন, "চিকিৎসকদের বিরুদ্ধে হিংসাত্মক ঘটনার চরম রূপ হিসেবে দেখা দিল এই ঘটনা । আমরা যে ভয়টা পাচ্ছিলাম, সেটাই হল । অবিলম্বে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষকে বার্তা দেওয়া উচিত যে, এই ধরনের ঘটনা আর বরদাস্ত করা হবে না ।" এই ঘটনার প্রতিবাদে চিকিৎসক সংগঠনগুলির তরফে কালো ব্যাজ পরে পরিষেবা দেওয়ার আর্জি জানানো হয়েছে ৷ সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, "সোমবার আমরা কালো ব্যাজ পরে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।"

Intro:কলকাতা, 1 সেপ্টেম্বর: অসমে কর্তব্যরত এক ডাক্তারকে "হত্যা"র প্রতিবাদে, সোমবার রাজ্যজুড়ে "ব্ল্যাক ব্যাজ ডে" পালন করবে এ রাজ্যের সরকারি এবং বেসরকারি ডাক্তারদের বিভিন্ন অংশ। জানা গিয়েছে, আগামী দিনে কর্মবিরতির কর্মসূচিও গ্রহণ করতে পারে এ রাজ্যের ডাক্তারদের কোনও কোনও সংগঠন। এই ঘটনায় বিচার চেয়ে ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে মেল পাঠিয়েছে এ রাজ্যের ডাক্তারদের একটি সংগঠন। এই ঘটনার প্রতিবাদে সোমবার কালো ব্যাজ পরে পরিষেবা দেওয়ার জন্য ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের কাছে আহ্বান জানানো হয়েছে।
Body:গতকাল শনিবার, 31 অগাস্ট অসমের জোরহাটের একটি চা বাগানে ডাক্তার দেবেন দত্ত (75)-কে পিটিয়ে মারে একদল উন্মত্ত জনতা। জোরহাটের টিয়োভা টি এস্টেট। এই চা বাগান বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু, অবসর গ্রহনের পরেও এই চা বাগানের হাসপাতালে ডাক্তার দেবেন দত্ত পরিষেবা দিচ্ছিলেন। এই ঘটনার প্রতিবাদে নিন্দায় সরব হয়েছে সরকারি-বেসরকারি ডাক্তারদের বিভিন্ন সংগঠন। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-এর হেড কোয়ার্টার রবিবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, অসমের জোরহাটের টিয়োভা টি এস্টেটের মেডিকেল অফিসার ডাক্তার দেবেন দত্তকে "পাশবিকভাবে হত্যা"র তীব্র নিন্দা জানানো হচ্ছে। অবসর গ্রহণের পরেও শ্রমিকদের জন্য পরিষেবা দিয়ে যাচ্ছিলেন এই ডাক্তার। ডাক্তারদের বিরুদ্ধে এই ধরনের হিংসাত্মক ঘটনায় IMA-র হেড কোয়ার্টার হতবাক। এই ঘটনায় দোষী সকলকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে IMA-র হেড কোয়ার্টার। এই ধরনের ঘটনার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ এবং মৃত ডাক্তারের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানিয়েছে IMA-র হেড কোয়ার্টার।
Conclusion:এই ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে "ব্ল্যাক ব্যাজ ডে"-র ডাক দিয়েছে ডাক্তারদের বিভিন্ন সংগঠন। এ রাজ্যের সরকারি ডাক্তারদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক, ডাক্তার মানস গুমটা বলেন, "সোমবার আমরা কালো ব্যাজ পরে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।" সরকারি ডাক্তারদের সরকারি ডাক্তারদের অন্য একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম এবং, ডাক্তারদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টারের তরফে জানানো হয়েছে, কর্তব্যরত অবস্থায় "মর্মান্তিক ভাবে খুন" হয়েছেন ডাক্তার দেবেন দত্ত। সোমবার, রাজ্যের সরকারি এবং বেসরকারি ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের কাছে এই দুই সংগঠনের তরফে কালো ব্যাজ পরে পরিষেবা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, এই ঘটনা শুধুমাত্র একজন ডাক্তারকে "হত্যা" করা নয়। এই ঘটনা বিশ্বের সেরা পেশার উপর আঘাত করা। এই সংগঠনের তরফে অসমের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অবিলম্বে এই ঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মেল পাঠানো হয়েছে। এই সংগঠনের প্রেসিডেন্ট, ডাক্তার অর্জুন দাশগুপ্ত বলেন, "ডাক্তার দেবেন দত্তকে খুনের ঘটনা, ডাক্তারদের বিরুদ্ধে হিংসাত্মক ঘটনার চরম রূপ হিসাবে দেখা দিল।আমরা যে ভয় পাচ্ছিলাম, তা ঘটল।অবিলম্বে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষকে বার্তা দেওয়া উচিত যে, এই ধরনের ঘটনা আর সহ্য করা হবে না।"

_______

ছবি:
wb_kol_02a_dr_murder_black_badg_pic_7203421
ডাক্তার দেবেন দত্ত



ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.