ETV Bharat / city

ব্রিগেড থেকে পশ্চিমবঙ্গের ভোল বদলানোর ডাক সূর্যকান্তের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2021

ব্রিগেডের সমাবেশে তৃণমূল ও বিজেপির সমালোচনার থেকেও মানুষকে ঐক্যবদ্ধ করার উপর বেশি জোর দিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।

সূর্যকান্তের
author img

By

Published : Feb 28, 2021, 2:01 PM IST

Updated : Feb 28, 2021, 7:23 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: সর্বশক্তি দিয়ে মানুষের অধিকার রক্ষা করব। ব্রিগেডের সমাবেশ থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেছেন, তৃণমূলের পুরো দলটাকেই তিনি বিজেপি করে ছেড়েছেন।

রবিবার ব্রিগেডের সভায় সূর্যকান্তের বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল খেটে খাওয়া, পিছিয়ে পড়া মানুষের কথা। তিনি বলেন, ''মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে । হিংসা সৃষ্টি করা হচ্ছে । তরজা করে আসল শোষণ বঞ্চনা চাপা দেওয়ার চেষ্টা চলছে । সে সব দিকে তাকাবেন না। বরং ঐক্যবদ্ধ হোন।'' সূর্যকান্তের কথায়, ''রাজ্যে অর্ধেকের বেশিই পিছিয়ে পড়া মানুষ । মানুষের অধিকার যাঁরা বঞ্চিত করেছে, তাঁদের বিরুদ্ধে কৃষকের, শ্রমিকদের লড়াই গড়ে তুলতে হবে, বিকল্প চাই । কাজ চাই । মানুষের সহমতের ভিত্তিতে শিল্প আনতে হবে । সব মানুষের জন্য সমান শিক্ষা চাই । নারী-পুরুষের মধ্য়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই রুখব আমরা।''

ভোল বদলানোর ডাক সূর্যর

আরও পড়ুন: সরকার গড়বে বাম-কংগ্রেস, দাবি কংগ্রেস বিধায়কের

এ দিন সূর্যকান্তের বক্তব্যে একবারই এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি বলেন, ''ভেবেছিলাম এ বিষয়টি তুলব না, তাও মনে এসে গেল। মুখ্যমন্ত্রী প্রথমে বললেন, দিদিকে বলো। তারপর পাড়ায় গেলেন । কিছুই হল না । তিনি শুধু গোটা তৃণমূল দলটাকে বিজেপি করে দিলেন ।'' বাম-কংগ্রেস-আইএসএফ-এর ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ থেকে খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ করে পশ্চিমবঙ্গের ভোল বদলে দেওয়ার ডাক দেন সূর্যকান্ত মিশ্র।

কলকাতা, 28 ফেব্রুয়ারি: সর্বশক্তি দিয়ে মানুষের অধিকার রক্ষা করব। ব্রিগেডের সমাবেশ থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেছেন, তৃণমূলের পুরো দলটাকেই তিনি বিজেপি করে ছেড়েছেন।

রবিবার ব্রিগেডের সভায় সূর্যকান্তের বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল খেটে খাওয়া, পিছিয়ে পড়া মানুষের কথা। তিনি বলেন, ''মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে । হিংসা সৃষ্টি করা হচ্ছে । তরজা করে আসল শোষণ বঞ্চনা চাপা দেওয়ার চেষ্টা চলছে । সে সব দিকে তাকাবেন না। বরং ঐক্যবদ্ধ হোন।'' সূর্যকান্তের কথায়, ''রাজ্যে অর্ধেকের বেশিই পিছিয়ে পড়া মানুষ । মানুষের অধিকার যাঁরা বঞ্চিত করেছে, তাঁদের বিরুদ্ধে কৃষকের, শ্রমিকদের লড়াই গড়ে তুলতে হবে, বিকল্প চাই । কাজ চাই । মানুষের সহমতের ভিত্তিতে শিল্প আনতে হবে । সব মানুষের জন্য সমান শিক্ষা চাই । নারী-পুরুষের মধ্য়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই রুখব আমরা।''

ভোল বদলানোর ডাক সূর্যর

আরও পড়ুন: সরকার গড়বে বাম-কংগ্রেস, দাবি কংগ্রেস বিধায়কের

এ দিন সূর্যকান্তের বক্তব্যে একবারই এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি বলেন, ''ভেবেছিলাম এ বিষয়টি তুলব না, তাও মনে এসে গেল। মুখ্যমন্ত্রী প্রথমে বললেন, দিদিকে বলো। তারপর পাড়ায় গেলেন । কিছুই হল না । তিনি শুধু গোটা তৃণমূল দলটাকে বিজেপি করে দিলেন ।'' বাম-কংগ্রেস-আইএসএফ-এর ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ থেকে খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ করে পশ্চিমবঙ্গের ভোল বদলে দেওয়ার ডাক দেন সূর্যকান্ত মিশ্র।

Last Updated : Feb 28, 2021, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.