কলকাতা, 2 সেপ্টেম্বর : অসমে গণপিটুনিতে এক চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে "ব্ল্যাক ব্যাজ ডে" পালনের ডাক দিল পশ্চিমবঙ্গের একাধিক চিকিৎসক সংগঠন ৷ কালো ব্যাজ পরে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে পরিষেবা দেওয়ার আর্জি জানানো হয়েছে সংগঠনগুলির তরফে ৷ আগামীদিনে কর্মবিরতিরও হুঁশিয়ারি দিয়েছে কয়েকটি সংগঠন ।
শনিবার অসমের জোরহাটের একটি চা বাগানে গণপিটুনিতে মৃত্যু হয় দেবেন দত্ত নামে এক চিকিৎসকের ৷ অবসর গ্রহণের পরও জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করতেন তিনি ৷ তাঁকে হত্যার ঘটনাটি সামনে আসার পরই দেশজুড়ে চিকিৎসক মহলে প্রতিবাদের ঝড় ওঠে ৷ বিবৃতি জারি করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-এর হেড কোয়ার্টারের তরফে এই "পাশবিক হত্যা"-র তীব্র নিন্দা করা হয় ৷ দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানানোর পাশাপাশি ঘটনায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপেরও দাবি তোলা হয়েছে ৷ দেবেনবাবুর পরিবারকে আর্থিক সাহায্যেরও দাবি জানিয়েছে IMA ৷
এই সংক্রান্ত আরও খবর : অসমে গণপিটুনিতে মৃত্যু চিকিৎসকের
ঘটনার নিন্দা করেছে এরাজ্যের চিকিৎসক মহলও ৷ ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, এই ঘটনা শুধু একজন চিকিৎসকের "হত্যা" নয়, এটা বিশ্বের সেরা পেশার উপর আঘাত । অবিলম্বে এই ঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ইমেইল করেছে তারা ৷ সংগঠনের সভাপতি অর্জুন দাশগুপ্ত বলেন, "চিকিৎসকদের বিরুদ্ধে হিংসাত্মক ঘটনার চরম রূপ হিসেবে দেখা দিল এই ঘটনা । আমরা যে ভয়টা পাচ্ছিলাম, সেটাই হল । অবিলম্বে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষকে বার্তা দেওয়া উচিত যে, এই ধরনের ঘটনা আর বরদাস্ত করা হবে না ।" এই ঘটনার প্রতিবাদে চিকিৎসক সংগঠনগুলির তরফে কালো ব্যাজ পরে পরিষেবা দেওয়ার আর্জি জানানো হয়েছে ৷ সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, "সোমবার আমরা কালো ব্যাজ পরে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।"