ETV Bharat / city

ব্রিগেডের মঞ্চে আব্বাসকে পেয়ে কি বুদ্ধকে ভুলল বামেরা ?

শনিবার পর্যন্ত যিনি ব্রিগেড সমাবেশের প্রেক্ষিতে ছিলেন প্রাসঙ্গিক , রবিবার মঞ্চে তাঁর নাম একবারও কেউ উচ্চারণ করলেন না ৷ কেন ? বুদ্ধদেব ভট্টাচার্যকে ভুলে গেল বামফ্রন্ট, উঠছে প্রশ্ন ৷

ব্রিগেডের মঞ্চে আব্বাসকে পেয়ে কি বুদ্ধকে ভুলল বামেরা ?
ব্রিগেডের মঞ্চে আব্বাসকে পেয়ে কি বুদ্ধকে ভুলল বামেরা ?
author img

By

Published : Feb 28, 2021, 9:54 PM IST

Updated : Mar 1, 2021, 12:39 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি : 2015 সাল ৷ শেষবার ব্রিগেডের জনসভায় বক্তৃতা করেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ 2019 সালের ব্রিগেডে এসেছিলেন ৷ কিন্তু শারীরিক অসুস্থতার জন্য মঞ্চেও ওঠেননি ৷ তবে তাঁকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল সেদিন উপস্থিত বাম সমর্থক-কর্মীরা ৷ তাই এবার তাঁর ‘উপস্থিতি’র জন্য অনেকদিন ধরে জল্পনা চলছিল ৷

শারীরিক অসুস্থতার জন্য তিনি যে ব্রিগেডের জনসভায় যোগ দিতে পারবেন, তা আগেই আঁচ করেছিলেন নেতা-কর্মীরা ৷ তাই তাঁর থেকে অন্তত একটা ভার্চুয়াল বার্তার অপেক্ষায় ছিলেন সমর্থকরা ৷ সমাবেশের সময় যত এগিয়ে আসে, ততই বোঝা যাচ্ছিল যে সেটাও সম্ভব নয় ৷ তাই অন্তত তাঁর একটা বার্তা ব্রিগেডের মঞ্চে পড়ে শোনানো হোক এমনটাই চেয়েছিলেন অনেকে ৷

শনিবার বুদ্ধদেব ভট্টাচার্যর তরফে একটি লিখিত বার্তা এসেছিল ৷ এমন একটি সমাবেশে থাকতে না পারার ‘যন্ত্রণা’র কথা সেই বার্তায় তিনি কর্মী-সমর্থকদের দিয়েছিলেন ৷ তাই অনেকে ভেবেছিলেন রবিবারও হয়তো বুদ্ধদেব ভট্টাচার্যর একটা বিবৃতি পড়ে শোনানো হবে ৷ কিন্তু তা হয়নি ৷

উল্টে এদিন যে সমস্ত বাম নেতা ভাষণ দিয়েছেন, তাঁদের কারও মুখে একবারের জন্যও শোনা যায়নি বুদ্ধদেব ভট্টাচার্যের নাম ৷ সকলের আক্রমণের লক্ষ্য ছিল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি ও নরেন্দ্র মোদি ৷ ভাষণে কর্মসংস্থানের প্রসঙ্গ এল, বাম সরকারের আমলে করে যাওয়া ‘ভালো’ কাজের প্রসঙ্গ উঠল, সিঙ্গুরের কথা এল, অথচ বুদ্ধদেবের নামোচ্চারণ হল না !

আরও পড়ুন : ব্রিগেডের মঞ্চে তরুণ প্রজন্মকে ‘সূত্রধর’ হিসেবে এগিয়ে দিল বামফ্রন্ট

বরং অতীতের ব্রিগেডগুলিতে বুদ্ধদেব ভট্টাচার্যকে ঘিরে যে উচ্ছ্বাস তৈরি হত, বুদ্ধদেব ব্রিগেডের মাঠে ও মঞ্চে উপস্থিত হলে সমর্থকরা উল্লাসে ফেটে পড়তেন ৷ তাঁদের স্লোগানে মুখরিত গোটা এলাকা ৷ এদিন সেই পরিস্থিতি তৈরি হল যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকি মঞ্চে উপস্থিত হলেন ৷ আর তাঁকে মঞ্চে আপ্যায়ন করতে বাম নেতাদের মধ্যে যে উৎসুক পরিস্থিতি তৈরি হল, তা আগে বুদ্ধদেব ভট্টাচার্যকে ঘিরে তৈরি হত ৷ স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে যে তাহলে কি আব্বাসকে পেয়ে বুদ্ধদেবকে ভুলে গেলেন বাম নেতারা !

