কলকাতা, 15 মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শহরকে দুষ্কৃতি মুক্ত রাখতে বদ্ধপরিকর কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার । এলাকায় এলাকায় পুলিশি নজরদারির পাশাপাশি প্রত্যেকটি থানার অ্যান্টি রাউডি অফিসার অর্থাৎ এআরও-দের রাফ রেজিস্টার আপডেট রাখার নির্দেশ দেওয়া হয়েছে খোদ লালবাজারের তরফ থেকে । বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটি এলাকাকে শান্ত রাখতে দুষ্কৃতিদের কর্মকাণ্ড এবং গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল থাকা প্রয়োজন থানার । ফলেই এই নির্দেশ ।
কিন্তু এই রাফ রেজিস্টার আসলে ঠিক কী ?
শহরের প্রত্যেকটি থানার একজন করে সাব ইন্সপেক্টরকে সেই থানার এআরও অর্থাৎ অ্যান্টি রাউডি অফিসার হিসেবে নিযুক্ত করে লালবাজার । প্রত্যেকটি থানার এআরও অর্থাৎ অ্যান্টি রাউডি অফিসারের কাজই হল এলাকায় দুষ্কৃতিদের চিহ্নিত করা এবং নিজ নিজ এলাকায় কোন কোন সমাজবিরোধী কার্যকলাপ হচ্ছে কিংবা কোন কোন দুষ্কৃতিরা এলাকায় নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে, সেই সমস্ত দুষ্কৃতিদের নাম ঠিকানা আগের পুরনো রেকর্ড সমস্ত কিছু একটি বিশেষ খাতা কিংবা বইয়ে আপডেট রাখতে হয় ৷ সেই বিশেষ বই বা খাতাটিকেই বলে পুলিশি ভাষায় রাফ রেজিস্টার ।
এলাকায় কোনও রকমের দুষ্কৃতিমূলক কার্যকলাপ হলে সংশ্লিষ্ট থানার অ্যান্টি রাউডি অফিসার তারা রেজিস্টারকে কাজে লাগিয়েই প্রাথমিকভাবে অনুমান করতে পারেন সংশ্লিষ্ট অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে কোন দুষ্কৃতি দল কিংবা কোন দুষ্কৃতি জড়িত থাকলেও থাকতে পারে । আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শহরকে দুষ্কৃতিমুক্ত এবং শান্ত রাখার জন্য কলকাতা পুলিশের নবনিযুক্ত নগরপাল সৌমেন মিত্র নির্দেশ দিয়েছেন এই রাফ রেজিস্টার সম্পর্কে ওয়াকিবহাল থাকতে ।
আরও পড়ুন : আজ বিজেপির কোর কমিটির বৈঠক, রণনীতি বাতলে দেবেন শাহ
লালবাজার সূত্রের খবর, এলাকায় কোন কোন অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে এবং নতুন কোন কোন অপরাধীর জন্ম হচ্ছে ৷ পাশাপাশি অভিযুক্তরা কোন এলাকা ছেড়ে নতুন কোন এলাকায় ঢুকতে তার বিস্তারিত তথ্য পুলিশকে রাখতে হবে । আর এই ভাবেই এলাকা আইন-শৃঙ্খলা ঠিক রাখা সম্ভব হবে বলে মনে করছেন লালবাজারের শীর্ষ কর্তারা ।