কলকাতা, 28 ফেব্রুয়ারি : 2015 সাল ৷ শেষবার ব্রিগেডের জনসভায় বক্তৃতা করেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ 2019 সালের ব্রিগেডে এসেছিলেন ৷ কিন্তু শারীরিক অসুস্থতার জন্য মঞ্চেও ওঠেননি ৷ তবে তাঁকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল সেদিন উপস্থিত বাম সমর্থক-কর্মীরা ৷ তাই এবার তাঁর ‘উপস্থিতি’র জন্য অনেকদিন ধরে জল্পনা চলছিল ৷

শারীরিক অসুস্থতার জন্য তিনি যে ব্রিগেডের জনসভায় যোগ দিতে পারবেন, তা আগেই আঁচ করেছিলেন নেতা-কর্মীরা ৷ তাই তাঁর থেকে অন্তত একটা ভার্চুয়াল বার্তার অপেক্ষায় ছিলেন সমর্থকরা ৷ সমাবেশের সময় যত এগিয়ে আসে, ততই বোঝা যাচ্ছিল যে সেটাও সম্ভব নয় ৷ তাই অন্তত তাঁর একটা বার্তা ব্রিগেডের মঞ্চে পড়ে শোনানো হোক এমনটাই চেয়েছিলেন অনেকে ৷

শনিবার বুদ্ধদেব ভট্টাচার্যর তরফে একটি লিখিত বার্তা এসেছিল ৷ এমন একটি সমাবেশে থাকতে না পারার ‘যন্ত্রণা’র কথা সেই বার্তায় তিনি কর্মী-সমর্থকদের দিয়েছিলেন ৷ তাই অনেকে ভেবেছিলেন রবিবারও হয়তো বুদ্ধদেব ভট্টাচার্যর একটা বিবৃতি পড়ে শোনানো হবে ৷ কিন্তু তা হয়নি ৷

উল্টে এদিন যে সমস্ত বাম নেতা ভাষণ দিয়েছেন, তাঁদের কারও মুখে একবারের জন্যও শোনা যায়নি বুদ্ধদেব ভট্টাচার্যের নাম ৷ সকলের আক্রমণের লক্ষ্য ছিল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি ও নরেন্দ্র মোদি ৷ ভাষণে কর্মসংস্থানের প্রসঙ্গ এল, বাম সরকারের আমলে করে যাওয়া ‘ভালো’ কাজের প্রসঙ্গ উঠল, সিঙ্গুরের কথা এল, অথচ বুদ্ধদেবের নামোচ্চারণ হল না !

আরও পড়ুন : ব্রিগেডের মঞ্চে তরুণ প্রজন্মকে ‘সূত্রধর’ হিসেবে এগিয়ে দিল বামফ্রন্ট

বরং অতীতের ব্রিগেডগুলিতে বুদ্ধদেব ভট্টাচার্যকে ঘিরে যে উচ্ছ্বাস তৈরি হত, বুদ্ধদেব ব্রিগেডের মাঠে ও মঞ্চে উপস্থিত হলে সমর্থকরা উল্লাসে ফেটে পড়তেন ৷ তাঁদের স্লোগানে মুখরিত গোটা এলাকা ৷ এদিন সেই পরিস্থিতি তৈরি হল যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকি মঞ্চে উপস্থিত হলেন ৷ আর তাঁকে মঞ্চে আপ্যায়ন করতে বাম নেতাদের মধ্যে যে উৎসুক পরিস্থিতি তৈরি হল, তা আগে বুদ্ধদেব ভট্টাচার্যকে ঘিরে তৈরি হত ৷ স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে যে তাহলে কি আব্বাসকে পেয়ে বুদ্ধদেবকে ভুলে গেলেন বাম নেতারা !

Last Updated : Mar 1, 2021, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.